পবনের বন্ধু জানান যে, নাটকে যাঁর অভিনয় করার কথা ছিল, তিনি আসতে পারবেন না। পবন তাঁর প্রস্তাবে রাজি না হলে নাটকের সম্পূর্ণ দলই সমস্যায় পড়বে। শুরুর দিকে আপত্তি জানালেও পরে বন্ধুর প্রস্তাবে রাজি হয়ে যান তিনি। পবন ভেবেছিলেন যে, জন্মাষ্টমী উপলক্ষে কোনও ছোট মঞ্চে নাটক পরিবেশন করা হবে। কিন্তু পরে তিনি জানতে পারেন, একটি বড় মঞ্চে ‘তুঘলক’ নাটকের একটি চরিত্রের জন্য অভিনয় করতে হবে তাঁকে।
পরে ‘রুচিকা’ থিয়েটার দলের সদস্য হিসাবে যুক্ত হন পবন। কিন্তু হিন্দি মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করে আসা পবন থিয়েটার দলে যুক্ত হওয়ার পর সমস্যায় পড়লেন। দলের সকলে ইংরেজি ভাষায় কথা বলতেন। হিন্দি ভাষায় যত সহজে কথা বলতে পারতেন, ইংরেজি ভাষায় ততটা দক্ষ ছিলেন না পবন। কিন্তু তিনি এত ভাল অভিনয় করতেন যে, দলের সকলেই তাঁকে খুব ভালবাসতেন।
পবন তাঁর বাবাকে জানালেন, এই শেষ বারের মতো মুম্বইয়ে কাজ করতে যাবেন তিনি। কাজ শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে এসে ব্যবসাতেই মন দেবেন। মুম্বইয়ে ১৫ দিনের জন্য ‘গান্ধী’ ছবির শুটিং চলেছিল। দিনপ্রতি ৩৫০ থেকে ৪০০ টাকা পেতেন তিনি। তবে, শুটিং শেষ হয়ে যাওয়ার পরেও বাড়ি ফেরেননি তিনি। তিন মাস মুম্বইয়েই ছিলেন পবন।
‘নুক্কর’ নামে একটি নাটকে ‘হরি’ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল পবনকে। সম্পূর্ণ নাটক জুড়ে তাঁকে শুধু দাঁড়িয়ে থাকতে হত। কোনও সংলাপ ছিল না পবনের মুখে। কিন্তু এই চরিত্রে অভিনয় করেই প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। যেখানে ‘নুক্কর’ নাটকের দু’তিনটি শো মঞ্চস্থ হওয়ার কথা ছিল, সেখানে ১৩ বার মঞ্চস্থ হল নাটকটি। থিয়েটারপাড়ায় বেশ নামডাক হতে থাকল পবনর। তাঁর বাবাও পুত্রের এই জনপ্রিয়তা দেখে খুশি হয়েছিলেন।
১ দিন পর আবার যশের সঙ্গে দেখা করতে যান পবন। সেখানে গিয়ে দেখেন, অডিশন দেওয়ার জন্য আরও ১০০ জন অপেক্ষা করে রয়েছেন। যশের সঙ্গে দেখা করতে চাওয়ায় ‘মশাল’ ছবির এক কাস্টিং ডিরেক্টর পবনের সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেখান থেকে ফিরে আসেন পবন। কিন্তু কালের নিয়মে যশরাজ ফিল্মসের সঙ্গেই কাজ করার সুযোগ পান তিনি। ‘বদমাশ কোম্পানি’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পবন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy