Advertisement
২২ নভেম্বর ২০২৪
Aral Sea

কয়েক দশকের ব্যবধানেই শুকিয়ে কাঠ ‘সাগর’! বেরিয়ে এল মাটি, কেন হল এ রকম অবস্থা?

বিশাল আয়তন জুড়ে থাকার কারণে আরল হ্রদকে সমুদ্রের সঙ্গেও তুলনা করা হত। বলা হত আরল সাগর। কিন্তু কাজাখস্তান এবং উজবেকিস্তানের মধ্যে থাকা সেই বদ্ধ হ্রদের জল শুকিয়ে গিয়েছে ২০১০ সাল নাগাদ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৩৭
Share: Save:
০১ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

ছিল বিশাল বড় হ্রদ। তাতে টলটল করত জল। ঘুরে বেড়াত বড় সামুদ্রিক মাছ। কিন্তু কয়েক দশকের ব্যবধানেই ‘ভ্যানিশ’ সেই হ্রদ। বদলে বেরিয়ে এল কাঠফাটা মাটি, ধূ ধূ মরুভূমি। ধারেকাছে জলের চিহ্নটুকুও অবশিষ্ট নেই। কথা হচ্ছে আরল হ্রদের।

০২ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের তাপমাত্রা বাড়ছে। উষ্ণায়নের কুফল নিয়ে বিজ্ঞানী-পরিবেশবিদদের নানাবিধ পূর্বাভাস এবং সতর্কীকরণ নতুন নয়।

০৩ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

২০২৪ সালের জানুয়ারিতে বিশ্বের গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় দেড় ডিগ্রি বেশি।

০৪ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

কিন্তু উষ্ণায়নের এই ধরনের প্রতিকূল প্রভাব স্পষ্ট হওয়ার এক দশকেরও বেশি আগে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছে আরল।

০৫ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

বিশাল আয়তন জু়ড়ে থাকার কারণে আরল হ্রদকে সমুদ্রের সঙ্গেও তুলনা করা হত। বলা হত আরল সাগর। কিন্তু কাজাখস্তান এবং উজবেকিস্তানের মধ্যে থাকা সেই বদ্ধ হ্রদের জল শুকিয়ে গিয়েছে ২০১০ সাল নাগাদ।

০৬ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

এখন সেখানে গেলে দেখতে পাওয়া যাবে ধূ ধূ প্রান্ত। গাছপালাও বিশেষ নেই।

০৭ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

৬৮,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল আরল সাগর। শুধু তাই নয়, এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম বদ্ধ জলাশয় ছিল।

০৮ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

আরল সাগর উত্তর থেকে দক্ষিণে প্রায় ৪৩৫ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে ২৯০ কিলোমিটারের বেশি বিস্তৃত ছিল।

০৯ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

কিন্তু ষাটের দশক থেকে ধীরে ধীরে আরল সাগর সঙ্কুচিত হতে শুরু করে। আরল ‘অন্তর্ধান’ রহস্য নিয়ে গবেষণা শুরু করেছিল আমেরিকার গবেষণা সংস্থা নাসা-ও।

১০ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

বিজ্ঞানীদের দাবি, যে নদীগুলি থেকে এই হ্রদে জল আসত, সেগুলির মুখ সাবেক সোভিয়েত রাশিয়া (তখনও উজবেকিস্তান তৈরি হয়নি) সেচ প্রকল্পের দিকে ঘুরিয়ে দেওয়ার পর প্রথম সঙ্কট দেখা যায় আরল সাগরে।

১১ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

কৃষিজমি তৈরির জন্য সির দারিয়া এবং আমু দারিয়া নামের ওই নদীগুলোর মুখ ঘুরিয়ে দেওয়ার পর জলের প্রবাহ কমে যায়।

১২ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

অবৈজ্ঞানিক ভাবে খাল কাটার কারণে আরল সাগরের জলরাশির ভারসাম্য নষ্ট হয়ে যায় বলে দাবি বিজ্ঞানীদের।

১৩ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

অন্য দিকে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবও পড়ে আরল সাগরে। দুই কারণে কয়েক দশকেই বাষ্পীভূত হয়ে যায় আরল সাগরের জল।

১৪ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

হ্রদটির কিছু অংশ বাঁচানোর শেষ প্রচেষ্টা হিসাবে কাজাখস্তান আরল সাগরের উত্তর এবং দক্ষিণ অংশের মধ্যে একটি বাঁধ তৈরি করেছে। বর্তমানে হ্রদের সামান্য অংশই অবশিষ্ট রয়েছে।

১৫ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

আগল সাগর শুকিয়ে যাওয়ায় কারণে সমস্যার মুখে পড়েছেন উজবেকিস্তানের বাসিন্দারা। একসময় রাশিয়া এবং কাজাখস্তানের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল আরল।

১৬ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

এ ছাড়াও হ্রদ শুকিয়ে যাওয়ায় প্রচণ্ড জলকষ্ট দেখা গিয়েছে সেই ভূখণ্ডে। মানুষের শরীরে বাসা বেঁধেছে রোগ। মৎস্যজীবীরাও পুরনো পেশা ছেড়ে নতুন কাজের চেষ্টা করে চলেছেন বিগত এক দশক ধরে।

১৭ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

রাষ্ট্রপুঞ্জের মতে আরল সাগর শুকিয়ে যাওয়া ২১ শতকের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়।

১৮ ১৮
All you need to know about Aral Sea and why the sea dried up

বর্তমানে আরল সাগরের যে টুকু অংশ অবশিষ্ট রয়েছে, তা সংরক্ষিত করে উজবেকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। তবে এই হ্রদকে আগের অবস্থায় ফিরিয়ে আনা এখন প্রায় অসম্ভব বলেই মত বিজ্ঞানী মহলের একাংশের।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy