All you need to know about Aline Farias who claims Neymar has sent her flirty messages dgtl
Neymar
সন্তানের জন্মের দু’মাসের মধ্যে বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ নেমারের! নেপথ্যে ‘বিশেষ বান্ধবী’?
সম্প্রতি বাবা হয়েছেন নেমার। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর বান্ধবী, মডেল ব্রুনা বিয়ানকার্ডি। তবে মেয়ের জন্ম হওয়ার দু’মাসের মধ্যেই বান্ধবী ব্রুনার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে ফুটবল তারকার।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ ১৮:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
সম্প্রতি বাবা হয়েছেন নেমার। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর বান্ধবী, মডেল ব্রুনা বিয়ানকার্ডি। তবে মেয়ের জন্ম হওয়ার দু’মাসের মধ্যেই বান্ধবী ব্রুনার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে ফুটবল তারকার।
০২১৩
গত বুধবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন ২৯ বছর বয়সি ব্রুনা। বিচ্ছেদকে ‘ব্যক্তিগত বিষয়’ বলেও বর্ণনা করেছেন তিনি।
০৩১৩
ব্রুনা লেখেন, ‘‘প্রতি দিনই আমরা খবরে থাকি। আমাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা এবং রসিকতা চলে। তবে আমি জানাচ্ছি যে, আমরা আর কোনও সম্পর্কের মধ্যে নেই।’’
০৪১৩
তিনি আরও বলেন, ‘‘আমরা আমাদের কন্যা মাভির বাবা-মা থাকব। এবং সেই সূত্রে আমাদের একটি সম্পর্ক অবশ্যই থাকবে। তবে তা প্রেমের নয়। আমি আশা করি আমাদের নিয়ে আর ঘন ঘন খবর হবে না। ধন্যবাদ।’’
০৫১৩
তবে কানাঘুষো শোনা যাচ্ছে ব্রুনার সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই না কি নতুন প্রেম এসেছে নেমারের জীবনে। ঘন ঘন চলছে বার্তার আদান-প্রদান।
০৬১৩
নেমারের এই নতুন ‘বান্ধবী’র নাম অ্যালাইন ফারিয়া। তিনিও এক জন অনলাইন মডেল। ইনস্টাগ্রামে অ্যলাইনের ফলোয়ারের সংখ্যা এক লক্ষেরও বেশি। তিনি নিয়মিত সমাজমাধ্যমে নিজের বিভিন্ন ছবি পোস্ট করেন।
০৭১৩
অ্যালাইন দাবি করেছেন, সম্প্রতি নেমার তাঁকে মেসেজ করেছিলেন। নেমার তাঁকে যে মেসেজ করেছিলেন সেগুলি চটুল এবং উত্তেজক কথায় পরিপূর্ণ ছিল বলেও দাবি অ্যালাইনের।
০৮১৩
অনেকে আবার মনে করছেন, অ্যালাইনের কারণেই ছেদ পড়েছে নেমার-ব্রুনার জীবনে। নেমারের মন উড়ু উড়ু করার জন্যই নাকি তাঁর জীবন থেকে সরে গিয়েছেন ব্রুনা।
০৯১৩
নেমার এবং ব্রুনার বিচ্ছেদ ঘোষণার পরেই ফুটবল তারকার সঙ্গে মেসেজের আদানপ্রদানের ছবি প্রকাশ্যে এনেছেন অ্যালাইন। সেই কথোপকথনের স্ক্রিনশটও তিনি প্রকাশ করেছেন।
১০১৩
. সেই ছবিতে দেখা যাচ্ছে, এক বার্তায় নেমার প্রশ্ন করেছেন, ‘‘তোমার কি নগ্ন ছবি আছে? কোথায় রয়েছে? আমি দেখতে চাই।’’
১১১৩
এর পর অ্যালাইন একটি লিঙ্ক পাঠান নেমারকে। পাশাপাশি বলেন, ‘‘ছবি দেখে কী মনে হচ্ছে, তা কিন্তু আমাকে জানাতে হবে।’’
১২১৩
প্রকাশ্যে আসা স্ক্রিনশট অনুযায়ী, নেমার এর পর জানান যে, তিনি ছবিগুলি দেখতে পাচ্ছে না। উত্তরে ফারিয়াস লেখেন, ‘‘আমার নগ্ন ছবি দেখতে সাইন ইন করতে হবে, বাবু। নীচে আরও অনেক ছবি আছে। আমি ঘুমোতে যাচ্ছি। তুমি নিজের যত্ন নিয়ো। শুভ রাত্রি। তুমি না পারলে আমি তোমাকে পরে ভাল করে সাইন ইন করা শিখিয়ে দেব।’’
১৩১৩
যদিও ‘টিএমজেড’ ওয়েবসাইটের মতে, অ্যালাইনকে মেসেজ পাঠানোর কথা অস্বীকার করেছেন নেমার। তিনি জানিয়েছেন, এই মেসেজগুলি তিনি ‘বহু বছর’ আগে করেছিলেন।