Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Anil Ambani

বাড়িতে হেলিপ্যাড, অত্যাধুনিক বন্দোবস্ত! অনিল অম্বানীর বাড়ির দাম কয়েক হাজার কোটি

অনিলের বাড়ির অন্দরসজ্জার নেপথ্যে রয়েছেন নামীদামি বিদেশি শিল্পীরা। বাড়ির প্রতিটি আসবাবপত্রের দামও আকাশছোঁয়া।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৩ ১৬:৫৩
Share: Save:
০১ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

ব্যবসায়ী অনিল অম্বানী ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানীর ভাই এবং রিলায়্যান্স এডিএ গোষ্ঠীর চেয়ারম্যান। একসময় বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন অনিল। কিন্তু বিগত কয়েক বছর ধরে তিনি চরম আর্থিক সঙ্কটের সম্মুখীন।

০২ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

অনিলের সবচেয়ে মূল্যবান সম্পত্তিগুলির মধ্যে একটি হল তাঁর মুম্বইয়ের পালি হিলের বাসভবন।

০৩ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

অনিল মুম্বইয়ের পালি হিলের যে বাড়িতে বাস করেন, সেটি ১৭ তলা। বিলাসবহুল সেই বাড়ির নাম ‘অ্যাবোড’।

০৪ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

‘অ্যাবোড’-এর অর্থ এমন একটি জায়গা, যেখানে বসবাস করা হয়।

০৫ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

অনিলের ওই বহুতলটির উচ্চতা প্রায় ৬৬ মিটার। ‘অ্যাবোড’কে ভারতের অন্যতম বিলাসবহুল বাড়ি বলে গণ্য করা হয়।

০৬ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

‘অ্যাবোড’ ১৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি। বাড়ির মধ্যেই রয়েছে একটি হেলিপ্যাড। রয়েছে একাধিক সুইমিং পুল এবং জিম।

০৭ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

অনিলের বাড়ির অন্দরসজ্জার নেপথ্যে রয়েছেন নামীদামি বিদেশি শিল্পীরা। বাড়ির প্রতিটি আসবাবপত্রের দামও আকাশছোঁয়া।

০৮ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘অ্যাবোড’ মুম্বইয়ের তৃতীয় বিলাসবহুল বাড়ি। যার মূল্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা।

০৯ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

অন্য দিকে, তাঁর দাদা মুকেশের বাসভবন ‘অ্যান্টিলিয়া’র মূল্য ১৫ হাজার কোটি টাকারও বেশি।

১০ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

অনিলের কাছে রোলস রয়েস, লেক্সাস এক্সইউভি, পোর্শে, অডি কিউ ৭, মার্সিডিজ় জিএলকে ৩৫০-এর মতো একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে।

১১ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

বিলাসবহুল বাড়ির মালিক হওয়া সত্ত্বেও অনিল বার বার দাবি করেছেন, তাঁর জীবনযাত্রা খুবই সাধারণ এবং শৃঙ্খলাপরায়ণ।

১২ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

অনিলের এক মুখপাত্রের দাবি, অনিল নিরামিষাশী। কোনও নেশা নেই তাঁর। পরিবারের প্রতি দায়বদ্ধ। বাইরে যাওয়ার চেয়ে বাড়িতে সন্তানদের সঙ্গে সিনেমা দেখতেই নাকি বেশি আগ্রহী অনিল।

১৩ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

অনিল প্রাক্তন বলিউড অভিনেত্রী টিনা মুনিমকে বিয়ে করেছেন। তাঁদের দুই ছেলে। জয় আনমোল অম্বানী এবং জয় আনশুল অম্বানী।

১৪ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

বর্তমানে প্রচারের আলোকবৃত্তের বাইরে থাকলেও এক সময় অনিলের সঙ্গে নাম জড়িয়েছিল বহু বলি অভিনেত্রীর।

১৫ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

বলিপাড়ায় গুঞ্জন উঠেছিল শিল্পপতি অনিলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ঐশ্বর্যা রাই (তখনও তিনি বচ্চন পরিবারের বধূ হননি)। আর এক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গেও অনিলের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল।

১৬ ১৬
All you need to know about Abode, Anil Ambani’s multi storey home in Mumbai

অভিনেত্রী প্রীতি জিন্টার সঙ্গেও অনিলের বিশেষ সম্পর্ক ছিল বলে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু ঐশ্বর্যা-সুস্মিতার সঙ্গে সম্পর্কের মতো সেই সম্পর্কও রয়ে যায় রটনার স্তরেই।

সব ছবি ফাইল থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy