Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
22nd Anniversary Of 9/11 Terror Attacks

৯/১১ হামলার ২২ বছর, ফিরে দেখা আমেরিকার ইতিহাসের কালো দিন! কী ঘটেছিল ২০০১-এর ১১ সেপ্টেম্বর

১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঠিক আগে আগে পার্ল হারবারে আমেরিকার নৌবাহিনীর উপর হামলা চালিয়েছিল জাপানের বায়ু সেনা। তার পর থেকে ৯/১১ হামলাই আমেরিকার মাটিতে হওয়া সবচেয়ে মারাত্মক হামলা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৫
Share: Save:
০১ ২৪
All you need to know about 9/11 on America

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। দিনটি ছিল মঙ্গলবার। আমেরিকার বুকে ভয়াবহ জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্ত হয় নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় ‘টুইনস টাওয়ার্স’। সেই ঘটনারই ২২ বছর পূর্ণ হল সোমবার।

০২ ২৪
All you need to know about 9/11 on America

১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঠিক আগে আগে পার্ল হারবারে আমেরিকার নৌবাহিনীর উপর হামলা চালিয়েছিল জাপানের বায়ু সেনা। তার পর থেকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সেই হামলাই আমেরিকার মাটিতে হওয়া সবচেয়ে মারাত্মক হামলা।

০৩ ২৪
All you need to know about 9/11 on America

২২ বছর আগে আমেরিকার সেই সন্ত্রাসবাদী হামলার ভয়াবহতা এতটাই ছিল যে, তা সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। ইতিহাসের পাতায় সেই ঘটনা পরিচিত ‘৯/১১ হামলা’ নামে।

০৪ ২৪
All you need to know about 9/11 on America

১১ সেপ্টেম্বর দিনটিকে কালো দিন হিসাবেই মনে রেখেছেন আমেরিকার মানুষ। প্রতি বছর দিনটিতে হাজার হাজার সাধারণ মানুষ রাস্তায় নামেন। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল-মালা-মোমবাতি নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চত্বরে হাজির হন তাঁরা।

০৫ ২৪
All you need to know about 9/11 on America

কিন্তু কী ভাবে সেই হামলার ছক কষা হয়েছিল? নেপথ্যে কে বা কারা ছিলেন? এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের সেই কালো অধ্যায়!

০৬ ২৪
All you need to know about 9/11 on America

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার বুকে মোট চারটি বিমান হামলা চালিয়েছিল আল-কায়দার জঙ্গিরা।

০৭ ২৪
All you need to know about 9/11 on America

ঘটনার দিন সকালে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়দার ১৯ জন জঙ্গি আলাদা আলাদা বিমানবন্দর থেকে চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে। এর পর বন্দুক, বোমা, গোলাবারুদ সঙ্গে নিয়ে চারটি দলে ভাগ হয়ে চেপে বসে সেই বিমানগুলিতে।

০৮ ২৪
All you need to know about 9/11 on America

প্রথম দু’টি বিমান নিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ‘টুইন টাওয়ার্সে’ হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই সময়ে বিশ্বের পাঁচটি সবচেয়ে উঁচু বহুতলের মধ্যে দু’টি ছিল টুইন টাওয়ার্স।

০৯ ২৪
All you need to know about 9/11 on America

প্রথম বিমানটি সকাল ৮টা ৪৬ মিনিটে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর মিনারের ৯৩ তলা থেকে ৯৯ তলার মধ্যে গিয়ে ধাক্কা মারে।

১০ ২৪
All you need to know about 9/11 on America

ঠিক সাত মিনিট পর অর্থাৎ, ৯টা ৩ মিনিটে দ্বিতীয় বিমানটি নিয়ে আঘাত হানে জঙ্গিরা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ মিনারের ৭৭ তলা থেকে ৮৫ তলার মধ্যে আছড়ে পড়ে সেটি।

১১ ২৪
All you need to know about 9/11 on America

এই দুই বিমানে মোট ১০ জন জঙ্গি ছিল। দু’টি বিমানে মোট যাত্রী এবং বিমানের সদস্য সংখ্যা ছিল ১৪৭। এই দুই হামলায় মৃত্যু হয়েছিল মোট ২,৭৬৩ জনের।

১২ ২৪
All you need to know about 9/11 on America

এর পর দু’ঘণ্টার মধ্যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ‘টুইন টাওয়ার্স’ ধুলোয় মিশে যায়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চত্বরের আরও একটি ৪৭ তলা ভবন ভেঙে পড়ে।

১৩ ২৪
All you need to know about 9/11 on America

অন্য দু’টি বিমান নিয়ে দেশের রাজধানী ওয়াশিংটনে হামলা চালানোর ছক কষেছিল জঙ্গিরা। তৃতীয় বিমানটিতেও ছিল পাঁচ জঙ্গি। যাত্রী এবং বিমানের সদস্যদের মিলিয়ে ৫৯ জন বিমানটিতে ছিলেন।

১৪ ২৪
All you need to know about 9/11 on America

৯টা ৩৭ মিনিটে বিমানটি গিয়ে সজোরে ধাক্কা মারে ভার্জিনিয়ার আর্লিংটন কাউন্টিতে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগনের একটি দেওয়ালে। এই মোট ১৮৯ জনের মৃত্যু হয়েছিল।

১৫ ২৪
All you need to know about 9/11 on America

চতুর্থ বিমানের যাত্রীরা জঙ্গিদের বিরুদ্ধে গর্জে ওঠার পর তা পেনসিলভেনিয়ার একটি গ্রামে আছড়ে পড়ে ১০টা ৩ মিনিটে। সেই বিমানটিতে চার জন জঙ্গি ছিল। তাদের পাশাপাশি মৃত্যু হয়েছিল আরও ৪০ জনের।

১৬ ২৪
All you need to know about 9/11 on America

এই চার জঙ্গি হামলায় সব মিলিয়ে ৯৩টি দেশের প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছিল। আহতও হয়েছিলেন বহু মানুষ।

১৭ ২৪
All you need to know about 9/11 on America

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়ে যাওয়ার পর তা আমেরিকার অর্থনীতি এবং বিশ্ববাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। প্রায় সাত-আট মাস ধরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চত্বর মেরামত করা হয়।

১৮ ২৪
All you need to know about 9/11 on America

এর পর ২০০৬ সালে আবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণকাজ শুরু হয়। ২০১৪ সালে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের স্মরণে সেই জায়গায় বেশ কয়েকটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে।

১৯ ২৪
All you need to know about 9/11 on America

৯/১১ হামলার দায় স্বীকার করে নিয়েছিল আল-কায়দা। মনে করা হয়, এই হামলার নেপথ্যে মূল মাথা ছিল আল-কায়দা প্রধান ওসামা-বিন-লাদেনের। তবে অপর এক আল-কায়দা নেতা খালিদ শেখ মহম্মদকে ‘৯/১১ হামলার প্রধান স্থপতি’ হিসাবে চিহ্নিত করেছিল আমেরিকা।

২০ ২৪
All you need to know about 9/11 on America

খালিদকে ২০০৩ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে গ্রেফতার করা হয়। তার পর থেকে তিনি আমেরিকার গুয়ানতানামো কারাগারে বন্দি।

২১ ২৪
All you need to know about 9/11 on America

লাদেন প্রাথমিক ভাবে হামলার দায় অস্বীকার করলেও, ২০০৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগে একটি অডিয়ো কথোপকথন প্রকাশ্যে আসে। সেই অডিয়োতে লাদেন ৯/১১ হামলায় আল-কায়দার জড়িত থাকার কথা স্বীকার করেন।

২২ ২৪
All you need to know about 9/11 on America

হামলার সঙ্গে তার সরাসরি যোগসূত্রও অডিয়োতে স্বীকার করতে শোনা যায় লাদেনকে। তবে আমেরিকা কখনওই সরকারি ভাবে ১১ সেপ্টেম্বরের হামলার দায় লাদেনের উপর চাপায়নি।

২৩ ২৪
All you need to know about 9/11 on America

তবে তানজানিয়ার দার এস সালাম এবং কেনিয়ার নাইরোবিতে থাকা আমেরিকার দূতাবাসে হামলা চালানোর জন্য এফবিআই-এর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন লাদেন।

২৪ ২৪
All you need to know about 9/11 on America

এর পর থেকে আমেরিকার গোয়েন্দারা ১০ বছর ধরে লাগাতার খোঁজ চালাতে থাকে লাদেনের। ২০১১ সালের ১মে পাকিস্তানের অ্যাবোটাবাদে আমেরিকার বিশেষ বাহিনীর গুলিতে লাদেনকে খতম করা হয়েছে বলে ঘোষণা করেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা।

—ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy