Advertisement
২৩ এপ্রিল ২০২৫
Justin Trudeau

ট্রাম্পের ‘শত্রু’কে সমর্থন করে কিস্তিমাতের চেষ্টা! কানাডার রাজনীতিতে ফের জমি শক্ত করছেন ট্রুডো

ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠক হয় জ়েলেনস্কির। পরে দু’দেশের যৌথ সাংবাদিক বিবৃতির সময়ে জ়েলেনস্কির সঙ্গে ট্রাম্প এবং ভান্সের তপ্ত বাক্যবিনিময় চলে কিছু ক্ষণ, যা সাম্প্রতিক অতীতে বেনজির।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১০:৪৮
Share: Save:
০১ ২০
zelenesky and trump

আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। সেই বৈঠক নিয়ে ইতিমধ্যেই তোলপাড় পড়েছে আন্তর্জাতিক মহলে।

০২ ২০
zelenesky and trump

ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠক হয় জ়েলেনস্কির। পরে দু’দেশের যৌথ সাংবাদিক বিবৃতির সময়ে জ়েলেনস্কির সঙ্গে ট্রাম্প এবং ভান্সের তপ্ত বাক্যবিনিময় চলে কিছু ক্ষণ, যা সাম্প্রতিক অতীতে বেনজির।

০৩ ২০
zelenesky and trump

এই বাগ্‌বিতণ্ডার জেরে শিকেয় ওঠে শান্তি সমঝোতা ও খনিচুক্তি। ভেঙে যায় যাবতীয় শিষ্টাচারের পরিধি। শোনা যায়, মধ্যাহ্নভোজ না সেরেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান জ়েলেনস্কি। ওই ঘটনার পর কয়েক দিন যেতে না-যেতেই ইউক্রেনকে সামরিক সাহায্য পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।

০৪ ২০
zelenesky and trump

আমেরিকায় দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়ে অন্য অবস্থানের পথে হেঁটেছিলেন ট্রাম্প। তিন বছর ধরে চলে আসা যুদ্ধ বন্ধ করতে তিনি রাশিয়ার সঙ্গে সমঝোতার বার্তা দেন ইউক্রেনকে।

০৫ ২০
zelenesky and trump

ট্রাম্পের এই অবস্থান প্রকাশ্যে আসার পর ইউক্রেনের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি হয়। খনিজ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক মেরামতের চেষ্টা হয়েছিল। হোয়াইট হাউসে গেলে সেখানেও জ়েলেনস্কিকে সমঝোতার পরামর্শ দেন ট্রাম্প, ভান্স। কিন্তু জ়েলেনস্কি তা মানতে পারেননি। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

০৬ ২০
Justin Trudeau

তবে জ়েলেনস্কি-ট্রাম্প বৈঠক নিয়ে যখন এত আলোচনা, এত বিতর্ক, মনে করা হচ্ছে সেই সময় উত্থান হচ্ছে ‘অবসরে যাওয়া’ এক রাষ্ট্রনেতার। তাঁকে ট্রাম্পের ‘রাজনীতির শিকার’ বলে মনে করেন অনেকে। তিনি আর কেউ নন, কানাডার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকি এ-ও মনে করা হচ্ছে যে, কানাডার আসন্ন নির্বাচনে আবার ক্ষমতায় ফিরতে পারে ট্রুডোর লিবারেল পার্টি। আবার প্রধানমন্ত্রী হতে পারেন ট্রুডো।

০৭ ২০
zelenesky

হোয়াইট হাউস-কাণ্ডের পর সোজা ব্রিটেনে চলে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের এক দিনের মাথায় তাঁকে সাদরে অভ্যর্থনা জানায় ব্রিটেন। সেখানকার প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার জ়েলেনস্কিকে বুকে জড়িয়ে ধরেন। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। অভ্যর্থনা জানান ইউক্রেনের প্রেসিডেন্টকে।

০৮ ২০
zelenesky

আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ধাক্কা খাওয়ার এক দিনের মধ্যেই হাসি ফোটে ইউক্রেনের প্রেসিডেন্টের মুখে। ইউক্রেনকে ২৮০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ২৪ হাজার ৪০০ কোটির বেশি) ঋণ দেয় ব্রিটেন। প্রধানমন্ত্রী স্টার্মারের বাসভবনে ওই চুক্তি স্বাক্ষরিত হয়।

০৯ ২০
zelenesky

লন্ডনে ইউরোপীয় রাষ্ট্রনেতাদের সম্মেলনেও উপস্থিত ছিলেন জ়েলেনস্কি। রাশিয়ার সঙ্গে সমস্যা নিয়ে আমেরিকার কটাক্ষের মুখে পড়লেও ইউরোপের বিভিন্ন দেশের সমর্থন পান তিনি। সেই সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টার্মার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ-সহ অনেক রাষ্ট্রনেতার পাশাপাশি উপস্থিত ছিলেন নর্থ আমেরিকার দেশ কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। লন্ডন থেকে তিনি সাফ জানিয়ে দেন যে, জ়েলেনস্কির প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।

১০ ২০
Justin Trudeau

ট্রাম্প দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে বার বার তাঁর কটাক্ষের মুখে পড়তে হয়েছে ট্রুডোকে। ক্ষমতায় ফেরার পর কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা শোনা গিয়েছিল ট্রাম্পের গলায়। দাবি উঠেছিল, ট্রুডোকে আমেরিকার ৫১তম রাজ্যের গর্ভনর বানানোর। যদিও অটোয়ার শীর্ষকর্তারা একে ‘ট্রাম্পসুলভ রসিকতা’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

১১ ২০
donald trump

ক্ষমতায় আসার পরেই কানাডার পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর পর একটি বিবৃতিতে ট্রুডো বলেন, ‘‘মুক্ত বাণিজ্যের চুক্তিকে লঙ্ঘন করে যে কোনও প্রকার শুল্ক। কানাডার উপর যে শুল্ক চাপানো হয়েছে, তা আমেরিকার জনগণের জন্য খুব একটা সুখকর হবে না। মঙ্গলবার থেকে তিন হাজার কোটি কানাডিয়ান ডলারের পণ্যের উপর শুল্ক প্রয়োগ করা হচ্ছে। আর আগামী কয়েক দিনের মধ্যে আমরা আমেরিকার ১২ হাজার ৫০০ কোটি কানাডিয়ান ডলারের পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্ক নেব।’’

১২ ২০
Justin Trudeau

এর মধ্যে আরও চাপ বাড়ে ট্রুডোর উপর। দলের অন্দরে অন্তর্বিরোধের জেরে কানাডার প্রধানমন্ত্রীপদ থেকে ইস্তফা দিতে হয় তাঁকে। ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল পার্টির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের দলনেতার পদও ছাড়েন তিনি।

১৩ ২০
Justin Trudeau

বিশেষজ্ঞদের একাংশের মতে, দেশের অন্দরে এমনিতেই জনপ্রিয়তা হারাচ্ছিলেন ট্রুডো। বেশ কয়েক দিন ধরেই দেশের নানাবিধ সমস্যার কারণে কোণঠাসা ছিলেন তিনি। দেশের আর্থিক অবস্থা নিয়েও চাপে ছিলেন। অনেকে আবার মনে করছিলেন ট্রাম্পের ‘কানাডা-দখল’ মন্তব্যের জেরেও নাকি চাপে পড়েছিলেন ট্রুডো।

১৪ ২০
Justin Trudeau

মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সঙ্গে লড়তে গিয়ে উত্তর আমেরিকার দেশটির অর্থনীতি একরকম ফালাফালা হয়ে গিয়েছে। এর পর থেকেই কানাডায় নতুন করে অস্থিরতার সৃষ্টি হয়। অনেকের মতে, এর জেরে শাসকশিবিরের মধ্যেই বিদ্রোহের জন্ম হয়েছে।

১৫ ২০
Justin Trudeau

ফলে নির্বাচন যত এগোচ্ছিল, ততই কানাডার রাজনীতিতে ধীরে ধীরে ‘একঘরে’ হয়ে পড়ছিলেন জাস্টিন। সে সময় সমীক্ষকদের দাবি ছিল, দেশটির ৬৮ শতাংশ বাসিন্দাই তাঁকে অপছন্দ করেন। মাত্র ২৭ শতাংশ কানাডাবাসী ট্রুডোকে ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে চাইছিলেন। ফলে লিবারেল পার্টির ক্ষমতায় ফেরা প্রায় ক্ষীণ হয়ে গিয়েছিল।

১৬ ২০
Justin Trudeau

কিন্তু নতুন একটি সমীক্ষা প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে, পুরনো সমীকরণ একেবারে বদলে গিয়েছে। ২৫ ফেব্রুয়ারি রাতে ‘ইপসোস’ সমীক্ষা প্রকাশের পর দেখা যায়, কানাডার ৩৮ শতাংশ মানুষ সমর্থন করছেন লিবারেলদের। ডানপন্থী কনজ়ারভেটিভ সমর্থন পাচ্ছেন ৩৬ শতাংশ সমর্থন। আরও বেশ কয়েকটি সমীক্ষায় যেখানে আগে লিবারেল পার্টি পিছিয়ে ছিল, সেখানে দেখা যাচ্ছে কনজ়ারভেটিভের সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছে ট্রুডোর দল।

১৭ ২০
Justin Trudeau

ফলে মনে করা হচ্ছে, বিগত কয়েক মাসে ট্রুডোর নেতৃত্ব এবং আমেরিকার বিরুদ্ধে তাঁর ‘ফ্রন্টফুটে’ খেলার কারণেই আবার জনগণের মনে বিশ্বাসযোগ্যতা বেড়েছে লিবারেল পার্টির। এর অন্যতম কারণ, আমেরিকার পণ্যের উপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে কানাডা। আগামী দিনে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

১৮ ২০
Justin Trudeau

ট্রুডো জানিয়েছেন, আমেরিকা থেকে যে বিপুল পরিমাণ পণ্য কানাডা আমদানি করে, তার আনুমানিক মূল্য ১২ হাজার ৫০০ কোটি কানাডিয়ান ডলার। এই পরিমাণ পণ্যের উপর কানাডা ২৫ শতাংশ শুল্ক আরোপ করছে। শীঘ্রই এই শুল্ক কার্যকর করা হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ফলেই এই শুল্ক আরোপ করা হল বলেও জানিয়েছেন ট্রুডো।

১৯ ২০
Justin Trudeau

অন্য দিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আইনসভায় কনজ়ারভেটিভ দলের নেতা পিয়ে পলিয়েব্রাকেও নাস্তানবুদ করেছেন তিনি। বরাবর ইউক্রেনের সমর্থনে দাঁড়িয়েছেন ট্রুডো। অন্য দিকে পলিয়েব্রার মতে, দুই দেশের টক্করে মাথা গলানোর দরকার নেই কানাডার। তাই ট্রুডোর দাবি, ট্রাম্পের ভাষাতেই কথা বলেন পলিয়েব্রা। তাঁদের দু’জনের একাধিক মিল রয়েছে বলেও তিনি দাবি করেছেন।

২০ ২০
Justin Trudeau

বিশেষজ্ঞদের মতে, আমেরিকার বিরুদ্ধে ট্রুডোর ওই কঠিন নীতি কানাডাবাসীর মনে ধরেছে। পাশাপাশি, তিনি যে ভাবে ইউক্রেনের সমর্থন এগিয়ে এসেছেন, তা-ও অনেকের নজর কেড়েছে। ফলে কানাডার রাজনীতিতে ফের জমি শক্ত করতে সফল হয়েছে লিবারেল পার্টি, যার ফলাফল দেখা যেতে পারে আসন্ন নির্বাচনেও।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy