Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Mission Shakti

মহাকাশেও ‘সার্জিকাল স্ট্রাইক’ করেছিল ভারত! গোপন হামলায় ধ্বংস করে নিজেদেরই উপগ্রহ

২০১৯ সালের ২৭ মার্চ অর্থাৎ, পাঁচ বছর আগে ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরোর পাঠানো ওই উপগ্রহ ধ্বংস করেছিলেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৩:৩৮
Share: Save:
০১ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

মহাকাশে এনকাউন্টার! অবিশ্বাস্য মনে হলেও এমন নজির রয়েছে ভারতেরই। প্রায় ৩০০ কিলোমিটার দূরত্ব থেকে ছোড়া ‘বুলেট’ মহাকাশের বুকে ছিন্নভিন্ন করে দিয়েছিল একটি উপগ্রহকে। সেই উপগ্রহ আবার ছিল ভারতেরই।

০২ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

২০১৯ সালের ২৭ মার্চ অর্থাৎ, পাঁচ বছর আগে ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরোর পাঠানো ওই উপগ্রহ ধ্বংস করেছিলেন।

০৩ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানীরা যে উপগ্রহ ধ্বংস করেছিল, সেটির নাম ছিল মাইক্রোস্যাট-আর।

০৪ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

মাইক্রোস্যাট-আর ‘ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা’ (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন বা ডিআরডিও)-র তৈরি একটি পরীক্ষামূলক সামরিক উপগ্রহ। ২০১৯ সালের ২৪ জানুয়ারি ভারতের মহাকাশ বন্দর সতীশ ধওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সেই উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল ইসরো। উৎক্ষেপণের ১৩ মিনিট ২৬ সেকেন্ডের মধ্যে সেটি গন্তব্যে পৌঁছে যায়।

০৫ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

এর পর মাস তিনেক ধরে পৃথিবীর চারদিকে চক্কর খেতে থাকে সেই উপগ্রহ। সেই সময় ডিআরডিও বিজ্ঞানীরা ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন এক মাহেন্দ্রক্ষণের।

০৬ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

সেই মাহেন্দ্রক্ষণ এল ২৭ মার্চ। মাইক্রোস্যাট-আর-কে লক্ষ্য করে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন প্রতিরক্ষা বিজ্ঞানীরা। নিক্ষেপের তিন মিনিটেরও মধ্যে সেই ক্ষেপণাস্ত্রের ধাক্কায় টুকরো টুকরো হয়ে যায় উপগ্রহটি।

০৭ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

সেই অভিযানের নাম ছিল ‘মিশন শক্তি’। এটি ভারতের অন্যতম বড় সাফল্য হিসাবে স্বীকৃত হয়েছিল। কারণ তখনও পর্যন্ত শুধুমাত্র আমেরিকা, রাশিয়া এবং চিনের কাছেই উপগ্রহরোধী ক্ষেপণাস্ত্র ছিল। পরীক্ষাটিকে মহাকাশে চালানো ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হিসাবেও বর্ণনা করা হয়েছিল।

০৮ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

কিন্তু কেন নিজেদের পাঠানো উপগ্রহকেই ধ্বংস করে উদ্‌যাপন করেছিল ভারত?

০৯ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

মহাকাশে ভারতের ৫০টিরও বেশি উপগ্রহ রয়েছে। যেগুলি সেখানে পাঠাতে খরচ হয়েছে ৫০ হাজার কোটিরও বেশি টাকা। তার থেকেও বড় কথা, সেই উপগ্রহগুলির গুরুত্বও অপরিসীম।

১০ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

ভবিষ্যতে দেশের কৃত্রিম উপগ্রহগুলি হুমকির মুখে পড়লে ভারত যাতে তার আগেই হামলাকারী উপগ্রহকে ধ্বংস করতে পারে, তাই ওই পরীক্ষা করা হয়েছিল। আর তাই নিজেদের পাঠানো উপগ্রহকে ধ্বংস করেছিল ভারত।

১১ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

অর্থাৎ, নিজেদের মহাকাশ সম্পদকে রক্ষা করার জন্য শক্তি প্রদর্শন হিসাবে সেই পরীক্ষা করেছিল ভারত।

১২ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

যদিও ওই উচ্চতায় একটি উপগ্রহকে ধ্বংস করা মুখের কথা নয়। মহাকাশে সেই উপগ্রহ প্রায় ২৮ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা বা প্রায় ৮ কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছিল।

১৩ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

পরে জানা যায়, মাইক্রোস্যাট-আর উপগ্রহটিকে ধ্বংস করতে ভারত পৃথ্বী ডিফেন্স ভেহিকল মার্ক-২ নামে একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। যেটি দ্রুত গতিশীল উপগ্রহকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি ছিল ১৩ মিটার দীর্ঘ। ওজন প্রায় ২০ হাজার কিলোগ্রাম।

১৪ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

‘মিশন শক্তি’ প্রমাণ করেছিল ৩০০ কিলোমিটার উচ্চতায় থাকা যে কোনও উপগ্রহকে ধ্বংস করতে সক্ষম ভারত। যদিও ডিআরডিও-র মতে, অন্তত ১৫ বছর ধরে উপগ্রহরোধী অস্ত্র পরীক্ষা করার ক্ষমতা ছিল ভারতের।

১৫ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

অবসরপ্রাপ্ত উইং কমান্ডার তথা ভারতের একমাত্র মহাকাশচারী রাকেশ শর্মার কথায়, ‘‘মিশন শক্তি ভারতকে মহাকাশে ‘দুষ্ট’ চোখেদের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা দিয়েছে।’’

১৬ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

তবে সেই পরীক্ষা করার জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল ভারতকে। আমেরিকা-সহ অনেক দেশ জানিয়েছিল যে, এই ধরনের পরীক্ষা মহাকাশে আবর্জনার পরিমাণ বৃদ্ধি করবে যা অন্যান্য উপগ্রহের জন্য সমস্যা তৈরি করবে। মহাকাশের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রেও এর বিরূপ প্রভাব পড়বে বলে মন্তব্য করে আমেরিকা।

১৭ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

যদিও ভারত যুক্তি দিয়েছিল, সেই পরীক্ষার কারণে তৈরি হওয়া ২০০-৩০০ টুকরো ধ্বংসাবশেষ মহাকাশে ভাসমান লক্ষ লক্ষ ধ্বংসাবশেষের একটি ক্ষুদ্র অংশ মাত্র। এর আগে উপগ্রহরোধী অস্ত্র পরীক্ষার জন্য চিনকেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

১৮ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

২০১৯ সালের মার্চ মাসের সেই মুহূর্তকে স্মরণ করে প্রতিরক্ষা মন্ত্রীর প্রাক্তন বৈজ্ঞানিক উপদেষ্টা তথা সেই এনকাউন্টারের নেতৃত্ব থাকা জি সতীশ রেড্ডী বুধবার বলেন, ‘‘উপগ্রহরোধী ক্ষমতা ভারতের মহাকাশ সম্পদ রক্ষায় প্রতিবন্ধক হিসাবে কাজ করে। পাঁচ বছর আগে তাই সুচারু ভাবে এবং গোপনে একটি বিশেষ পরীক্ষা চালানো হয়েছিল।’’

১৯ ১৯
All needs to know about Mission Shakti by which India shot down its own Satellite

তবে ২০১৯ সালের পর ভারত মহাকাশে আর কোনও উপগ্রহরোধী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেনি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy