Advertisement
২১ জানুয়ারি ২০২৫
Yahya Sinwar

হামাসের নেতাকেই খুন করেছিলেন! ইজ়রায়েলি বোমায় মৃত সেই ‘খান ইউনিসের কসাই’ সিনওয়ার

একাধিক চড়াই-উতরাই পেরিয়ে ধাপে ধাপে প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের শীর্ষ স্তরে পৌঁছেছিলেন সিনওয়ার। ২০১৭ সালে হামাস অধিকৃত গাজ়া ভূখণ্ডের সর্বোচ্চ শাসকও নির্বাচিত হয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৩:৩৯
Share: Save:
০১ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

মারা গেলেন হামাস গোষ্ঠীর নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ইজ়রায়েলের বিদেশমন্ত্রী কাট্‌জ়ের দাবি, গাজ়ায় ইজ়রায়েলি সেনার এক অভিযানে মৃত্যু হয়েছে সিনওয়ারের। উল্লেখ্য, মাস কয়েক আগেই নিহত হয়েছিলেন পূর্বতন হামাস প্রধান ইসমাইল হানিয়া।

০২ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

বৃহস্পতিবারই ইজ়রায়েলের সেনা হামলা চালিয়েছিল গাজ়ার একটি ভবনে। ওই ভবনে তিন জনের মৃত্যু হয়েছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল। তখন থেকেই ইজ়রায়েলের দাবি ছিল, মৃতদের মধ্যে হামাস প্রধান থাকতে পারেন।

০৩ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

তিন জনের দেহ ইজ়রায়েলে নিয়ে আসা হয়েছিল ডিএনএ পরীক্ষার জন্য। শেষে ইজ়রায়েলের বিদেশমন্ত্রী কাট্‌জ় এক বিবৃতিতে জানিয়েছেন, সেনা অভিযানে নিহত হয়েছেন সিনওয়ার।

০৪ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বরের শেষের দিকে জল্পনা তৈরি হয়েছিল যে, গাজ়া শহরের একটি স্কুলে রকেট হামলার পর মৃত্যু হয়েছিল সিনওয়ারের। তবে বিষয়টি ইজ়রায়েল তখন নিশ্চিত করতে পারেনি।

০৫ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

কিন্তু এ বার সিনওয়ারের মৃত্যু নিশ্চিত করেছে ইজ়রায়েল। এর পর থেকেই প্রশ্ন উঠছে কে এই সিনওয়ার? কেনই বা তাঁকে নেতা হিসাবে বেছে নিয়েছিল প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী।

০৬ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

ইজ়রায়েল-হামাস চলতি সংঘাতের জন্য নাকি দায়ী ছিলেন সিনওয়ারই। হামাসের হয়ে ইজ়রায়েলের বিরুদ্ধে অতর্কিতে হামলা চালানোর নেপথ্যে নাকি তাঁরই মাথা ছিল।

০৭ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

৬১ বছর বয়সে সিনওয়ারের মৃত্যু হয়েছে। তবে তাঁর জীবনের ২৪টি বছরই কেটেছিল ইজ়রায়েলের জেলে। সিনওয়ারকে আগেই ‘সন্ত্রাসবাদী’ হিসাবে ঘোষণা করেছিল আমেরিকা।

০৮ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

দক্ষিণ গাজ়ার খান ইউনিসে জন্ম সিনওয়ারের। হামাসের মৃত প্রধান পরিচিত ছিলেন ‘খান ইউনিসের কসাই’ নামে। ইজ়রায়েলের তরফে তাঁকে ‘প্যালেস্তাইনের ওসামা বিন লাদেন’ নাম দেওয়া হয়।

০৯ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

একাধিক চড়াই-উতরাই পেরিয়ে ধাপে ধাপে প্যালেস্তানীয় সশস্ত্র সংগঠন হামাসের শীর্ষ স্তরে পৌঁছেছিলেন সিনওয়ার। ২০১৭ সালে হামাস অধিকৃত গাজ়া ভূখণ্ডের সর্বোচ্চ শাসকও নির্বাচিত হয়েছিলেন তিনি।

১০ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

১৯৬২ সালে দক্ষিণ গাজ়ার খান ইউনিসে জন্ম সিনওয়ারের। দক্ষিণ গাজ়া তখন মিশরের অধীন। তাঁর এই জন্মস্থানের প্রসঙ্গ উল্লেখ করেই ইজ়রায়েলি সেনা সিনওয়ারকে ‘খান ইউনিসের কসাই’ বলে কটাক্ষ করে থাকে।

১১ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

সিনওয়ার-ঘনিষ্ঠদের কেউ কেউ বলে থাকেন, তাঁর পরিবার নাকি আগে বসবাস করত আল মাজদল শহরে। ১৯৪৮ সালে ইজ়রায়েল রাষ্ট্র গঠিত হওয়ার পর এই শহর প্যালেস্টাইনের হাতছাড়া হয়। শহরটির নাম বদল করে রাখা হয় অ্যাশকেলন।

১২ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

অনেকেই মনে করেন, সিনওয়ারের পারিবারিক ইতিহাসের মধ্যেই ইজ়রায়েল-বিরোধিতার বীজ লুকিয়ে ছিল। সিনওয়ার তাঁর কাজকর্মের মাধ্যমে সেই বীজকে কার্যত মহীরুহে পরিণত করেছিলেন।

১৩ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

সিনওয়ার স্নাতক। গাজ়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অ্যারাবিক স্টাডিজ় নিয়ে তিনি পড়াশোনা করেছিলেন। ছাত্রজীবনেই ইজ়রায়েল-বিরোধী একাধিক কার্যকলাপে জড়িয়ে পড়েছিলেন তিনি। তখন থেকেই নাকি ইজ়রায়েলকে ‘ধূলোয় মিশিয়ে দিতে’ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন।

১৪ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

হামাসে যোগ দেওয়ার আগে ইয়াহিয়া বেশ কয়েক বছর জেলবন্দি ছিলেন। হিংসা ছড়ানোর অভিযোগে ১৯৮২ সালে প্রথম গ্রেফতার হন সিনওয়ার। তার পর একাধিক বার দফায় দফায় গ্রেফতার হন। থাকতেন ইজ়রায়েলি কারাগারের অন্ধকার কুঠুরিতে।

১৫ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

১৯৮৭ সালে একটি গোষ্ঠী হিসাবে হামাস আত্মপ্রকাশ করার পর নিজের সংগঠনকে তার সঙ্গে মিশিয়ে দেন সিনওয়ার। তিনি হামাসে যোগ দেওয়ার পর ইজ়রায়েলের উপর হামলা চালানোর ঘটনা আরও বৃদ্ধি পেতে থাকে।

১৬ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

আশির দশক থেকেই হামাসের আর এক নেতা সালাহ্ শেহাদের সঙ্গে হাত মিলিয়ে ইজ়রায়েলি গুপ্তচরদের উপর হামলা চালাতে থাকেন সিনওয়ার।

১৭ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

একাধিক বার গ্রেফতার করেও সিনওয়ারকে নিয়ন্ত্রণে আনতে পারেনি ইজ়রায়েলি প্রশাসন। বরং তাঁর কাজে বার বার বিপাকে পড়তে হয়েছিল তুলনায় সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে উন্নত ইজ়রায়েলকে।

১৮ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

১৯৮৮ সালে দু’জন ইজ়রায়েলি সেনাকে হত্যার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন সিনওয়ার। সেই সঙ্গে চার জন প্যালেস্টাইনি ব্যক্তি ইজ়রায়েলিদের হয়ে কাজ করছেন, এমন অভিযোগে খুন হয়ে যান। এই হত্যাকাণ্ডেও নাম জড়িয়েছিল সিনওয়ারের।

১৯ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

২০০৬ সালে সুড়ঙ্গ খুঁড়ে ইজ়রায়েলে ঢুকেছিল হামাসের সামরিক শাখা ইজ্জাদ-দিন আল-কাসাম। ইহুদি-প্রধান দেশটিতে ঢুকে তারা দুই ইজ়রায়েলি সেনাকে হত্যা করে, এক জনকে পণবন্দি করেছিল।

২০ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

পণবন্দি সেনার মুক্তির বিনিময়ে সিনওয়ারকে ছাড়তে বাধ্য হয় ইজ়রায়েল। শুধু সিনওয়ার নয়, আরও বেশ কয়েক জনকে ছাড়তে বাধ্য হয়েছিল তেল আভিভ প্রশাসন।

২১ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

সেই সময় ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সিনওয়ার। ২০০৮ সালে তিনি মস্তিষ্কের ক্যানসার থেকে সেরে ওঠেন।

২২ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

২০১১ সালে জেল থেকে ছাড়া পাওয়ার পরে হামাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সিনওয়ার। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া স্বেচ্ছানির্বাসনে যাওয়ার পর থেকে সিনওয়ারই হয়ে উঠেছিলেন হামাসের অলিখিত প্রধান।

২৩ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

সিনওয়ার পরিচিত ছিলেন তাঁর অনমনীয় নীতির জন্যই। ইজ়রায়েল নিয়ে কোনও আপসে যেতে রাজি ছিলেন না তিনি। বরং একাধিক সভায় গরম গরম বক্তৃতা করে ইজ়রায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনিদের একজোট করার অভিযোগ বার বার উঠেছিল তাঁর বিরুদ্ধে।

২৪ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

তবে হামাসের অন্দরেও সিনওয়ারকে নিয়ে বিতর্ক দেখা গিয়েছিল। হামাস কম্যান্ডার মাহমুদ ইশতিইয়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এর পরে ২০১৫ সালে খুন হয়ে যান মাহমুদ।

২৫ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

অভিযোগ ওঠে যে, হামাসের ঘোষিত নীতির সঙ্গে আপস করবেন না বলে মাহমুদকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন সিনওয়ারই।

২৬ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

গত বছরের ৭ অক্টোবর অতর্কিতে ইজ়রায়েলের উপরে হামলা চালায় হামাস বাহিনী। মৃত্যু হয় ১৩০০ ইজ়রায়েলির। ইজ়রায়েলের দাবি অনুসারে, হলোকাস্টের পর থেকে ইহুদিদের জন্য সবচেয়ে মারাত্মক দিন ছিল ৭ অক্টোবরই। ইজ়রায়েলের বিখ্যাত গুপ্তচর সংস্থাগুলি কেন এই হামলার আগাম খবর পেল না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

২৭ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

ইজ়রায়েলি সেনার দাবি, এই হামলার পরিকল্পনা করেছিলেন সিনওয়ার। তখন থেকেই সিনওয়ার এবং তাঁর সহযোগীরা ইজ়রায়েলি সেনার নজরে ছিলেন। সিনওয়ারকে যে ইজ়রায়েল ‘উপযুক্ত শিক্ষা’ দিতে চায়, তা-ও অনেক আগেই স্পষ্ট করে দিয়েছিল ইজ়রায়েলি সেনা।

২৮ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

তবে ইজ়রায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গাজ়ায় আত্মগোপন করে ছিলেন সিনওয়ার। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে খুন হন প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সর্বেসর্বা হানিয়া। তার পর থেকেই হামাসের দায়িত্ব গিয়ে পড়ে সিনওয়ারের কাঁধে।

২৯ ২৯
All needs to know about Hamas leader Yahya Sinwar

সেই সিনওয়ারকে অনেক দিন ধরেই তন্ন তন্ন করে খুঁজছিল ইজ়রায়েলি সেনা। বৃহস্পতিবারই ইজ়রায়েলের সেনার হামলায় গাজ়ার একটি ভবনে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। নিশ্চিত করেছেন ইজ়রায়েলি বিদেশমন্ত্রী।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy