Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Philippines Chicken Hotel

উচ্চতা ১১৪ ফুট, ডিম পাড়ে না, পেটের ভিতর থাকতে দেয় বহু মানুষকে! কোথায় রয়েছে এই অদ্ভুত মুরগি?

মুরগি আকৃতির হোটেলটি ক্যাম্পুয়েস্টোহান একটি বিলাসবহুল রিসর্টের অংশ। হোটেলটিতে শীতাতপ যন্ত্র, বড় টিভির মতো আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত মোট ১৫টি কামরা রয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১২:২৪
Share: Save:
০১ ১৫
All needs to know about Chicken shaped Hotel in Philippines

রাস্তার ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে পেল্লায় মুরগি। উচ্চতা ১১৪ ফুট। তবে এ মুরগি চলাফেরা করে না। ডিমও পাড়ে না। তবে পেটের মধ্যে রাখতে পারে একসঙ্গে অনেক মানুষকে।

০২ ১৫
All needs to know about Chicken shaped Hotel in Philippines

অবিশ্বাস্য মনে হলেও বিশালাকার মুরগির আদলে তৈরি সেই হোটেল তাক লাগাচ্ছে দেশ-বিদেশের বহু মানুষকে। হোটেলটির দেখা মিলবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপিন্সে গেলে।

০৩ ১৫
All needs to know about Chicken shaped Hotel in Philippines

আকাশছোঁয়া ওই মুরগি আকৃতির হোটেলটি ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে গিনেস বুকেও।

০৪ ১৫
All needs to know about Chicken shaped Hotel in Philippines

ফিলিপিন্সে নিগ্রোস অক্সিডেন্টালের ক্যাম্পুয়েস্টোহানে বিশালকার মুরগি আকৃতির ভবনটি রয়েছে।

০৫ ১৫
All needs to know about Chicken shaped Hotel in Philippines

ভবনটির উচ্চতা ১১৪ ফুট ৭ ইঞ্চি এবং ৩৯ ফুট ৯ ইঞ্চি চওড়া। এটিই বিশ্বের সবচেয়ে বড় মুরগি আকৃতির ভবন।

০৬ ১৫
All needs to know about Chicken shaped Hotel in Philippines

মুরগি আকৃতির হোটেলটি ক্যাম্পুয়েস্টোহান একটি বিলাসবহুল রিসোর্টের অংশ। হোটেলটিতে শীতাতপ যন্ত্র, বড় টিভির মতো আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত মোট ১৫টি কামরা রয়েছে।

০৭ ১৫
All needs to know about Chicken shaped Hotel in Philippines

মুরগি আকৃতির এই হোটেলের অনন্য নকশা তৈরি করেছেন রিকার্ডো ক্যানো গোয়াপো ট্যান। হোটেলের মালিকও তিনি। স্থানীয় শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হয়েই নাকি এই নকশা তৈরি করেন ট্যান।

০৮ ১৫
All needs to know about Chicken shaped Hotel in Philippines

ছ’মাস ধরে পরিকল্পনা করার পর ২০২৩ সালের জুন মাসে হোটেলটির নির্মাণকাজ শুরু হয়। শেষ হয় চলতি বছরের সেপ্টেম্বরে। এর পরেই গিনেস বুকে নাম তোলে এই ভবন।

০৯ ১৫
All needs to know about Chicken shaped Hotel in Philippines

দৈত্যাকার মুরগি আকৃতির হোটেলটির পাশাপাশি ওই রিসর্টে একটি ওয়েভ পুল, সুইমিং পুল এবং থিমপার্ক রয়েছে। রয়েছে একটি রেস্তরাঁ এবং ক্যাফেও।

১০ ১৫
All needs to know about Chicken shaped Hotel in Philippines

প্রতি বছর হাজার হাজার পর্যটক ওই রিসর্টে ভিড় জমান। তবে সেপ্টেম্বরে মুরগি আকৃতির হোটেলটি চালু হওয়ার পর পর্যটকদের ভিড় আরও বৃদ্ধি পেয়েছে।

১১ ১৫
All needs to know about Chicken shaped Hotel in Philippines

ট্যানের যাত্রা শুরু হয় ২০১০ সালে। তিনি এবং তাঁর স্ত্রী নীতা রিসর্ট তৈরির জন্য ওই জমি কিনেছিলেন। উপযুক্ত রাস্তা এবং বিদ্যুতের অভাব থাকলেও মুগ্ধ করা পাহাড়ের দৃশ্যের জন্য পরিচিত ক্যাম্পুয়েস্টোহান শহর।

১২ ১৫
All needs to know about Chicken shaped Hotel in Philippines

ট্যান রিসর্ট তৈরি করার পাশাপাশি স্থানীয় যুবক-যুবতীদের একাংশকে সেখানে কর্মসংস্থানও করে দিয়েছেন।

১৩ ১৫
All needs to know about Chicken shaped Hotel in Philippines

গত বছর নিজের রিসর্ট আরও আকর্ষণীয় করে তোলার কথা মাথায় আসে ট্যানের। সেখান থেকেই ওই মুরগি আকৃতির হোটেল তৈরির ভাবনাও আসে।

১৪ ১৫
All needs to know about Chicken shaped Hotel in Philippines

গত বছরের ১০ জুন নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজ ছ’মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ওই অঞ্চলে ঘটে যাওয়া একের পর এক গ্রীষ্ণমণ্ডলীয় ঝড় এবং টাইফুনের কারণে বার বার বাধা পড়ে কাজে। শেষমেশ সেপ্টেম্বর মাসে নির্মাণকাজ শেষ হয়।

১৫ ১৫
All needs to know about Chicken shaped Hotel in Philippines

ক্যাম্পুয়েস্টোহান শহরে বিশ্বের বৃহত্তম মুরগির আকৃতির ভবনটি ইতিমধ্যেই স্থানীয়দের গর্বের বিষয় হয়ে উঠছে। গত দু’মাসে ওই হোটেলে থাকার জন্য পর্যটকের ভিড়ও বেড়েছে দেখার মতো।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy