Advertisement
০৯ জুলাই ২০২৫
Chessboard Killer From Russia

৬৪টি খুন করে দাবার ঘর পূরণ করতে চেয়েছিলেন, আটকে যান ৪৮-এ! এ বার নতুন দাবি ‘চেসবোর্ড কিলারের’

সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ অনুযায়ী, ১৯৯২ সালে আলেকজ়ান্ডার যখন প্রথম খুন করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। যখন গ্রেফতার হন, তখন তিনি ৩৩ বছর বয়সি যুবক।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ০৮:০০
Share: Save:
০১ ১৬
Chessboard Killer From Russia

৪৮টি খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রাশিয়ার অন্যতম ভয়ঙ্কর অপরাধীদের তালিকাতেও নাম রয়েছে তাঁর। এ বার নতুন করে আরও ১১টি হত্যার দায় স্বীকার করার ইচ্ছাপ্রকাশ করলেন আলেকজ়ান্ডার পিচুশকিন।

০২ ১৬
Chessboard Killer From Russia

রাশিয়ার কুখ্যাত অপরাধী আলেকজ়ান্ডার পরিচিত ‘চেসবোর্ড কিলার’ নামে। ৪৮টি খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছেন আলেকজ়ান্ডার।

০৩ ১৬
Chessboard Killer From Russia

রাশিয়ার অপরাধ দমন শাখার সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বার আরও ১১টি হত্যার কথা স্বীকার করার ইচ্ছাপ্রকাশ করেছেন রাশিয়ার ‘চেসবোর্ড কিলার’।

০৪ ১৬
Chessboard Killer From Russia

৫০ বছর বয়সি আলেকজ়ান্ডার গত ১৮ বছর ধরে রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলের পোলার আউল কারাগারে বন্দি।

০৫ ১৬
Chessboard Killer From Russia

১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত চলা একের পর এক হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর আলেকজ়ান্ডারের সাজা ঘোষণা করা হয়।

০৬ ১৬
Chessboard Killer From Russia

খবর, সম্প্রতি আলেকজ়ান্ডার নাকি তদন্তকারীদের জানিয়েছেন, তিনি আরও ১১টি হত্যার কথা স্বীকার করতে প্রস্তুত। পুলিশেরও অবশ্য সন্দেহ ছিল যে, আলেকজ়ান্ডারের হাতে খুন হওয়া মানুষের সংখ্যা ৪৮-এর বেশি।

০৭ ১৬
Chessboard Killer From Russia

সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ অনুযায়ী, ১৯৯২ সালে আলেকজ়ান্ডার যখন প্রথম খুন করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। যখন গ্রেফতার হন, তখন তিনি ৩৩ বছর বয়সি যুবক।

০৮ ১৬
Chessboard Killer From Russia

১৪ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ মস্কোর বিটসেভস্কি পার্কের আশপাশে বয়স্ক, মদ্যপ এবং গৃহহীন মানুষদের হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আলেকজ়ান্ডার।

০৯ ১৬
chessboard

আলেকজ়ান্ডার দক্ষিণ মস্কোর একটি সুপারমার্কেটে কাজ করতেন। কাজের ফাঁকে প্রায়শই বিটসেভস্কি পার্কে বা বাড়িতে দাবা খেলে সময় কাটাতেন তিনি।

১০ ১৬
crime

গ্রেফতারির পর জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের কাছে স্বীকার করেছিলেন যে, মোট ৬৪ জনকে খুন করতে চেয়েছিলেন তিনি। এবং প্রতিটি খুনের প্রতীক হিসাবে দাবার ৬৪টি ঘরের প্রতিটিতে একটি করে মুদ্রা রাখতে চেয়েছিলেন।

১১ ১৬
crime

জিজ্ঞাসাবাদের সময় আলেকজ়ান্ডার এ-ও দাবি করেছিলেন যে, মোট ৬৩টি খুন করেছিলেন তিনি। যদিও সরকারি আইনজীবীরা তাঁদের মধ্যে ৪৮ জনকে খুনের সপক্ষে প্রমাণ জমা দেন আদালতে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ৩টি অভিযোগও আনা হয়।

১২ ১৬
crime

কিন্তু সপ্তাহখানেক আগে কারাবন্দি অবস্থায় আলেকজ়ান্ডার স্বীকারোক্তি দিয়েছেন যে, আরও ১১টি খুন করেছেন তিনি। আর তা যদি সত্যি হয়, তা হলে সরকারি হিসাবে তাঁর খুনের সংখ্যা ৪৮ থেকে বৃদ্ধি পেয়ে ৫৯ হবে।

১৩ ১৬
handcuff

রাশিয়ায় ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক সিরিয়াল কিলার হিসাবে কুখ্যাতি অর্জন করেছেন মিখাইল পপকভ। মিখাইল একজন প্রাক্তন পুলিশ, যিনি ৭৮টি খুনের জন্য দোষী সাব্যস্ত হন।

১৪ ১৬
crime

পপকভের ঠিক পরেই রয়েছেন আন্দ্রেই চিকাতিলো। ১৯৯২ সালে ৫২ জনকে খুন এবং অঙ্গহানির জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

১৫ ১৬
crime

প্রতিবেদন অনুযায়ী, আলেকজ়ান্ডারের বিচারের সময় রাশিয়ার সরকারি আইনজীবী ইউরি সিওমিন আদালতে জানিয়েছিলেন যে, আন্দ্রেইয়ের রেকর্ড ছাপিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন আলেকজ়ান্ডার।

১৬ ১৬
crime

এখন যদি সত্যিই নতুন করে ১১ জনকে খুনের অপরাধে আলেকজ়ান্ডার দোষী সাব্যস্ত হন, তা হলে রাশিয়ার সবচেয়ে বেশি খুন করা অপরাধীদের তালিকায় দ্বিতীয় স্থানে চলে আসবেন তিনি। ‘স্বপ্নপূরণ’ হবে তাঁর।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy