Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Devoleena Bhattacharjee

মুসলমান প্রেমিককে বিয়ে করে গাল খাচ্ছেন ‘গোপী বহু’! হিন্দি সিরিয়ালের এই বাঙালি নায়িকা কে?

হিন্দির ছোটপর্দায় যে সমস্ত বাঙালি কন্যার দাপট দেখা গিয়েছে, ‘গোপী’ দেবলীনা তাঁদের মধ্যে অন্যতম। দর্শকরা তাঁকে ‘গোপী বহু’ নামেই বেশি চেনেন। টানা ৫ বছর এই চরিত্রে কাজ করেছেন তিনি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১৫:৪৪
Share: Save:
০১ ২৩
টকটকে লাল শাড়ি, দু’হাতে শাখা-পলা, গলায় মঙ্গলসূত্র পরে কনের সাজে প্রকাশ্যে এসেছেন সকলের আদরের ‘গোপী বহু’। নিরিবিলিতে সেরে ফেলেছেন বিয়ে। তাঁর বিয়ের খবরে সরগরম হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি।

টকটকে লাল শাড়ি, দু’হাতে শাখা-পলা, গলায় মঙ্গলসূত্র পরে কনের সাজে প্রকাশ্যে এসেছেন সকলের আদরের ‘গোপী বহু’। নিরিবিলিতে সেরে ফেলেছেন বিয়ে। তাঁর বিয়ের খবরে সরগরম হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি।

০২ ২৩
খোঁজ নিয়ে জানা গিয়েছে, নিজের জিম প্রশিক্ষককে বিয়ে করেছেন ‘গোপী’। তাঁর স্বামীর নাম শেহনাওয়াজ শেখ। মুম্বইয়ের কাছে পাহাড়ি এলাকা লোনাভালাতে সাদামাঠা অনুষ্ঠানে তাঁদের চারহাত এক হয়েছে। মুসলমান প্রেমিককে বিয়ে করার কারণে সমাজমাধ্যমে কটাক্ষের শিকারও হতে হয়েছে ‘গোপী’কে।

খোঁজ নিয়ে জানা গিয়েছে, নিজের জিম প্রশিক্ষককে বিয়ে করেছেন ‘গোপী’। তাঁর স্বামীর নাম শেহনাওয়াজ শেখ। মুম্বইয়ের কাছে পাহাড়ি এলাকা লোনাভালাতে সাদামাঠা অনুষ্ঠানে তাঁদের চারহাত এক হয়েছে। মুসলমান প্রেমিককে বিয়ে করার কারণে সমাজমাধ্যমে কটাক্ষের শিকারও হতে হয়েছে ‘গোপী’কে।

০৩ ২৩
হিন্দি টেলিভিশন দুনিয়ায় যে সমস্ত বাঙালি কন্যার দাপট দেখা গিয়েছে, ‘গোপী’ দেবলীনা ভট্টাচার্য তাঁদের মধ্যে অন্যতম। দর্শকরা তাঁকে ‘গোপী বহু’ নামেই বেশি চেনেন।

হিন্দি টেলিভিশন দুনিয়ায় যে সমস্ত বাঙালি কন্যার দাপট দেখা গিয়েছে, ‘গোপী’ দেবলীনা ভট্টাচার্য তাঁদের মধ্যে অন্যতম। দর্শকরা তাঁকে ‘গোপী বহু’ নামেই বেশি চেনেন।

০৪ ২৩
স্টার প্লাস চ্যানেলে জনপ্রিয় ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়া’-র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা। ২০১০ থেকে ২০১৭, দীর্ঘ সাত বছর চলে এই ধারাবাহিক।

স্টার প্লাস চ্যানেলে জনপ্রিয় ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়া’-র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা। ২০১০ থেকে ২০১৭, দীর্ঘ সাত বছর চলে এই ধারাবাহিক।

০৫ ২৩
স্টার প্লাসের ওই জনপ্রিয় ধারাবাহিকে ‘গোপী বহু’র চরিত্রে প্রথমে অভিনয় করতেন গিয়া মানেক। তাঁর পর মুখ্য চরিত্রে ডাকা হয় দেবলীনাকে।

স্টার প্লাসের ওই জনপ্রিয় ধারাবাহিকে ‘গোপী বহু’র চরিত্রে প্রথমে অভিনয় করতেন গিয়া মানেক। তাঁর পর মুখ্য চরিত্রে ডাকা হয় দেবলীনাকে।

০৬ ২৩
দাপুটে শাশুড়ির সংসারে নম্র, মিষ্টি, মুখচোরা গৃহবধূ হিসাবে দেবলীনাকে মানিয়েছিল ভাল। ধারাবাহিক যত এগিয়েছে, দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই তাঁর পরিচিতি তৈরি হয়।

দাপুটে শাশুড়ির সংসারে নম্র, মিষ্টি, মুখচোরা গৃহবধূ হিসাবে দেবলীনাকে মানিয়েছিল ভাল। ধারাবাহিক যত এগিয়েছে, দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই তাঁর পরিচিতি তৈরি হয়।

০৭ ২৩
২০২০ সালে ‘সাথ নিভানা সাথিয়া’-র দ্বিতীয় পর্ব মুক্তি পায়। সেখানেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন দেবলীনা। এই পর্ব ২ বছর চলেছে। ২০২২ সালের ১৬ জুলাই ধারাবাহিক শেষ হয়।

২০২০ সালে ‘সাথ নিভানা সাথিয়া’-র দ্বিতীয় পর্ব মুক্তি পায়। সেখানেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন দেবলীনা। এই পর্ব ২ বছর চলেছে। ২০২২ সালের ১৬ জুলাই ধারাবাহিক শেষ হয়।

০৮ ২৩
এর পর একাধিক হিন্দি ধারাবাহিকে দেবলীনাকে অভিনয় করতে দেখা গিয়েছে। ক্যামেরার সামনে রকমারি চরিত্রে সেজেছেন ‘গোপী’। তবে তাঁর আর কোনও ধারাবাহিক এত জনপ্রিয়তা পায়নি।

এর পর একাধিক হিন্দি ধারাবাহিকে দেবলীনাকে অভিনয় করতে দেখা গিয়েছে। ক্যামেরার সামনে রকমারি চরিত্রে সেজেছেন ‘গোপী’। তবে তাঁর আর কোনও ধারাবাহিক এত জনপ্রিয়তা পায়নি।

০৯ ২৩
অসমে জন্ম দেবলীনার। ৩৭ বছর বয়সি অভিনেত্রী থাকেন গুরুগ্রামে। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী পর্দার ‘গোপী’। তিনি এক জন প্রশিক্ষিত ভারতনাট্যম নৃত্যশিল্পী।

অসমে জন্ম দেবলীনার। ৩৭ বছর বয়সি অভিনেত্রী থাকেন গুরুগ্রামে। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী পর্দার ‘গোপী’। তিনি এক জন প্রশিক্ষিত ভারতনাট্যম নৃত্যশিল্পী।

১০ ২৩
পড়াশোনা শেষ করে বেশ কিছু দিন গয়নার ডিজ়াইনার হিসাবে কাজ করেছিলেন দেবলীনা। জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স ২’-এর অডিশনেও তিনি নজর কেড়েছিলেন।

পড়াশোনা শেষ করে বেশ কিছু দিন গয়নার ডিজ়াইনার হিসাবে কাজ করেছিলেন দেবলীনা। জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স ২’-এর অডিশনেও তিনি নজর কেড়েছিলেন।

১১ ২৩
অভিনয় জগতে দেবলীনার হাতেখড়ি হয় ২০১১ সালে। তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক ‘সাওয়ারে সবকে সপ্‌নে প্রীতো’। এই ধারাবাহিক তেমন জনপ্রিয় হয়নি।

অভিনয় জগতে দেবলীনার হাতেখড়ি হয় ২০১১ সালে। তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক ‘সাওয়ারে সবকে সপ্‌নে প্রীতো’। এই ধারাবাহিক তেমন জনপ্রিয় হয়নি।

১২ ২৩
২০১২ সালে গিয়া মানেকের পরিবর্তে ‘সাথ নিভানা সাথিয়া’-তে ‘গোপী বহু’ চরিত্রে বাছা হয় দেবলীনাকে। তাঁর কেরিয়ারের মোড় ঘুরে গিয়েছিল সেদিনই।

২০১২ সালে গিয়া মানেকের পরিবর্তে ‘সাথ নিভানা সাথিয়া’-তে ‘গোপী বহু’ চরিত্রে বাছা হয় দেবলীনাকে। তাঁর কেরিয়ারের মোড় ঘুরে গিয়েছিল সেদিনই।

১৩ ২৩
‘স্টার প্লাস’-এর অন্যতম দীর্ঘ ধারাবাহিকটিতে অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন দেবলীনা। ২০১৪ এবং ২০১৬ সালে বার দুয়েক এই নিয়ে আলোচনাও হয়। তবে শেষ পর্যন্ত থেকেই গিয়েছেন ‘গোপী’।

‘স্টার প্লাস’-এর অন্যতম দীর্ঘ ধারাবাহিকটিতে অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন দেবলীনা। ২০১৪ এবং ২০১৬ সালে বার দুয়েক এই নিয়ে আলোচনাও হয়। তবে শেষ পর্যন্ত থেকেই গিয়েছেন ‘গোপী’।

১৪ ২৩
শুধু ধারাবাহিক নয়, রিয়েলিটি শো-এর জগতেও দাগ কেটেছেন দেবলীনা। ‘বিগ বস’-এর পর পর তিনটি সিজ়নে তাঁকে প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছে। এমন নজির বেশ বিরল।

শুধু ধারাবাহিক নয়, রিয়েলিটি শো-এর জগতেও দাগ কেটেছেন দেবলীনা। ‘বিগ বস’-এর পর পর তিনটি সিজ়নে তাঁকে প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছে। এমন নজির বেশ বিরল।

১৫ ২৩
২০১৯ সালে ‘বিগ বস ১৩’-তে তারকা প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন দেবলীনা। তবে মাস দুয়েক পরে শারীরিক সমস্যার কারণে প্রতিযোগিতা মাঝপথে ছেড়ে যান।

২০১৯ সালে ‘বিগ বস ১৩’-তে তারকা প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন দেবলীনা। তবে মাস দুয়েক পরে শারীরিক সমস্যার কারণে প্রতিযোগিতা মাঝপথে ছেড়ে যান।

১৬ ২৩
এর পর ‘বিগ বস ১৪’-তে ফের এক প্রতিযোগীর বিকল্প হিসাবে অংশ নিতে দেখা যায় দেবলীনাকে। ‘বিগ বস ১৫’-তে তিনি যান ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হিসাবে। পর পর তিনটি সিজ়নে প্রতিযোগী হিসাবে অংশ নেওয়ার নজির দেবলীনা ছাড়া আর মাত্র ২ জনের রয়েছে। তাঁরা হলেন রাখি সাওয়ান্ত এবং রাহুল মহাজন।

এর পর ‘বিগ বস ১৪’-তে ফের এক প্রতিযোগীর বিকল্প হিসাবে অংশ নিতে দেখা যায় দেবলীনাকে। ‘বিগ বস ১৫’-তে তিনি যান ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হিসাবে। পর পর তিনটি সিজ়নে প্রতিযোগী হিসাবে অংশ নেওয়ার নজির দেবলীনা ছাড়া আর মাত্র ২ জনের রয়েছে। তাঁরা হলেন রাখি সাওয়ান্ত এবং রাহুল মহাজন।

১৭ ২৩
এই বিগ বসের ঘরেই এক বার দেবলীনাকে বলতে শোনা গিয়েছিল তাঁর প্রেমিকের কথা। কিন্তু কে তিনি? মুখ ফুটে তখন প্রেমিকের নাম বলেননি অভিনেত্রী।

এই বিগ বসের ঘরেই এক বার দেবলীনাকে বলতে শোনা গিয়েছিল তাঁর প্রেমিকের কথা। কিন্তু কে তিনি? মুখ ফুটে তখন প্রেমিকের নাম বলেননি অভিনেত্রী।

১৮ ২৩
তিনি যে প্রেম করছেন, তা জানাই ছিল। প্রেমিককে নিয়ে কৌতূহল জিইয়ে রেখেছিলেন ‘গোপী’। শেষ পর্যন্ত কাউকে না জানিয়েই বিয়ে করে ফেললেন। কনের সাজে ছবি দিয়ে তাক লাগিয়ে দিলেন সকলকে।

তিনি যে প্রেম করছেন, তা জানাই ছিল। প্রেমিককে নিয়ে কৌতূহল জিইয়ে রেখেছিলেন ‘গোপী’। শেষ পর্যন্ত কাউকে না জানিয়েই বিয়ে করে ফেললেন। কনের সাজে ছবি দিয়ে তাক লাগিয়ে দিলেন সকলকে।

১৯ ২৩
স্বামী শেহনওয়াজ সম্পর্কে দেবলীনা লেখেন, “হ্যাঁ, আমি চিরকালের জন্য তোমার হলাম, চিরাগ নিয়ে খুঁজলেও তোমার মতো কাউকে পেতাম না। আমার সব কষ্টের জবাব তুমি। তোমাকে খুব ভালবাসি সোনু।”

স্বামী শেহনওয়াজ সম্পর্কে দেবলীনা লেখেন, “হ্যাঁ, আমি চিরকালের জন্য তোমার হলাম, চিরাগ নিয়ে খুঁজলেও তোমার মতো কাউকে পেতাম না। আমার সব কষ্টের জবাব তুমি। তোমাকে খুব ভালবাসি সোনু।”

২০ ২৩
ইনস্টাগ্রামের ওই পোস্টেই স্বামীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন দেবলীনা। লিখেছেন, ‘‘এই হল সেই রহস্যময় মানুষ, আপনাদের সকলের জামাইবাবু।’’

ইনস্টাগ্রামের ওই পোস্টেই স্বামীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন দেবলীনা। লিখেছেন, ‘‘এই হল সেই রহস্যময় মানুষ, আপনাদের সকলের জামাইবাবু।’’

২১ ২৩
নতুন জীবন সূচনার শুভক্ষণে দেবলীনাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ইন্ডাস্ট্রির কলাকুশলীদের শুভেচ্ছাও এসেছে ‘গোপী’র জন্য।

নতুন জীবন সূচনার শুভক্ষণে দেবলীনাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ইন্ডাস্ট্রির কলাকুশলীদের শুভেচ্ছাও এসেছে ‘গোপী’র জন্য।

২২ ২৩
উল্লেখ্য, বিনোদনের দুনিয়ায় অভিনেত্রীদের জিম প্রশিক্ষককে বিয়ে করার নজির নতুন নয়। এর আগে আমির খানের মেয়ে ইরাকে দেখা গিয়েছে জিম প্রশিক্ষককেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিতে। নুপূর শিখরের সঙ্গে তাঁর বাগ্‌দান পর্ব মিটেছে কিছু দিন আগেই।

উল্লেখ্য, বিনোদনের দুনিয়ায় অভিনেত্রীদের জিম প্রশিক্ষককে বিয়ে করার নজির নতুন নয়। এর আগে আমির খানের মেয়ে ইরাকে দেখা গিয়েছে জিম প্রশিক্ষককেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিতে। নুপূর শিখরের সঙ্গে তাঁর বাগ্‌দান পর্ব মিটেছে কিছু দিন আগেই।

২৩ ২৩
জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে সম্প্রতি তাঁর জিম প্রশিক্ষক আলেকজান্ডার অ্যালেক্সের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। টাইগার শ্রফের সঙ্গে প্রেম ভাঙার পর নাকি তাঁর সঙ্গেই ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন দিশা। এই প্রেম বিয়ের পিঁড়িতে গড়াবে কি না, সময় বলবে।

জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে সম্প্রতি তাঁর জিম প্রশিক্ষক আলেকজান্ডার অ্যালেক্সের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। টাইগার শ্রফের সঙ্গে প্রেম ভাঙার পর নাকি তাঁর সঙ্গেই ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন দিশা। এই প্রেম বিয়ের পিঁড়িতে গড়াবে কি না, সময় বলবে।

ছবি: ইনস্টাগ্রাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy