Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Alka Yagnik-Anuradha Paudwal

সিনেমার গান ছিনিয়ে নেন! অনুরাধার বিরুদ্ধে ‘পিছন থেকে ছুরি মারা’র অভিযোগ তোলেন অলকা

‘দিল’ ছবির সব গান প্রথমে অলকা গেয়েছিলেন। পরে তা অনুরাধাকে দিয়ে গাওয়ানো হয়। অভিযোগ, অলকাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৩:৪৯
Share: Save:
০১ ১৯
নব্বইয়ের দশকে একের পর এক হিট গান গেয়েছেন তাঁরা দু’জনেই। কখনও এক জনের কেরিয়ার গ্রাফ দৌড়েছে, অন্য জনের থমকে গিয়েছে। কখনও আবার উল্টো। যদিও তাঁরা ছুটেছেন সমান্তরাল ভাবে। কখনও একে অন্যের কাছাকাছি আসেননি। উল্টে একে অন্যেক দিকে আঙুলই তুলে গিয়েছেন তাঁরা। অনুরাধা পড়ওয়াল আর অলকা যাজ্ঞিক।

নব্বইয়ের দশকে একের পর এক হিট গান গেয়েছেন তাঁরা দু’জনেই। কখনও এক জনের কেরিয়ার গ্রাফ দৌড়েছে, অন্য জনের থমকে গিয়েছে। কখনও আবার উল্টো। যদিও তাঁরা ছুটেছেন সমান্তরাল ভাবে। কখনও একে অন্যের কাছাকাছি আসেননি। উল্টে একে অন্যেক দিকে আঙুলই তুলে গিয়েছেন তাঁরা। অনুরাধা পড়ওয়াল আর অলকা যাজ্ঞিক।

ফাইল চিত্র।

০২ ১৯
প্রায় একই সময় কেরিয়ার শুরু হয়েছে অলকা আর অনুরাধার। প্রতিদ্বন্দ্বিতাও একই সময় শুরু হয়েছে। অলকা অভিযোগ করেছিলেন, তাঁর গান ছিনিয়ে নিচ্ছেন অনুরাধা। সেই নিয়ে শোরগোল হয়েছিল বিস্তর।

প্রায় একই সময় কেরিয়ার শুরু হয়েছে অলকা আর অনুরাধার। প্রতিদ্বন্দ্বিতাও একই সময় শুরু হয়েছে। অলকা অভিযোগ করেছিলেন, তাঁর গান ছিনিয়ে নিচ্ছেন অনুরাধা। সেই নিয়ে শোরগোল হয়েছিল বিস্তর।

ফাইল চিত্র।

০৩ ১৯
লতা মঙ্গেশকর তখন খ্যাতির মধ্যগগনে। সে সময় থেকে অনুরাধার লড়াই শুরু। শোনা যায়, এমন অনেক গান আগে তিনি গেয়েছিলেন যেগুলি পরে লতাকে দিয়ে গাওয়ানো হয়।

লতা মঙ্গেশকর তখন খ্যাতির মধ্যগগনে। সে সময় থেকে অনুরাধার লড়াই শুরু। শোনা যায়, এমন অনেক গান আগে তিনি গেয়েছিলেন যেগুলি পরে লতাকে দিয়ে গাওয়ানো হয়।

ফাইল চিত্র।

০৪ ১৯
ধীরে ধীরে লতা-যুগের ইতি ঘটতে  থাকে। লতা যে সকল সুরকারের গান গাইতেন, তাঁদের অনেকেরই মৃত্যু হয়। অনেকে বয়সের কারণে কাজ বন্ধ করে দেন। সেই সুযোগেই বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করতে থাকেন অনুরাধা।

ধীরে ধীরে লতা-যুগের ইতি ঘটতে থাকে। লতা যে সকল সুরকারের গান গাইতেন, তাঁদের অনেকেরই মৃত্যু হয়। অনেকে বয়সের কারণে কাজ বন্ধ করে দেন। সেই সুযোগেই বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করতে থাকেন অনুরাধা।

ফাইল চিত্র।

০৫ ১৯
নব্বইয়ের দশকের শুরুতে হিন্দি ছবির জগতে গানের ৬০ শতাংশ বাজার ছিল টি সিরিজ়ের। অনুরাধার কেরিয়ারে সেই সংস্থার বড় ভূমিকা রয়েছে।

নব্বইয়ের দশকের শুরুতে হিন্দি ছবির জগতে গানের ৬০ শতাংশ বাজার ছিল টি সিরিজ়ের। অনুরাধার কেরিয়ারে সেই সংস্থার বড় ভূমিকা রয়েছে।

ফাইল চিত্র।

০৬ ১৯
গুলশন কুমারের সঙ্গে একটি চুক্তি সই করেন অনুরাধা। চুক্তি অনুযায়ী টি সিরিজ় ছাড়া কোনও সংস্থায় গান করতে পারবেন না তিনি। আর ওই সংস্থার সমস্ত গানও অনুরাধাই গাইবেন। কোনও সুরকার অন্য কোনও গায়িকাকে দিয়ে গান গাওয়াতে চাইলে তাঁদের সংস্থা জানিয়ে দিত যে, অনুরাধাকে দিয়েই গাওয়াতে হবে।

গুলশন কুমারের সঙ্গে একটি চুক্তি সই করেন অনুরাধা। চুক্তি অনুযায়ী টি সিরিজ় ছাড়া কোনও সংস্থায় গান করতে পারবেন না তিনি। আর ওই সংস্থার সমস্ত গানও অনুরাধাই গাইবেন। কোনও সুরকার অন্য কোনও গায়িকাকে দিয়ে গান গাওয়াতে চাইলে তাঁদের সংস্থা জানিয়ে দিত যে, অনুরাধাকে দিয়েই গাওয়াতে হবে।

ফাইল চিত্র।

০৭ ১৯
‘দিল’ ছবির সব গান প্রথমে অলকা গেয়েছিলেন। পরে তা অনুরাধাকে দিয়ে গাওয়ানো হয়েছিল। অভিযোগ, অলকাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। অনুরাধাও নাকি ফোন করে কিছু জানাননি।

‘দিল’ ছবির সব গান প্রথমে অলকা গেয়েছিলেন। পরে তা অনুরাধাকে দিয়ে গাওয়ানো হয়েছিল। অভিযোগ, অলকাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। অনুরাধাও নাকি ফোন করে কিছু জানাননি।

ফাইল চিত্র।

০৮ ১৯
‘দিল’ ছবিতে মাধুরীর লিপে অনুরাধার গান হিট হয়। তাতে বাড়তি সুবিধা পেয়ে যান অনুরাধা। এর পর থেকে সুরকাররা মাধুরীর লিপে গাওয়ার জন্য সরাসরি অনুরাধার কাছেই যেতেন।

‘দিল’ ছবিতে মাধুরীর লিপে অনুরাধার গান হিট হয়। তাতে বাড়তি সুবিধা পেয়ে যান অনুরাধা। এর পর থেকে সুরকাররা মাধুরীর লিপে গাওয়ার জন্য সরাসরি অনুরাধার কাছেই যেতেন।

ফাইল চিত্র।

০৯ ১৯
অলকাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি তখন টিপস, ভেনাস সংস্থার সঙ্গে কাজ করতেন। মাটি আঁকড়ে পড়েছিলেন তিনিও।

অলকাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি তখন টিপস, ভেনাস সংস্থার সঙ্গে কাজ করতেন। মাটি আঁকড়ে পড়েছিলেন তিনিও।

ফাইল চিত্র।

১০ ১৯
‘ইতিহাস’ ছবিতে আবার একই কাণ্ড। দিলীপ সেন, সুমিত সেন সঙ্গীত পরিচালক ছিলেন। অভিনয় করেছিলেন অজয় দেবগণ, টুইঙ্কল খন্না। ছবির সব গান প্রথমে অলকা গেয়েছিলেন। পরে তিনটি গান অলকার বদলে অনুরাধাকে দিয়ে গাওয়ানো হয়। গানগুলি হল ‘দিলকি কলম সে’, ‘ও রামজি’, ‘ইয়ে ইশক বড়া বেদরদি’।

‘ইতিহাস’ ছবিতে আবার একই কাণ্ড। দিলীপ সেন, সুমিত সেন সঙ্গীত পরিচালক ছিলেন। অভিনয় করেছিলেন অজয় দেবগণ, টুইঙ্কল খন্না। ছবির সব গান প্রথমে অলকা গেয়েছিলেন। পরে তিনটি গান অলকার বদলে অনুরাধাকে দিয়ে গাওয়ানো হয়। গানগুলি হল ‘দিলকি কলম সে’, ‘ও রামজি’, ‘ইয়ে ইশক বড়া বেদরদি’।

ফাইল চিত্র।

১১ ১৯
অনুরাধা তখন ছবিতে প্লেব্যাক প্রায় ছেড়ে দিয়ে ভজনে মন দিয়েছেন। অলকা অভিযোগ করেন, এই সময়ও অনুরাধা তাঁর গান ছিনিয়ে নেন।

অনুরাধা তখন ছবিতে প্লেব্যাক প্রায় ছেড়ে দিয়ে ভজনে মন দিয়েছেন। অলকা অভিযোগ করেন, এই সময়ও অনুরাধা তাঁর গান ছিনিয়ে নেন।

ফাইল চিত্র।

১২ ১৯
১৯৯৭ সালে একটি সাক্ষাৎকারে অলকা এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন। সরাসরি আঙুল তোলেন অনুরাধার দিকে। তিনি বলেন, ‘‘বার বার অনুরাধা আমার গান ছিনিয়ে নেন। ‘দিল’ ছবিতে করেছিলেন। আমায় না জানিয়েই আমার সব গান ডাব করেছিলেন। ‘ইতিহাস’ ছবিতেও করেন।’’

১৯৯৭ সালে একটি সাক্ষাৎকারে অলকা এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন। সরাসরি আঙুল তোলেন অনুরাধার দিকে। তিনি বলেন, ‘‘বার বার অনুরাধা আমার গান ছিনিয়ে নেন। ‘দিল’ ছবিতে করেছিলেন। আমায় না জানিয়েই আমার সব গান ডাব করেছিলেন। ‘ইতিহাস’ ছবিতেও করেন।’’

ফাইল চিত্র।

১৩ ১৯
এখানেই থামেননি অলকা। তিনি বলেন, ‘‘বার বার একই যুক্তি দেন অনুরাধা। মাধুরীর লিপে তাঁর কণ্ঠ বেশি মানায়। এখন কি টুইঙ্কলের লিপেও ওঁর কণ্ঠ বেশি মানায়?’’

এখানেই থামেননি অলকা। তিনি বলেন, ‘‘বার বার একই যুক্তি দেন অনুরাধা। মাধুরীর লিপে তাঁর কণ্ঠ বেশি মানায়। এখন কি টুইঙ্কলের লিপেও ওঁর কণ্ঠ বেশি মানায়?’’

ফাইল চিত্র।

১৪ ১৯
তাঁর পিছনে ছুরি মারার অভিযোগও করেন অলকা। তিনি বলেন, ‘‘উনি তো ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিলেন। কেন আবার এ রকম করলেন? আর যখন করলেন, যখন আমি মুম্বইতে ছিলাম না। পিছন থেকে ছুরি মেরে আমার গান ছিনিয়ে নিয়েছেন।’’

তাঁর পিছনে ছুরি মারার অভিযোগও করেন অলকা। তিনি বলেন, ‘‘উনি তো ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিলেন। কেন আবার এ রকম করলেন? আর যখন করলেন, যখন আমি মুম্বইতে ছিলাম না। পিছন থেকে ছুরি মেরে আমার গান ছিনিয়ে নিয়েছেন।’’

ফাইল চিত্র।

১৫ ১৯
অলকা দাবি করেন, ‘‘আমাকেও অনেক সময় বলা হয়, অনুরাধার পরিবর্তে গান গাইতে হবে। আমি কিন্তু করিনি। এই ধরনের কাজ আমি করি না।’’

অলকা দাবি করেন, ‘‘আমাকেও অনেক সময় বলা হয়, অনুরাধার পরিবর্তে গান গাইতে হবে। আমি কিন্তু করিনি। এই ধরনের কাজ আমি করি না।’’

ফাইল চিত্র।

১৬ ১৯
সংবাদমাধ্যম এই নিয়ে অনুরাধার মন্তব্য শুনতে চায়। কিন্তু তিনি কোনও উত্তর দেননি।

সংবাদমাধ্যম এই নিয়ে অনুরাধার মন্তব্য শুনতে চায়। কিন্তু তিনি কোনও উত্তর দেননি।

ফাইল চিত্র।

১৭ ১৯
‘ইতিহাস’ সিনেমার সঙ্গীত পরিচালক দিলীপ সেন, সুমিত সেন বলেন, ‘‘গানগুলি বিক্রি হচ্ছিল না। কেউ নিচ্ছিল না। তাই শেষ পর্যন্ত টি সিরিজ়ের কাছে যাই। গুলশন স্পষ্ট বলেন, হয় অনুরাধা, নয়তো নয়। তার পর ঠিক হয় অনুরাধা তিনটি গান গাইবেন। বাকি অলকার গানই রেখে দেওয়া হয়।’’

‘ইতিহাস’ সিনেমার সঙ্গীত পরিচালক দিলীপ সেন, সুমিত সেন বলেন, ‘‘গানগুলি বিক্রি হচ্ছিল না। কেউ নিচ্ছিল না। তাই শেষ পর্যন্ত টি সিরিজ়ের কাছে যাই। গুলশন স্পষ্ট বলেন, হয় অনুরাধা, নয়তো নয়। তার পর ঠিক হয় অনুরাধা তিনটি গান গাইবেন। বাকি অলকার গানই রেখে দেওয়া হয়।’’

ফাইল চিত্র।

১৮ ১৯
‘দিল হ্যায় কি মানতা নেহি’-র পর সব ছবিতে অনুরাধা গানের জন্য ২৫ লক্ষ টাকা নিতে শুরু করেন। সেই টাকা দেওয়াও হত তাঁকে। এর পর ক্রমেই উত্থান হয় অনুরাধার। অভিযোগ, তিনি টি সিরিজ়ের সঙ্গে কাজ করতে আসা সঙ্গীত পরিচালকদেরও নির্দেশ দিতে শুরু করেন।

‘দিল হ্যায় কি মানতা নেহি’-র পর সব ছবিতে অনুরাধা গানের জন্য ২৫ লক্ষ টাকা নিতে শুরু করেন। সেই টাকা দেওয়াও হত তাঁকে। এর পর ক্রমেই উত্থান হয় অনুরাধার। অভিযোগ, তিনি টি সিরিজ়ের সঙ্গে কাজ করতে আসা সঙ্গীত পরিচালকদেরও নির্দেশ দিতে শুরু করেন।

ফাইল চিত্র।

১৯ ১৯
এটাই মানতে পারেননি সঙ্গীত পরিচালকেরা। ধীরে ধীরে কাজ হারাতে থাকেন অনুরাধা। এক সময় বলিউড থেকে পুরোপুরি সরে যেতে বাধ্য হন তিনি। তখন তাঁর জায়গা পাকাপাকি দখল করেন অলকা।

এটাই মানতে পারেননি সঙ্গীত পরিচালকেরা। ধীরে ধীরে কাজ হারাতে থাকেন অনুরাধা। এক সময় বলিউড থেকে পুরোপুরি সরে যেতে বাধ্য হন তিনি। তখন তাঁর জায়গা পাকাপাকি দখল করেন অলকা।

ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy