ঐশ্বর্যার কেরিয়ারের ঝুলিতে রয়েছে ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘মিস্ট্রেস অফ স্পাইসেস’, ‘দ্য লাস্ট লিজিয়ন’, ‘দ্য পিঙ্ক প্যান্থার ২’-এর মতো একাধিক ইংরেজি ছবি। ‘ম্যালেফিসেন্ট: মিস্ট্রেস অফ এভিল’ নামের একটি ছবিতে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির নেপথ্যকণ্ঠও ছিলেন ঐশ্বর্যা। তবে কেন হলিউডের দুই সফল ছবিতে অভিনয় করলেন না তিনি?