Advertisement
২২ নভেম্বর ২০২৪
Mining in Africa

সাহারার প্রান্তে চিনের ছোবল! মাটি খুঁড়ে চলছে সম্পদ হরণ, জিনপিংকে আটকাতে পারবে আফ্রিকা?

আফ্রিকা মরুভূমি-সর্বস্ব দেশ হলেও মাটির নীচে লুকিয়ে আছে তার আসল সম্পদ। একাধিক আফ্রিকান দেশই প্রভূত খনিজ সম্পদের অধিকারী। আর সেখানেই নজর দিয়েছে চিন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৫
Share: Save:
০১ ২১
African countries are resisting China on illegal mining

ধু ধু মরু প্রান্তর। আফ্রিকা মহাদেশে ৯২ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত সাহারা মরুভূমি। বিশ্বের বৃহত্তম এই মরুভূমিই আফ্রিকার ২৫ শতাংশ অধিকার করে আছে।

০২ ২১
African countries are resisting China on illegal mining

সাহারা মরুভূমিকে কেন্দ্র করে বিভিন্ন আফ্রিকান দেশগুলিতে অনেক দিন ধরেই নজর রয়েছে চিনের। সেখানে বিভিন্ন চিনা সংস্থা ঘাঁটি গেড়েছে। গড়ে উঠেছে শিল্প।

০৩ ২১
African countries are resisting China on illegal mining

আফ্রিকা মরুভূমি-সর্বস্ব দেশ হলেও মাটির নীচে লুকিয়ে আছে তার আসল সম্পদ। একাধিক আফ্রিকান দেশই প্রভূত খনিজ সম্পদের অধিকারী। আর সেখানেই আগ্রহী চিন।

০৪ ২১
African countries are resisting China on illegal mining

সোনা, লিথিয়াম, টাইটেনিয়াম— দুর্লভ ধাতুর খনি রয়েছে আফ্রিকায়। অভিযোগ, চিনারা এসে মাটি খুঁড়ে সেই ধাতু সংগ্রহ করেন। চিনে নিয়ে গিয়ে তা কাজে লাগানো হয়। দীর্ঘ দিন ধরেই এই ব্যবস্থা চলে আসছে।

০৫ ২১
African countries are resisting China on illegal mining

সুলভে শ্রমিক খাটিয়ে খনি থেকে মূল্যবান দ্রব্য উত্তোলন করানো হয়। পরিবর্তে আফ্রিকানদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হয় না বলে অভিযোগ। চিনে শি জিনপিং সরকারের আমলে এই ‘শোষণ’ বেড়ে গিয়েছে।

০৬ ২১
African countries are resisting China on illegal mining

তবে সময় বদলায়। চিনা আগ্রাসনের বিরুদ্ধে তাই ঘুরে দাঁড়াচ্ছে আফ্রিকাও। নামিবিয়া, কঙ্গো, নাইজেরিয়ার মতো দেশগুলিতে ইতিমধ্যেই প্রতিরোধ গড়ে উঠতে দেখা গিয়েছে।

০৭ ২১
African countries are resisting China on illegal mining

আফ্রিকায় এই খনিজ পদার্থের ব্যবসা অত্যন্ত লাভজনক। কিন্তু প্রাকৃতিক সম্পদের হরণ মেনে নিতে পারছেন না দেশের মানুষ। প্রশাসনের তরফেও প্রতিরোধের ইঙ্গিত মিলেছে।

০৮ ২১
African countries are resisting China on illegal mining

আফ্রিকার সর্ববৃহৎ অর্থনীতি নাইজেরিয়া। গত অগস্টে এই দেশের সরকার বেশ কয়েকটি বেআইনি চিনা সংস্থার কাজ বন্ধ করে দিয়েছে। খনি সংক্রান্ত কর্মসূচি স্থগিত রাখতে হয়েছে চিনাদের।

০৯ ২১
African countries are resisting China on illegal mining

চিনা সংস্থা রুইলাই মাইনিং কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা নাইজেরিয়ার মাটি থেকে বেআইনি ভাবে টাইটানিয়াম আকরিক তুলে নিচ্ছে। ওই চিনা সংস্থাকে বাতিল করেছে সরকার।

১০ ২১
African countries are resisting China on illegal mining

মে মাসে একই ভাবে চিনের খনি সংস্থা জিনফেং ইনভেস্টমেন্টের লাইসেন্স বাতিল করেছিল আর এক আফ্রিকান দেশ নামিবিয়া। ইকনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই সংস্থাটি লিথিয়াম উত্তোলনের লাইসেন্স বেআইনি ভাবে আদায় করে নিয়েছিল।

১১ ২১
African countries are resisting China on illegal mining

কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশে বেআইনি ভাবে সোনার খনিতে হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল কয়েকটি চিনা সংস্থার বিরুদ্ধে। খবর প্রকাশ্যে আসার পরেই ওই এলাকায় মোট ছ’টি সংস্থার কাজ বন্ধ করে দিয়েছে কঙ্গো সরকার।

১২ ২১
African countries are resisting China on illegal mining

আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ ঘানা। ২০১৯ সালে সেখানকার সরকার ৩৩ জন চিনা কর্মীকে গ্রেফতার করেছিল। অবৈধ সোনার খনিতে কাজের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। ঘানায় বর্তমানে বিভিন্ন খনি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অন্তত ৩০ হাজার প্রবাসী চিনা নাগরিক রয়েছেন।

১৩ ২১
African countries are resisting China on illegal mining

জ়াম্বিয়াতেও চ্যালেঞ্জের মুখে পড়েছে চিনা সংস্থাগুলি। ২০১৭ সালে অবৈধ খনিজ উত্তোলনের অভিযোগে সেখানেও ৩১ জন চিনা নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে জ়াম্বিয়াতে চিনা প্রবাসীর সংখ্যা ২২ হাজার।

১৪ ২১
African countries are resisting China on illegal mining

শুধু সরকারি প্রতিরোধই নয়, আফ্রিকান নাগরিকেরাও চিনের উপর ক্ষুব্ধ। প্রায়ই শোনা যায়, চিনাদের উপর হামলা হয়েছে আফ্রিকার কোনও দেশে। গত ২ সেপ্টেম্বরের এক হামলায় দু’জন চিনা নাগরিকের মৃত্যু হয়েছে।

১৫ ২১
African countries are resisting China on illegal mining

কঙ্গোর উত্তর-পূর্ব এলাকায় সোনাবোঝাই গাড়ি নিয়ে যাচ্ছিলেন চিনারা। তাতে হামলা চালান এক দল আফ্রিকান। এই ঘটনা কঙ্গোয় চিনাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

১৬ ২১
African countries are resisting China on illegal mining

ইদানীং আফ্রিকায় চিনাদের উপর আকছার হামলা হচ্ছে। এই ধরনের আক্রমণ অনেক বেড়ে গিয়েছে। চলতি বছরের মার্চ মাসে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একটি চিনা সোনার খনিতে কর্মরত ন’জনকে খুন করা হয়।

১৭ ২১
African countries are resisting China on illegal mining

আফ্রিকার কিছু কিছু দেশে চিনা সংস্থাগুলি স্থানীয় শিশু, কিশোরদের খনিজ সম্পদ উত্তোলনের কাজে লাগায় বলে অভিযোগ। ব্রিটেনের একটি অসরকারি সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, শুধু কঙ্গোতেই কোবাল্ট, লিথিয়ামের মতো খনিতে চিনা সংস্থার হয়ে ৪০ হাজার আফ্রিকান শিশু কাজ করে।

১৮ ২১
African countries are resisting China on illegal mining

আফ্রিকার গর্ভজাত বিরল সমস্ত ধাতুই চিনের অর্থনীতির সাফল্যের অন্যতম কারণ। চিনে বৈদ্যুতিন যানবাহনের ইন্ডাস্ট্রি যে ফুলেফেঁপে উঠেছে, তার নেপথ্যে রয়েছে আফ্রিকা থেকে তুলে আনা সম্পদ।

১৯ ২১
African countries are resisting China on illegal mining

পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে সাহারা মরুভূমি সংলগ্ন আফ্রিকা থেকে মোট হাজার কোটি ডলারের খনিজ সম্পদ চিনে গিয়েছে। আফ্রিকায় চিনের এই বাড়বাড়ন্তের দিকে নজর রেখেছে আমেরিকাও।

২০ ২১
African countries are resisting China on illegal mining

চিনা আগ্রাসনের বিরুদ্ধে আফ্রিকান প্রতিরোধকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন কূটনীতিকদের একাংশ। তবে অন্য অংশের দাবি, এই প্রতিরোধে আদৌ লাভ হবে না। কারণ, আফ্রিকার অর্থবল নেই।

২১ ২১
African countries are resisting China on illegal mining

বিশেষজ্ঞদের মত, টাকার জোরেই মুখ বন্ধ করে দিতে পারেন জিনপিং। তবে আফ্রিকার এই চিন-বিরোধিতার দিকে আন্তর্জাতিক মহলের নজর রয়েছে। চিন কী ভাবে প্রবাসীদের নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত করে তা-ও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy