adr releases a report that says the national parties received almost 850 crore rupees as donation in 2022-23 financial year dgtl
Corporate Donations to BJP
৮৫০ কোটির কর্পোরেট অনুদান! বিজেপি এবং কংগ্রেসের মধ্যে প্রাপ্তির ফারাক কত?
সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দেশের জাতীয় দলগুলির ঘোষিত তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে প্রাপ্ত অনুদানের হিসাব পেশ করেছে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
কর্পোরেট অনুদানের অঙ্কের নিরিখে অন্য জাতীয় দলগুলির থেকে দশ গোলে এগিয়ে বিজেপি।
০২১০
পরিসংখ্যান বলছে, বিগত ২০২২-২৩ অর্থবর্ষে জাতীয় দলগুলি ৮৫০ কোটি টাকারও বেশি অনুদান পেয়েছে বিভিন্ন ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থার থেকে।
০৩১০
তার মধ্যে নজির গড়েছে বিজেপিই। তারা একাই পেয়েছে ৭১৯ কোটি ৮০ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে কংগ্রেস থাকলেও নরেন্দ্র মোদী-অমিত শাহের দলের সঙ্গে ব্যবধান অনেকটাই।
০৪১০
সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দেশের জাতীয় দলগুলির ঘোষিত তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে প্রাপ্ত অনুদানের হিসাব পেশ করেছে।
০৫১০
সেই হিসাবে দেখা যাচ্ছে ২০২১-২২-এর তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে কর্পোরেট সংস্থা এবং ব্যবসায়ীদের থেকে বিজেপির প্রাপ্ত অনুদান ১৭ শতাংশেরও বেশি বেড়েছে।
০৬১০
গত অর্থবর্ষে মোদী-শাহের দলের পাওয়া অনুদানের অঙ্ক ছিল ৬১৪ কোটির সামান্য বেশি। তবে নির্বাচনী বন্ডের মাধ্যমে পাওয়া অনুদানের হিসাব এর মধ্যে নেই।
০৭১০
স্বীকৃত জাতীয় দলগুলি ২০২২-২৩ অর্থবর্ষে মোট ১২,১৬৭ জন ‘দাতা’র কথা জানিয়েছে।
০৮১০
এর মধ্যে বিজেপি অনুদান পেয়েছে ৭ হাজার ৯৪৫টি সংস্থা এবং ব্যক্তির থেকে।
০৯১০
২০২২-২৩ অর্থবর্ষে ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থাগুলির থেকে কংগ্রেস পেয়েছে ৭৯ কোটি ৯২ লক্ষ টাকা। যা ২০২১-২২-এর ১৬ শতাংশ কম।
১০১০
তৃতীয় স্থানে থাকা সিপিএম ৩ কোটি ৯৭ লক্ষ এবং চতুর্থ স্থানে থাকা আম আদমি পার্টি ১ কোটি ১৪ লক্ষ টাকা অনুদান পেয়েছে গত অর্থবর্ষে।