Adani group gave point by point reply to the allegations raised by Hindenburg Research dgtl
Hindenburg Research allegations on Gautam Adani
স্রেফ বদনাম করাই উদ্দেশ্য! আমেরিকার সংস্থার প্রতিটি অভিযোগের জবাব দিল আদানি গোষ্ঠী
হিন্ডেনবার্গের তোলা সব অভিযোগ উড়িয়ে দিয়েছে আদানি গোষ্ঠী। আমেরিকান সংস্থাকে প্রায় প্রতিটি অভিযোগ ধরে ধরে উত্তর দেওয়া হয়েছে। পাল্টা জবাব দিয়ে জানানো হয়েছে অভিযোগ কতটা ভিত্তিহীন।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১৪:১২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২২
ভারতীয় ধনকুবের গৌতম আদানির সংস্থা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপি করে শেয়ার দর বাড়ানোর অভিযোগ উঠেছে। আমেরিকার লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এর রিপোর্টে দাবি করা হয়েছে ‘জালিয়াতি’ করে ধনী হয়েছেন আদানিরা।
ছবি: সংগৃহীত।
০২২২
আমেরিকান সংস্থার রিপোর্ট প্রকাশ্যে আসতেই ভারতের শেয়ার বাজারে শোরগোল পড়ে গিয়েছে। রাতারাতি মুখ থুবড়ে পড়েছে আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ার। সেনসেক্সও নেমে গিয়েছে অনেকখানি।
০৩২২
হিন্ডেনবার্গ জানিয়েছে, গত ২ বছর ধরে তারা আদানি গোষ্ঠীর শেয়ার এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ের উপর নজর রেখেছে। খুঁটিনাটি তদন্ত চালিয়ে কারচুপির তথ্য জানতে পেরেছে তারা। তার পর তা প্রকাশ করা হয়েছে।
০৪২২
কিন্তু সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছে আদানি গোষ্ঠী। আমেরিকার সংস্থার রিপোর্ট ‘মিথ্যা এবং ভিত্তিহীন’ বলে দাবি করেছে তারা। সেই সঙ্গে আদানিদের পাল্টা অভিযোগ, বাজারে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এ ভাবে লগ্নিকারীদেরও বিভ্রান্ত করা হচ্ছে।
০৫২২
হিন্ডেনবার্গের প্রায় প্রতিটি অভিযোগ ধরে ধরে উত্তর দিয়েছেন আদানিরা। প্রমাণ করার চেষ্টা করা হয়েছে তাদের অভিযোগ কতটা ভিত্তিহীন।
০৬২২
আদানি গোষ্ঠী জানিয়েছে, হিন্ডেনবার্গ মোট ৮৯টি প্রশ্ন করেছিল। তার মধ্যে কিছু প্রশ্ন ছিল গোষ্ঠীর সংশ্লিষ্ট পক্ষের লেনদেন সংক্রান্ত। এ ছাড়া, কিছু প্রশ্ন করা হয় ডিআরআই এবং আদালতের মামলা সংক্রান্ত বিষয়ে।
০৭২২
আদানিদের দাবি, হিন্ডেনবার্গের প্রশ্নাবলীর মধ্যে অন্তত ২১টি প্রশ্ন এমন ছিল, যার উত্তরকে কোনও ২ বছরব্যাপী তদন্তের ফলাফল হিসাবে দাবি করা যায় না। কারণ ২০১৫ সাল থেকে সর্বজনীন নথিতেই সেই প্রশ্নগুলির উত্তর দেওয়া ছিল।
০৮২২
আদানিরা আরও জানান, হিন্ডেনবার্গের তালিকাভুক্ত ৯টি সংস্থার মধ্যে ৮টিতে অন্তত ৬টি বড় অংশীদার রয়েছে। সংস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্য ডেলয়িট হ্যাসকিন্স অ্যান্ড সেলস, শাহ ধানধারিয়া অ্যান্ড কো., এসআরবিসি অ্যান্ড কো., ওয়ালকার চ্যান্ডিওক অ্যান্ড কো., কেএস রাও অ্যান্ড কো. ইত্যাদি।
০৯২২
আদানিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা কৃত্রিম ভাবে শেয়ারের দর বাড়িয়েছেন। শেয়ারের দর কয়েক গুণ বাড়িয়ে আদানিরা বিশাল সম্পদ তৈরি করেছেন। এ ভাবে গত ৩ বছরে আদানির শেয়ার সম্পদের পরিমাণ বেড়েছে ৮০০ শতাংশের বেশি।
১০২২
সেই অভিযোগ উড়িয়ে গোষ্ঠীর পাল্টা দাবি, তাঁদের যে সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তার সবগুলির ক্ষেত্রেই এনএসই-র নিয়ম মানা হয়েছে। ফলে দর বাড়ানোর তত্ত্ব ভিত্তিহীন।
১১২২
বাজারের সর্বোচ্চ ৭ শতাংশে রয়েছে আদানিদের ৪টি বড় সংস্থা। আদানি গোষ্ঠী জানিয়েছে, তাদের প্রোমোটার লিভারেজ প্রোমোটার হোল্ডিংয়ের চেয়ে ৪ শতাংশ কম।
১২২২
এর আগে গত ২৫ জানুয়ারি আদানি গোষ্ঠীর মুখ্য অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) জুগেশিন্দর সিংহ বলেন, ‘‘হিন্ডেনবার্গ এমন একটি রিপোর্ট প্রকাশ করার আগে আমাদের সঙ্গে কোনও রকম যোগাযোগের চেষ্টা করেনি দেখে আমরা বিস্মিত। ওদের উচিত ছিল আগে তথ্য যাচাই করে নেওয়া।’’
১৩২২
তিনি আরও বলেন, ‘‘হিন্ডেনবার্গের রিপোর্টটি ভুল তথ্য এবং পুরনো, ভিত্তিহীন ও অসম্মানজনক কিছু অভিযোগের সমন্বয়ে গঠিত। এই অভিযোগগুলি ভারতের সর্বোচ্চ আদালতে আগেই নাকচ করে দেওায়া হয়েছে।’’
১৪২২
ভারতে আদানি গোষ্ঠীর মানহানির উদ্দেশ্যেই পরিকল্পনামাফিক এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন জুগেশিন্দর। তিনি জানান, এর মাধ্যমে ভারতের শেয়ার বাজারে অস্থিরতা তৈরি করা হয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষও।
১৫২২
শেয়ার বাজারের এই টালমাটাল পরিস্থিতির মাঝে গৌতম আদানির বিশাল সম্পত্তিহানি হয়েছে। শনিবার পর্যন্ত এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ ৭ লক্ষ ৫৫ হাজার কোটি টাকা।
১৬২২
সম্প্রতি আদানি অন্তত ১ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় এক ধাক্কায় ৪ ধাপ নেমে গিয়ে সপ্তম স্থানে চলে এসেছেন তিনি। চলতি অর্থবর্ষে আদানির ২ লক্ষ কোটি টাকার বেশি সম্পত্তি কমেছে।
১৭২২
আদানিদের শেয়ার বাজারেও দর কমেছে। গত বুধ এবং শুক্রবার আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ারমূল্য কমেছে ৪.১৭ লক্ষ কোটি টাকারও বেশি।
১৮২২
শুক্রবার ‘আদানি টোটাল গ্যাস’ খুইয়েছে ৭৯ হাজার ৭৮৮ কোটি টাকা। ‘আদানি গ্রিন এনার্জি’-এর ৫৭ হাজার ৮৭৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। ‘আদানি ট্রান্সমিশন’ হারিয়েছে ৫২ হাজার ৫৩১ কোটি টাকা।
১৯২২
এ ছাড়া, শুক্রবার ‘আদানি পাওয়ার’ এবং ‘আদানি উইলমার’-এর শেয়ার দর পড়েছে ৫ শতাংশ। ‘আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন’-এর শেয়ার দর পড়েছে ২৩ শতাংশ। হিন্ডেনবার্গের অভিযোগের প্রভাবেই শেয়ারবাজারে এই পতন বলে মনে করা হচ্ছে।
২০২২
আমেরিকার সংস্থা দাবি করেছে, মরিশাস, আরব আমিরশাহির মতো কিছু দেশে আদানি পরিবারের মালিকানাধীন কিছু ভুয়ো সংস্থা রয়েছে। ওই দেশগুলিতে আয়কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। অভিযোগ, ওই ভুয়ো সংস্থার মাধ্যমে বেআইনি লেনদেন, কর ফাঁকি দেওয়া হয়েছে।
২১২২
হিন্ডেনবার্গ এ-ও জানিয়েছে, আদানিদের ব্যবসা নিয়ে গবেষণা চালাতে তারা আদানি গোষ্ঠীরই কয়েক জন প্রাক্তন উচ্চপদস্থ কর্তার সঙ্গে কথা বলেছেন। সেই সঙ্গে কয়েক হাজার নথি পর্যালোচনা করা হয়েছে। সব দিক খতিয়ে দেখেই প্রকাশিত হয়েছে তাদের রিপোর্ট।
২২২২
আমেরিকান সংস্থার অভিযোগের পাল্টা যুক্তি খাড়া করল আদানি গোষ্ঠীও। শেয়ার বাজারে আবার দর বাড়াতে মরিয়া গৌতম আদানিরা।