Actress Ankita Lokhande said that she wants divorce from her husband Vicky Jain dgtl
Ankita Lokhande-Vicky Jain
স্বামীর সঙ্গে বিবাদ চরমে, ‘বিগ বস’-এর ঘরেই বিবাহবিচ্ছেদ চাইলেন অভিনেত্রী
ঝগড়া হয়েছে, তবে প্রতিবারই মিটমাট করে নিয়েছেন অঙ্কিতা। তবে এ বার যেন আর হচ্ছে না। চরম সিদ্ধান্ত নিয়ে নিলেন অভিনেত্রী!
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় নাম অঙ্কিতা লোখন্ডে। সবসময় তাঁর প্রেম নিয়ে চর্চায় থাকেন তিনই। ক’দিন আগেই বিয়ে করেন শিল্পপতি ভিকি জৈনকে। ধুমধাম করে হয় বিয়ে। সম্প্রতি প্রবেশ করেন ‘বিগ বস্’-এর ‘সেটে’।
০২১২
জুটি হিসাবেই তিনি এবং তাঁর স্বামী অংশ নেন প্রখ্যাত এই রিয়্যালিটি শো তে। আর তারপর থেকেই ঝামেলার শেষ নেই। এ বার সেই ঝামেলার জের গিয়ে পৌঁছোল বিয়ের ক’দিনের বিবাহবিচ্ছেদ পর্যন্ত।
০৩১২
‘বিগ বস্ ১৭’-র ঘরে পর পর অশান্তির ঝড়ঝাপটা অঙ্কিতা ও ভিকির মধ্যে। ঝগড়া থেকে শুরু করে একে অপরের প্রতি কটূক্তি করা— কোনও কিছুই বাদ রাখেননি তাঁরা। বিভিন্ন সময়ে অন্য প্রতিযোগীদের সামনে অঙ্কিতাকে অপমান করেছেন ভিকি।
০৪১২
প্রায়শই স্ত্রী অঙ্কিতাকে কটু কথা বলতেন ভিকি। কখনও কখনও মেজাজ হারিয়ে মাত্রা ছাড়াতেন অভিনেত্রী নিজেও। এমনকি একদিন স্বামীর উদ্দেশ্যে চটিও ছোড়েন অঙ্কিতা।
০৫১২
এই ঘটনার পরেই একদিন ভিকির মা ‘বিগ বস্’ এ আসেন। স্বভাবতই মাকে দেখে চোখ থেকে জল গড়িয়ে পরে ছেলের। কেঁদে ফেলেন মা নিজেও। এই সময়ে বউমাকে ছেলের উদ্দেশ্যে চটি ছোঁড়ার জন্য ধমক দেন। এর পরেই সমালোচনার ঝড় উঠেছিল সমাজমাধ্যমে। কেউ ভিকির মা এর পক্ষে ছিলেন কেউ আবার অঙ্কিতার পক্ষে।
০৬১২
ঝগড়া হয়েছে, তবে প্রতিবারই মিটমাট করে নিয়েছেন অঙ্কিতা। তবে এ বার যেন আর হচ্ছে না। চরম সিদ্ধান্ত নিয়ে নিলেন অভিনেত্রী! বিগ বস্-এর ঘরেই স্বামীর থেকে বিবাহবিচ্ছেদ চাইলেন অভিনেত্রী!
০৭১২
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর বছর খানেক পর, ২০২১ সালে ছত্তিশগড়ের শিল্পপতি ভিকিকে বিয়ে করেন অঙ্কিতা। যদিও তাঁর আগে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন তাঁরা। সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে বোঝাই যাবে না তাঁদের দাম্পত্যের মধ্যে এমন ফাঁক-ফোকর ছিল।
০৮১২
তবে ‘বিগ বস্’-এর ঘরে ঢুকতেই যেন প্রকাশ্যে আসতে শুরু করল তাঁদের দাম্পত্যের সমস্যা। এ বার বিয়ে ভাঙার কথা অঙ্কিতার মুখে।
০৯১২
চলতি সপ্তাহে বিগ বস্-এর ঘরে ফের অঙ্কিতাকে দোষারোপ করতে শুরু করেন ভিকি। অভিনেত্রীর স্বামী বলেন, ‘‘তুমি একটা বিবাহিত পুরুষের সমস্যা কখনই বুঝতে পারবে না। সেটা মুখে বলা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না, কোন কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়।’’
১০১২
স্বামীর ক্ষোভ শুনে ঝাঁঝিয়ে ওঠেন অভিনেত্রী। অঙ্কিতা যেন চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন, বলেন, ‘‘আমার মনে হয় আমি তোমার সঙ্গে আর বাড়ি ফিরে যেতে চাই না। এতই যদি কষ্ট দয়া করে বিয়েটা এ বার ভেঙে দাও।’’
১১১২
স্বামীকে বিবাহবিচ্ছেদের কথা বলে মন খারাপ করেই বসে থাকেন অঙ্কিতা। অন্য আরেক প্রতিযোগীকে বলেন, ‘‘আমি জানি ভিকি আমাকে ভালবাসে। কিন্তু ও সেটা দিতে পারছে না যেটা আমার চাই। আমার মাঝে মধ্যে মনে হয় ও আমাকে দমিয়ে রাখার চেষ্টা করে।’’
১২১২
মায়ের সঙ্গে বচসা এবং নিত্য নৈমিত্তিক ঝামেলার পর থেকেই আশঙ্কায় রয়েছেন অঙ্কিতার অনুরাগীরা। ‘বিগ বস্’-এর ঘরেই না যবনিকা পতন হয়ে যায় অঙ্কিতা এবং ভিকির সম্পর্কের। এ বার কী তবে সেটাই সত্যি হতে চলেছে? প্রশ্ন অনুরাগীদের।