বড়দিনেই মুক্তি পেতে চলেছে মিঠুনের ‘কাবুলিওয়ালা’। গত বছরেও বড়দিনে মুক্তি পেয়েছিল তাঁর ছবি। সঙ্গে রয়েছে আরও ছবি। গত বছরের সঙ্গী দেব এই বারে রয়েছেন বিপক্ষের আসনে। তবে সেই সব ভুলে এগোতে চান দু’জনে। সঙ্গে সুমন ঘোষের ‘কাবুলিওয়ালা’ মিঠুন চক্রবর্তীর মুখোমুখি আনন্দবাজার অনলাইন। শুনলেন পৃথা বিশ্বাস। কী বললেন তিনি?
‘প্রজাপতি’র বলেছিলেন, চিত্রনাট্যে কোনও চমক না থাকলে এখন আর তিনি রাজি হন না…। সে বিষয়ে প্রশ্ন করতেই তাঁর উত্তর, ”৪০০টা ছবি করা হয়ে গিয়েছে। গল্পে একটু কাতুকুতু না থাকলে এখন আর অভিনয় করতে ভাল লাগে না। একঘেয়েমি চলে এসেছে। তবে শেষ যে ক’টা ছবি করেছি সব আলাদা স্বাদের। ‘কাশ্মীর ফাইল্স’, ‘দ্য তাসকেন্ট ফাইল্স’, ‘রিওয়াজ়’, ‘বেহিসাব’, ‘প্রজাপতি’— সবই আলাদা। কিন্তু ‘কাবুলিওয়ালা’ তো সে অর্থে আলাদা নয়। তা হলে কেন প্রশ্নে মিথুন জানান, “৩০-এর বেশি যাঁদের বয়স, তাঁরা হয়তো সকলেই পড়েছেন। কিন্তু ২০ থেকে ২৫-এর মধ্যে যাঁরা, তাঁদের নিয়ে আমার সন্দেহ আছে। জানি না কত জন পড়েছেন। আমি তাঁদের অনুরোধ করব এক বার দেখার। কারণ, এটা এমন একটা গল্প, যেখানে ধর্ম নির্বিশেষে আবেগ রয়েছে। সুমনকে (ঘোষ, পরিচালক) আমার কুর্নিশ যে, এই সময় দাঁড়িয়ে ও এই গল্পটা ভেবেছে। আমি মনে করি, সত্যিকারের অনুভূতির কাছে কোনও জাতি-ধর্ম বাধা হয়ে দাঁড়ায় না।“