Advertisement
০৬ নভেম্বর ২০২৪
BAPS Mandir Inauguration

জমি দিয়েছেন আমিরেরা! পশ্চিম এশিয়ার বৃহত্তম এবং আবু ধাবির প্রথম হিন্দু মন্দির উদ্বোধনে মোদী

আবু মুরেইখায় ২৭ একর এলাকা জুড়ে তৈরি হয়েছে মন্দির। সেই জমি দান করেছে আরব আমিরশাহি সরকার। মন্দির নির্মাণে খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ৭০০ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৬
Share: Save:
০১ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

উদ্বোধন হয়েছে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মন্দিরের। বুধবার মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মন্দির তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে।

০২ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবির শেখ জায়েদ হাইওয়ের কাছে অবস্থিত আবু মুরেইখা এলাকায় তৈরি হয়েছে বিএপিএস (বোচাসনবাসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা)-এর হিন্দু মন্দির। এটি পশ্চিম এশিয়ার বৃহত্তম মন্দির।

০৩ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

আবু মুরেইখায় ২৭ একর এলাকা জুড়ে তৈরি হয়েছে এই মন্দির। মন্দিরের জন্য জমি দান করেছে আরব আমিরশাহি সরকার। মন্দির নির্মাণে খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ৭০০ কোটি টাকা।

০৪ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

১৮ লক্ষ ইট দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দির। মূলত গোলাপি রঙের বেলেপাথর এবং মার্বেল দিয়ে নির্মিত এই মন্দিরের শোভা নজরকাড়া।

০৫ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

৪০ হাজার ঘনমিটারের মার্বেল এবং ১ লক্ষ ৮০ হাজার ঘনমিটারের গোলাপি বেলেপাথর দিয়ে মন্দিরটি নির্মিত হয়েছে।

০৬ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

মন্দিরে মোট মোট সাতটি শৃঙ্গ রয়েছে। প্রতিটি শৃঙ্গ আরব আমিরশাহির এক এক জন আমিরকে চিহ্নিত করে।

০৭ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

গত তিন বছর ধরে রাজস্থান এবং গুজরাত থেকে দু’হাজারেরও বেশি শিল্পী সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে মন্দিরের সাদা মার্বেলের স্তম্ভ নির্মাণ করেছেন।

০৮ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

মন্দিরে থাকা ৪০২টি স্তম্ভ নির্মাণের দায়িত্বে ছিলেন দু’হাজারেরও বেশি কারিগর।

০৯ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

মন্দিরের স্তম্ভ যে সাদা মার্বেল দিয়ে তৈরি, সেগুলি গ্রিসের ম্যাসিডোনিয়া থেকে আনা।

১০ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

মন্দিরের অভ্যন্তর দেখেও তাক লেগে যাবে। অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু করে গ্যালারি, কী নেই সেই মন্দির চত্বরে! বইপ্রেমীদের জন্য আলাদা গ্রন্থাগারের ব্যবস্থাও মন্দিরের সামনে করা হয়েছে।

১১ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

মজলিসের পাশাপাশি মন্দিরের ভিতরে রয়েছে দু’টি কমিউনিটি হল। দু’টি হল মিলিয়ে পাঁচ হাজার লোক একসঙ্গে বসতে পারেন।

১২ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

যাঁরা খাওয়াদাওয়া করতে ভালবাসেন, তাঁদের জন্য হিন্দু মন্দির চত্বরে রয়েছে একটি ফুড কোর্ট। রয়েছে বাগান এবং শিশুদের জন্য খেলার জায়গা।

১৩ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

প্রাচীন ভারতীয় শৈলীর অনুসরণে মন্দিরটি তৈরি করা হয়েছে। মার্বেল এবং বেলেপাথরের উপর ভাস্কর্য তৈরি করে সেগুলি ভারত থেকে আবু ধাবি পাঠিয়েছেন দেশের শিল্পীরা।

১৪ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

৪০২টি স্তম্ভের পাশাপাশি হিন্দু মন্দিরে রয়েছে দু’টি গম্বুজ। মন্দিরে পুজো করা হবে রাম, সীতা, কৃষ্ণ, আয়াপ্পন এবং স্বামীনারায়ণের।

১৫ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

কর্তৃপক্ষের দাবি, আবু ধাবির মন্দিরটি এমন ভাবে নির্মাণ করা হয়েছে যে, রিখটার স্কেলে সাত মাত্রার ভূমিকম্পনও মন্দিরের কোনও ক্ষতি করতে পারবে না।

১৬ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

উদ্বোধনের আগে ২৯ জানুয়ারি ৪২টি দেশের প্রতিনিধি গিয়েছিলেন মন্দির দর্শনে।

১৭ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

বুধবার মন্দিরটির উদ্বোধন হলেও জনসাধারণের জন্য মন্দিরটি ১৮ ফেব্রুয়ারি খোলা হবে।

১৮ ১৮
Abu Dhabi's first Hindu Temple to be inaugurated on February 14

দু’দিনের সংযুক্ত আরব আমিরশাহি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মোদী বৈঠক করেন সে দেশের প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নহয়ানের সঙ্গে। সফরের প্রথম দিনেই সে দেশের ভারতীয় বংশোদ্ভূতদের আয়োজিত অনুষ্ঠান ‘অহলান মোদী’তে বক্তৃতা করেন তিনি। বুধবার আবু ধাবিতে সে দেশে প্রথম হিন্দু মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মোদী।

ছবি: রয়টার্স, পিটিআই, এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE