Aamir Khan replaced Divya Bharti with Juhi Chawla in Shahrukh Khan's Darr movie dgtl
Aamir Khan
আমিরের জন্য শৌচালয়ে বসে ঘণ্টার পর ঘণ্টা ধরে কেঁদে ভাসান দিব্যা ভারতী, কী ঘটেছিল?
বলিপাড়ায় এসেই তুফান তুলেছিলেন দিব্যা ভারতী। সেই সময়ই আমির খানের সঙ্গে একটি শো করতে গিয়েছিলেন দিব্যা। আর সেখানেই যত কাণ্ড ঘটে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বইশেষ আপডেট: ০৯ মে ২০২৩ ১১:৩৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
একসঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে অনেক সময়ই মতান্তর হয়। আবার ঝগড়াও বাধে। বলিউডও তার ব্যতিক্রম নয়। নায়কে-নায়কে রেষারেষি হোক কিংবা দুই নায়িকার ‘ক্যাট ফাইট’, আবার কখনও নায়ক এবং নায়িকার মন কষাকষি— এমন খবর আকছার শোনা যায়। নব্বইয়ের দশকের শুরুতে বলিপাড়ার এক নায়ক এবং নায়িকার মধ্যে ঝামেলা হয়েছিল। নায়কের কথায় কেঁদে ভাসিয়েছিলেন নায়িকা। নায়কের নাম আমির খান। আর নায়িকা তখন বলিউড কাঁপানো দিব্যা ভারতী।
ছবি সংগৃহীত।
০২১৮
নায়ক হিসাবে তখন আমির খানের ‘চকোলেট বয়’ ভাবমূর্তি ঘিরে পাগল দেশের লাখো লাখো অনুরাগী। আর নায়িকাদের মধ্যে তখন ঝড় তুলেছিলেন মাত্র ১৬ বছরের দিব্যা। যাকে বলে বলিউডে পা রেখেই সাড়া ফেলে দিয়েছিলেন।
ছবি সংগৃহীত।
০৩১৮
অল্প সময়ের মধ্যেই বলিপাড়ায় নিজের ভিত শক্ত করেছিলেন দিব্যা। একের পর এক নায়কের সঙ্গে কাজ করছিলেন। সেই সময়ই আমিরের সঙ্গে মন কষাকষি হয়েছিল দিব্যার। কী ঘটেছিল?
ছবি সংগৃহীত।
০৪১৮
সাল ১৯৯২। লন্ডনে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন বলি তারকারা। তাঁদের মধ্যে ছিলেন আমির এবং দিব্যা। কিন্তু সেই শো করতে গিয়েই যত কাণ্ড ঘটে।
ছবি সংগৃহীত।
০৫১৮
শোনা যায়, দিব্যার সঙ্গে একমঞ্চে একসঙ্গে নাচ করতে চাননি আমির। যার জেরে ভেঙে পড়েছিলেন দিব্যা। শোনা যায়, পারফরম্যান্সের মহড়ার সময় নাচের ‘স্টেপ’ ঠিক করছিলেন না দিব্যা। আর সেই কারণেই বেজায় চটেন আমির।
ছবি সংগৃহীত।
০৬১৮
আমিরের ব্যবহারে দিব্যা এতটাই আঘাত পান যে, কান্নায় ভেঙে পড়েছিলেন। কয়েক ঘণ্টা ধরে বাথরুমে বসে অঝোরে কেঁদেছিলেন নায়িকা।
ছবি সংগৃহীত।
০৭১৮
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দিব্যা বলেছিলেন, ‘‘ওঁর আচরণে খুবই খারাপ লেগেছিল। উনি সিনিয়র। যদি আমরা জুনিয়ররা ভুল করি, তা হলে আমাদের বাদ দিয়ে দেওয়া হবে! ওঁর উচিত ছিল সঠিক নাচের স্টেপ দেখিয়ে দেওয়া। সিনিয়র হিসাবে আমার ভুলটা ধরিয়ে দিতে পারতেন। সিনিয়র হিসাবে আচরণ করা উচিত ছিল ওঁর, এক জন তারকা হিসাবে নয়।’’
ছবি সংগৃহীত।
০৮১৮
ওই শোয়ের এক আয়োজক কর্তা দিব্যাকে জানিয়েছিলেন যে, আমিরকে নাকি উপেক্ষা করেছিলেন দিব্যা। আর সেই কারণেই নাকি গোসা হয়েছিল আমিরের। দিব্যা বলেছিলেন, ‘‘আমি ওঁকে ‘হ্যালো স্যর’ বলে সম্বোধন করেছিলাম। আমি অবজ্ঞা করিনি।’’
ছবি সংগৃহীত।
০৯১৮
সেই সময় দিব্যাকে সাহায্য করেছিলেন বলিউডের আর এক খান। তিনি সলমন খান। সলমনই সেই সময় পরিস্থিতি সামলান। পরে তাঁরা একসঙ্গে পারফর্মও করেন।
ছবি সংগৃহীত।
১০১৮
তবে লন্ডনের সেই শোয়ে আমির এবং দিব্যার তিক্ততার রেশ অনেক দিন ধরেই বজায় ছিল। মানে, দেশে ফিরেও নায়ক এবং নায়িকার মধ্যে সম্পর্কে শৈত্য চলছিল। তার আন্দাজ পাওয়া গিয়েছিল ১৯৯৩ সালে।
ছবি সংগৃহীত।
১১১৮
ওই বছর মুক্তি পেয়েছিল যশ চোপড়ার ‘ডর’। যে ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করে বলিউডে নতুন ইনিংস শুরু করেছিলেন শাহরুখ। সেই সঙ্গে শাহরুখ-জুহির পর্দার প্রেমও হৃদয় ছুঁয়েছিল সকলের।
ছবি সংগৃহীত।
১২১৮
তবে ওই সুপারহিট ছবির জন্য প্রথমে নায়িকার চরিত্রে দিব্যাকে ভাবা হয়েছিল। শাহরুখের চরিত্রে ভাবা হয়েছিল আমিরকে।
ছবি সংগৃহীত।
১৩১৮
ওই ছবিতে দ্বিতীয় নায়ক হিসাবে অভিনয় করেছিলেন সানি দেওল। অর্থাৎ, আমির, সানি এবং দিব্যাকে নিয়ে প্রথমে ‘ডর’ ছবির কথা ভাবা হয়েছিল।
ছবি সংগৃহীত।
১৪১৮
তবে ছবিতে সই করার সময় নায়িকা হিসাবে দিব্যার পরিবর্তে জুহি চাওলাকে চেয়েছিলেন আমির। আর সানি চেয়েছিলেন দিব্যাকে।
ছবি সংগৃহীত।
১৫১৮
সেই সময় যশ চোপড়ার সঙ্গে ‘পরম্পরা’ ছবিতে অভিনয় করছিলেন আমির। দিব্যার মা মিতা ভারতী অভিযোগ করেছিলেন যে, আমিরই জোর করে ছবি থেকে দিব্যাকে সরান।
ছবি সংগৃহীত।
১৬১৮
তবে সেই সময় রটে গিয়েছিল যে, দিব্যার সঙ্গে নাকি যশ চোপড়ার সম্পর্ক ভাল ছিল না। তাই তাঁকে বাদ দেওয়া হয়েছিল। তবে পরে এক সাক্ষাৎকারে দিব্যার মা দাবি করেছিলেন যে, আমিরই কলকাঠি নেড়ে দিব্যাকে বাদ দেন।
ছবি সংগৃহীত।
১৭১৮
পরে অবশ্য ওই ছবি থেকে সরে যান আমিরও। তাঁর পরিবর্তে শাহরুখকে নেওয়া হয়। আর তার পর বাকিটা তো ইতিহাস। ‘ডর’ ছবির হাত ধরে বলিউডে নতুন জমানা শুরু করে দেন শাহরুখ।
ছবি সংগৃহীত।
১৮১৮
১৯৯৩ সালে অকালপ্রয়াণ হয় দিব্যার। যে খবরে শোকে পাথর হয়ে গিয়েছিল বলিপাড়া। এত বছর পরও আমিরের সঙ্গে দিব্যার সেই তিক্ততার কাহিনি ভুলতে পারেনি বি টাউন।