পৃথিবীর বুকে অস্তিত্বের সংগ্রামে হার না-মানা একদল যোদ্ধার নাম হল এস্কিমো বা ইনুইট। ইনুইটরা দীর্ঘকাল ধরে বাস করছে সাইবেরিয়ার একেবারে পূর্ব কোণে, উত্তর আমেরিকার উত্তর উপকূলে, সুমেরু মহাসাগরের দ্বীপপুঞ্জে ও গ্রিনল্যান্ডে। পৃথিবীর দুর্গম অঞ্চলে প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে যুঝতে হয় ইনুইটদের। মেরু অঞ্চলের সাদা তুষারের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা ও অস্তিত্বের সংগ্রামে হার না-মানার অদম্য জেদই ইনুইটদের অনন্য এক জাতিতে পরিণত করেছে।