A rape convict of UK named Tarek Namouz found guilty of donating Covid-19 loans to ISIS dgtl
ISIS
কোভিডকালে ব্যবসা করতে সাহায্য দিয়েছিল সরকার, সেই অর্থ জঙ্গি তহবিলে দান!
ইরাক, সিরিয়ায় লড়াই চলছে ভয়ঙ্কর আইএস জঙ্গিদের বিরুদ্ধে। তার জেরে বহু জায়গা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ওই জঙ্গি সংগঠনটি। আবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আইএস জঙ্গিদের সাহায্য করার ঘটনাও সামনে এসেছে।
সংবাদ সংস্থা
লন্ডনশেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১৫:৪৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
ইরাক, সিরিয়ায় লড়াই চলছে ভয়ঙ্কর আইএস জঙ্গিদের বিরুদ্ধে। তার জেরে বহু জায়গা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ওই জঙ্গি সংগঠনটি।
ছবি: সংগৃহীত।
০২১৬
আবার উল্টো ঘটনাও ঘটেছে। আইএস জঙ্গিদের সাহায্য করার ঘটনাও সামনে এসেছে।
ছবি: সংগৃহীত।
০৩১৬
তেমনই ঘটনা ঘটিয়েছেন ব্রিটেনের ফুলহ্যামের বাসিন্দা তারেক নামৌজ। এমনটাই দাবি করেছে ব্রিটেনের সংবাদ সংস্থা ডেলি মেল।
ছবি: সংগৃহীত।
০৪১৬
ব্রিটেনে ছাত্র হিসাবে গিয়েছিলেন তারেক নামৌজ। তার পর থেকে সেখানেই থেকে যান তিনি।
ছবি: সংগৃহীত।
০৫১৬
সেখানকার পুলিশ সূত্র বলছে, ১৯৯৬ সালে মনোরোগী পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তিনি।
ব্রিটেনে তারেক একটি পাব চালাতেন। ২০১৪ সালে বছর আঠেরোর এক তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন তিনি।
ছবি: সংগৃহীত।
০৮১৬
ওই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তারেক। তিনি বেশ কয়েক বছর জেলও খেটেছিলেন।
ছবি: সংগৃহীত।
০৯১৬
জেল থেকে বেরিয়ে অলিম্পিয়া এলাকায় একটি সেলুন খুলেছিলেন তারেক।
ছবি: সংগৃহীত।
১০১৬
২০২১ সালে কোভিড পর্বের মধ্যে ফুলহ্যাম কাউন্সিল থেকে করোনা ঋণ নিয়েছিলেন তিনি। করোনাকালে ব্যবসায়ীদের সাহায্যার্থে ওই প্রকল্প চালু করেছিল ব্রিটেন।
ছবি: সংগৃহীত।
১১১৬
সেই সময় ১৮ হাজার ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকা ঋণ হিসাবে পান তারেক।
ছবি: সংগৃহীত।
১২১৬
সম্প্রতি সেই তারেক দাবি করেছেন সরকারের থেকে পাওয়া ঋণের পুরো টাকাটাই তিনি দান করেছেন আইএস জঙ্গিদের তহবিলে।
ছবি: সংগৃহীত।
১৩১৬
ডেলি মেল সূত্রে জানা গিয়েছে, তারেক সম্প্রতি এই দাবি করেছেন। ওই সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, তারেকের স্কুলের এক সহপাঠী আইএস জঙ্গি। তাঁকেই ওই অর্থ দিয়েছেন বলে দাবি করেছেন তারেক।
তারেকের হোয়াটসঅ্যাপে বোমা তৈরি করার ভিডিয়ো আছে বলেও ওই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। সেই ধরনের বোমা ম্যাঞ্চেস্টারে হামলায় কাজে লাগানো হয়েছিল বলে দাবি সংবাদমাধ্যমটির।
ছবি: সংগৃহীত।
১৬১৬
ব্রিটেন পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর চালাচ্ছে। পাশাপাশি, চালানো হচ্ছে নজরদারিও।