A R Rahman used AI to recreate the voice of two renowned late singers dgtl
AR Rahman
মৃত্যুর পরেও গান গাইলেন দুই শিল্পী! রহমানের ‘জাদুতে’ মোহিত অনুরাগীরা
গান গাওয়ানোর জন্য কোনও জীবিত শিল্পীর দ্বারস্থ হননি রহমান। বরং, দুই অকালপ্রয়াত শিল্পী বাম্বা বাক্য ও শাহুল হামিদকে দিয়েই গান গাইয়েছেন তিনি!
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ১৮:৫৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
মৃত শিল্পীদের দিয়েই সিনেমায় গান গাওয়ালেন সুরকার এ আর রহমান।
০২১৪
দেশের অন্যতম জনপ্রিয় ও কৃতী সঙ্গীতশিল্পী তিনি। আন্তর্জাতিক স্তরেও তাঁর নামডাক কম নয়। দেশি থেকে আন্তর্জাতিক প্রায় সব রকম পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।
০৩১৪
দেশের মাটিতে তো বটেই, বিদেশের বিভিন্ন জায়গায় নিজের দল নিয়ে অনুষ্ঠান করতে যান এআর রহমান।
০৪১৪
বিনোদন জগতে প্লেব্যাক গায়ক, গায়িকাদের সঙ্গে কাজ করেন বটে। তবে কনসার্টের জন্য নিজস্ব একটি দল গড়ে তুলেছেন রহমান।
০৫১৪
বিভিন্ন জায়গায় তাঁদের সঙ্গেই লাইভ অনুষ্ঠান করেন তিনি। সেই দল থেকেই উঠে আসেন নতুন নতুন শিল্পীরা।
০৬১৪
রহমানের সঙ্গে কাজ করার সুযোগ হারাবেন, এমন শিল্পী খুঁজে পাওয়া দুষ্কর। তা সত্ত্বেও এক ছবির একটি গানের জন্য জীবিত শিল্পীদের বদলে প্রয়াত শিল্পীদের দিয়ে গান গাওয়ালেন অস্কারজয়ী সুরকার!
০৭১৪
ফেব্রুয়ারি মাসে মুক্তির অপেক্ষায় দক্ষিণী মেগাতারকা রজনীকান্তের পরবর্তী ছবি ‘লাল সালাম’। মেয়ে ঐশ্বর্যার পরিচালনায় এই ছবিতে কাজ করেছেন থালাইভা।
০৮১৪
সেই ছবির সুরকার হলেন রহমান। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘লাল সালাম’ ছবির গান ‘থিমিরি ইয়েজ়ুদা’।
০৯১৪
সেই গান গাওয়ানোর জন্য কোনও জীবিত শিল্পীর দ্বারস্থ হননি রহমান। বরং, দুই অকালপ্রয়াত শিল্পী বাম্বা বাক্য ও শাহুল হামিদকে দিয়েই গান গাইয়েছেন তিনি!
১০১৪
কী ভাবে? অত্যাধুনিক কৃত্রিম মেধা প্রযুক্তির মাধ্যমে তাঁদের কণ্ঠস্বর তৈরি করেছেন রহমান। তার পর সেই স্বরেই গান গেয়েছেন প্রয়াত দুই শিল্পী।
১১১৪
তবে সুরকার হিসাবে নিজের দায়িত্ব ভুলে যাননি রহমান। প্রয়াত দুই গায়কের পরিবারের কাছ থেকে অনুমতি নিয়েই এই কাজ করেছেন তিনি, জানান সঙ্গীত পরিচালক।
১২১৪
পাশাপাশি, তাঁদের পরিবারের কাছে পৌঁছেছে যথার্থ পারিশ্রমিকও। যদিও রহমানের এই সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত তাঁর অনুরাগীরাই।
১৩১৪
২০২২ সালে প্রয়াত হন বাম্বা বাক্য। ২৭ বছর আগে ১৯৯৭ সালে প্রয়াত হন শাহুল হামিদ। দুই তামিল সঙ্গীতশিল্পীর সঙ্গে কাজ করেছেন রহমান।
১৪১৪
অনুরাগীদের দাবি, সেই নস্ট্যালজিয়া থেকেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন অস্কারজয়ী সুরকার।