বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতে শুরু হল ফাইভ জি পরিষেবা। মুকেশ অম্বানীর জিও-র হাত ধরে ভারতে ফাইভ জি প্রযুক্তি প্রবেশ করল। শনিবার নিজে উপস্থিত থেকে এই নয়া এবং অত্যাধুনিক মোবাইল প্রযুক্তির উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের দাবি, আগামী দু’বছরের মধ্যেই দেশ জুড়ে ফাইভ জি পরিষেবা চালু হয়ে যাবে। আপাতত এই পরিষেবা চালু হচ্ছে দেশের ১৩ শহরে।