Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Bollywood

দীপিকার জন্য কেউ হতে চান সমকামী, কেউ স্রেফ চুমু খেতে চান! গোপন ইচ্ছাপ্রকাশ পাঁচ বলি তারকার

কৃতি শ্যানন থেকে সানি লিওন, সিদ্ধার্থ মলহোত্র থেকে বরুণ ধাওয়ান— টিনসেল নগরীর এই তারকারা মনের গোপন ইচ্ছার কথা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ১০:১৫
Share: Save:
০১ ১৩
‘কাচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে/দুটো চারটে নিয়মকানুন ভেঙে ফেলি/পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট/যাদের পায়ের তলায় আছি, তাদের মাথায় চড়ে বসি’— শুধু সুনীল গঙ্গোপাধ্যায়ের শব্দেই নয়, কিছু কিছু ‘ইচ্ছে’ প্রতিটা মানুষের মনের মধ্যে চাপা থাকে। কখনও কখনও তা মনের গোপন কুঠুরি থেকে বাইরেও উঁকি মারে। কৃতি শ্যানন থেকে সানি লিওন, সিদ্ধার্থ মলহোত্র থেকে বরুণ ধাওয়ান— টিনসেল নগরীর এই তারকাদের মনেও এমনই কিছু ইচ্ছা রয়েছে যা কোনও বাধ মানে না। কথার ভাঁজে নিজেদের মনের সেই গোপন ইচ্ছাগুলোও প্রকাশ করে ফেলেছেন তাঁরা।

‘কাচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে/দুটো চারটে নিয়মকানুন ভেঙে ফেলি/পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট/যাদের পায়ের তলায় আছি, তাদের মাথায় চড়ে বসি’— শুধু সুনীল গঙ্গোপাধ্যায়ের শব্দেই নয়, কিছু কিছু ‘ইচ্ছে’ প্রতিটা মানুষের মনের মধ্যে চাপা থাকে। কখনও কখনও তা মনের গোপন কুঠুরি থেকে বাইরেও উঁকি মারে। কৃতি শ্যানন থেকে সানি লিওন, সিদ্ধার্থ মলহোত্র থেকে বরুণ ধাওয়ান— টিনসেল নগরীর এই তারকাদের মনেও এমনই কিছু ইচ্ছা রয়েছে যা কোনও বাধ মানে না। কথার ভাঁজে নিজেদের মনের সেই গোপন ইচ্ছাগুলোও প্রকাশ করে ফেলেছেন তাঁরা।

০২ ১৩
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে কৃতি শ্যাননের সম্পর্ক রয়েছে। ‘আদিপুরুষ’ ছবির শ্যুটিং চলাকালীনই নাকি দুই তারকা একে অপরের কাছে এসেছেন। কিন্তু বলিপাড়া যখন প্রভাস-কৃতির সম্পর্কের রসায়ন নিয়ে ব্যস্ত, অভিনেত্রী সেই ফাঁকে নিজের মনের গোপন ইচ্ছা প্রকাশ করলেন। কৃতির নাকি বহু দিনের ইচ্ছা সমকামী হওয়ার।

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে কৃতি শ্যাননের সম্পর্ক রয়েছে। ‘আদিপুরুষ’ ছবির শ্যুটিং চলাকালীনই নাকি দুই তারকা একে অপরের কাছে এসেছেন। কিন্তু বলিপাড়া যখন প্রভাস-কৃতির সম্পর্কের রসায়ন নিয়ে ব্যস্ত, অভিনেত্রী সেই ফাঁকে নিজের মনের গোপন ইচ্ছা প্রকাশ করলেন। কৃতির নাকি বহু দিনের ইচ্ছা সমকামী হওয়ার।

০৩ ১৩
এই প্রসঙ্গে আরও বিস্তারিত ভাবে তিনি জানান, কৃতির ইচ্ছা তিনি কোনও ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করতে চান। পর্দায় কোন অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধবেন তা-ও ঠিক করে রেখেছেন তিনি।

এই প্রসঙ্গে আরও বিস্তারিত ভাবে তিনি জানান, কৃতির ইচ্ছা তিনি কোনও ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করতে চান। পর্দায় কোন অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধবেন তা-ও ঠিক করে রেখেছেন তিনি।

০৪ ১৩
কৃতি চান, তাঁর বিপরীতে অন্য কেউ নন, যেন দীপিকা পাড়ুকোন সেই চরিত্রে অভিনয় করেন। পর্দায় দীপিকার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়াতে চান কৃতি। ‘গেহরাইয়াঁ’ ছবিতে দীপিকাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। তখন থেকেই এমন ইচ্ছা জেগেছে তাঁর।

কৃতি চান, তাঁর বিপরীতে অন্য কেউ নন, যেন দীপিকা পাড়ুকোন সেই চরিত্রে অভিনয় করেন। পর্দায় দীপিকার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়াতে চান কৃতি। ‘গেহরাইয়াঁ’ ছবিতে দীপিকাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। তখন থেকেই এমন ইচ্ছা জেগেছে তাঁর।

০৫ ১৩
বলিউডে সইফ-করিনার জুটি হল ‘ফরএভার ইয়ং’। বড় পর্দায় বহু দিন তাঁদের একসঙ্গে দেখা না গেলেও নেটমাধ্যমে এই জুটির ছবি নজর কাড়তে বাধ্য। কিন্তু করিনার নাকি সইফ ছাড়াও অন্য এক অভিনেতাকে পছন্দ ছিল। সইফের সঙ্গে বিয়ে না হলে করিনা নাকি তাঁকেই বিয়ে করতেন বলে জানিয়েছেন।

বলিউডে সইফ-করিনার জুটি হল ‘ফরএভার ইয়ং’। বড় পর্দায় বহু দিন তাঁদের একসঙ্গে দেখা না গেলেও নেটমাধ্যমে এই জুটির ছবি নজর কাড়তে বাধ্য। কিন্তু করিনার নাকি সইফ ছাড়াও অন্য এক অভিনেতাকে পছন্দ ছিল। সইফের সঙ্গে বিয়ে না হলে করিনা নাকি তাঁকেই বিয়ে করতেন বলে জানিয়েছেন।

০৬ ১৩
১৯৯৭ সালে ‘টাইটানিক’ ছবিটি দেখেছিলেন করিনা। তখন থেকেই লিওনার্দো দি’ক্যার্পিয়োকে ভাল লাগে অভিনেত্রীর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যদি তাঁর জীবনে সইফ না আসতেন তা হলে লিওনার্দোকেই বিয়ে করতেন তিনি।

১৯৯৭ সালে ‘টাইটানিক’ ছবিটি দেখেছিলেন করিনা। তখন থেকেই লিওনার্দো দি’ক্যার্পিয়োকে ভাল লাগে অভিনেত্রীর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যদি তাঁর জীবনে সইফ না আসতেন তা হলে লিওনার্দোকেই বিয়ে করতেন তিনি।

০৭ ১৩
অভিনয় ও নৃত্যে পারদর্শী সানি লিওন বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। তবে অভিনেত্রী মনে মনে বলিউডের অন্য এক অভিনেত্রীর মতো হতে চান।

অভিনয় ও নৃত্যে পারদর্শী সানি লিওন বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। তবে অভিনেত্রী মনে মনে বলিউডের অন্য এক অভিনেত্রীর মতো হতে চান।

০৮ ১৩
মাধুরী দীক্ষিত তাঁর প্রিয় অভিনেত্রীদের মধ্যে সবার উপরে রয়েছেন। শুধু অভিনয় দক্ষতাতেই নয়, মাধুরী যথেষ্ট সুন্দরী, তিনি নিজে এক জন মা, কর্মজীবনেও সফল তিনি। তাই মাধুরীর মতোই হতে চান সানি লিওন।

মাধুরী দীক্ষিত তাঁর প্রিয় অভিনেত্রীদের মধ্যে সবার উপরে রয়েছেন। শুধু অভিনয় দক্ষতাতেই নয়, মাধুরী যথেষ্ট সুন্দরী, তিনি নিজে এক জন মা, কর্মজীবনেও সফল তিনি। তাই মাধুরীর মতোই হতে চান সানি লিওন।

০৯ ১৩
বরুণ ধাওয়ান বর্তমানে বলিউডের উপার্জনের দিক দিয়ে শীর্ষে থাকা অভিনেতাদের মধ্যে অন্যতম। কিন্তু তাঁর মনের ইচ্ছা অভিনয়ক্ষেত্রের সঙ্গে যুক্ত নয়। তিনি সারা দেশ হেঁটে ঘুরে বেড়াতে চান।

বরুণ ধাওয়ান বর্তমানে বলিউডের উপার্জনের দিক দিয়ে শীর্ষে থাকা অভিনেতাদের মধ্যে অন্যতম। কিন্তু তাঁর মনের ইচ্ছা অভিনয়ক্ষেত্রের সঙ্গে যুক্ত নয়। তিনি সারা দেশ হেঁটে ঘুরে বেড়াতে চান।

১০ ১৩
এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, কোনও একটি দেশ পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর ইচ্ছা রয়েছে তাঁর। তার জন্য নিজের দেশ ভারতকেই বেছে নিয়েছেন বরুণ।

এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, কোনও একটি দেশ পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর ইচ্ছা রয়েছে তাঁর। তার জন্য নিজের দেশ ভারতকেই বেছে নিয়েছেন বরুণ।

১১ ১৩
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ থেকে বন্ধুত্বের সূত্রপাত। শুধু ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার লেন্সের পিছনেও বরুণের সঙ্গে সিদ্ধার্থ মলহোত্রার বন্ধুত্ব বেশ গাঢ়। তবে, দুই বন্ধুর মনের ইচ্ছেগুলোয় যেন আকাশ-পাতাল তফাত।

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ থেকে বন্ধুত্বের সূত্রপাত। শুধু ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার লেন্সের পিছনেও বরুণের সঙ্গে সিদ্ধার্থ মলহোত্রার বন্ধুত্ব বেশ গাঢ়। তবে, দুই বন্ধুর মনের ইচ্ছেগুলোয় যেন আকাশ-পাতাল তফাত।

১২ ১৩
যেখানে বরুণ পায়ে হেঁটে সারা ভারত ঘুরতে চান, সেখানে সিদ্ধার্থ চান এক বিশেষ অভিনেত্রীকে চুমু খেতে।

যেখানে বরুণ পায়ে হেঁটে সারা ভারত ঘুরতে চান, সেখানে সিদ্ধার্থ চান এক বিশেষ অভিনেত্রীকে চুমু খেতে।

১৩ ১৩
এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানান, পর্দার সামনে তিনি দীপিকা পাড়ুকোনকে চুমু খেতে চান। অভিনেতার মতে, বড় পর্দায় দীপিকার সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন দেখে দর্শকমহলের ভাল লাগবে। তা ছাড়া দীপিকাকে তিনি খুব পছন্দও করেন। তাই জনসমক্ষে তাঁর মনের ইচ্ছা প্রকাশ করেছেন সিদ্ধার্থ।

এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানান, পর্দার সামনে তিনি দীপিকা পাড়ুকোনকে চুমু খেতে চান। অভিনেতার মতে, বড় পর্দায় দীপিকার সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন দেখে দর্শকমহলের ভাল লাগবে। তা ছাড়া দীপিকাকে তিনি খুব পছন্দও করেন। তাই জনসমক্ষে তাঁর মনের ইচ্ছা প্রকাশ করেছেন সিদ্ধার্থ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy