351 crores rupees worth of note found in odissa and Jharkhand state it raid dgtl
IT Raids Dhiraj Sahu
সাড়ে ৩০০ কোটি পার, কংগ্রেস নেতা ধীরজের লুকোনো টাকা গুনতে গুনতে ক্লান্ত আয়কর কর্তারা
ব্যাগভর্তি কোটি কোটি টাকার সঙ্গে ইতিমধ্যেই নাম জড়িয়েছে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর। আয়কর দফতর থেকে জানানো হয়েছে রবিবারের গণনা অবধি টাকার অঙ্ক ৩৫৩ কোটি!
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ১৩:০৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
ওড়িশা ও ঝাড়খণ্ডের আয়কর হানা গত বুধবার থেকে এখনও জারি আছে সমান গতিতে। সময় যত গড়াচ্ছে ততই টাকার পাহাড় উঁচু হচ্ছে। ব্যাগভর্তি কোটি কোটি টাকার সঙ্গে ইতিমধ্যেই নাম জড়িয়েছে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর। আয়কর দফতর থেকে জানানো হয়েছে রবিবারের গণনা অবধি টাকার অঙ্ক ৩৫৩ কোটি!
০২১২
আয়কর দফতর সূত্রের একাংশের দাবি, দেশে এখনও পর্যন্ত কোনও আয়কর হানায় এত পরিমাণে টাকা উদ্ধার করা যায়নি। প্রসঙ্গত, দুই রাজ্যে ক্রমাগত তল্লাশি চালিয়ে ১৭৬টি ব্যগভর্তি টাকা উদ্ধার করা হয়েছে এই পর্যন্ত।
০৩১২
ওড়িশার একটি বড় মদ কারখানা থেকে প্রথমে প্রায় ৩০০ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। সেই অর্থের উৎস সন্ধান করার সময় তদন্তকারীদের হাতে ধীরজের নাম উঠে আসে।
০৪১২
তার পরই তাঁর বাড়িতে তল্লাশিতে যান আয়কর দফতরের আধিকারিকরা। শনিবার রাঁচীতে তাঁর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর।
০৫১২
কংগ্রেস সাংসদের বাড়ি থেকে তিন ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে। এ ছাড়াও মদ কারখানার এক শীর্ষ কর্তা বান্টি সাহুর বাড়ি থেকে টাকাভর্তি প্রায় ১৯টি ব্যাগ উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর।
০৬১২
আয়কর সূত্রে জানা গিয়েছে, বান্টির বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তার মধ্যেই আবার প্রকাশ্যে আসে যে, ওড়িশার বৌধ জেলার যে মদ কারখানায় আয়কর হানা চলছে, তার কাছেই একটি জায়গা থেকে বিপুল পরিমাণ ছেঁড়া ৫০০ টাকার নোট উদ্ধার হয়েছে।
০৭১২
স্থানীয়রাই সেই টাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সব মিলিয়ে আয়কর আধিকারিকরা ১৭৬টি ব্যাগ উদ্ধার করেছেন। যার মধ্যে বেশির ভাগই বৌধ জেলার ওই মদ কারখানা থেকে উদ্ধার হয়েছে।
০৮১২
আয়কর দফতর সূত্রে খবর, ধীরজের পরিবারের বেশ কিছু সদস্য মদ উত্পাদন ব্যবসার সঙ্গে জড়িত। ওড়়িশায় তাঁর পরিবারে সদস্যদের এই ধরনের বেশ কয়েকটি কারখানা রয়েছে বলেও জানা গিয়েছে আয়কর দফতর সূত্রে।
০৯১২
বোলাঙ্গিরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আঞ্চলিক ম্যানেজার ভগত বেহেরা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে, উদ্ধার হওয়া ১৭৬টি ব্যাগের মধ্যে ১৪০টি ব্যাগের টাকা গোনার কাজ শেষ হয়েছে। সঠিক সময়ে গণনার কাজ শেষ করতে অতিরিক্ত মেশিন এবং ব্যাঙ্ক কর্মীদের কাজে লাগানো হয়েছে।
১০১২
৫০ জন ব্যাঙ্ক কর্মী মোট ৪০টি মেশিন নিয়ে টাকা গোনার কাজ করছেন। টাকা গোনার সময় মেশিনগুলিতে যাতে কোনও প্রযুক্তিগত সমস্যা দেখা না দেয়, তাই আগেভাগেই ইঞ্জিনিয়ারদের ঘটনাস্থলে উপস্থিত রাখা হয়েছে।
১১১২
রবিবার এই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, আয়কর বিভাগের কর্মীরা কংগ্রেস সাংসদের বাড়ি এবং অফিস থেকে উদ্ধার হওয়া নগদের বান্ডিলগুলি গুনে দেখছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
১২১২
উল্লেখযোগ্য যে, দলের সাংসদের বাড়ি এবং অফিস থেকে টাকা উদ্ধার হওয়ার পর তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে কংগ্রেস। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, ‘‘কংগ্রেস কোন ভাবেই সাংসদ সাহুর ব্যবসার সঙ্গে জড়িত নয়। শুধুমাত্র তিনিই ব্যাখ্যা দিতে পারেন যে, কী ভাবে এত টাকা তাঁর বাড়ি এবং অফিস থেকে উদ্ধার করা হল। তাঁর উচিত সেই ব্যাখ্যা দেওয়া।’’