25 lakhs of pilgrims have visited rammandir in ayodhya so far, donating more than 11 crore rupees to the temple dgtl
Ram Mandir Donation
১১ দিনে ২৫ লক্ষ ভক্ত, দান ছাড়িয়ে গিয়েছে ১১ কোটি! রামমন্দিরে উপচে পড়ছে ভিড়
মন্দিরের ভিতর রামলালাকে এক বার দেখতে ভিড় জমিয়েছেন জনতা। সঙ্গে বহু ‘প্রতীক্ষিত’ রামলালার জন্য উপচে পড়া উপহার ও দানসামগ্রী।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনকে ঘিরে বছরের গোড়া থেকেই দেশ জুড়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। বহু অপেক্ষা, দিন গোনা। ২২ জানুয়ারি শেষমেশ রামমন্দিরের দরজা জনসাধারণের জন্য খুলে যায়।
০২১৩
মন্দিরের ভিতর রামলালাকে এক বার চোখে দেখতে ভিড় জমিয়েছেন জনতা। সঙ্গে বহু ‘প্রতীক্ষিত’ রামলালার জন্য উপচে পড়া উপহার ও দানসামগ্রী।
০৩১৩
অবস্থা এমন হয় যে ২৩ তারিখ ভিড়ের চাপে সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয় মন্দির। তার পর অবশ্য তা আবার খুলে দেওয়া হয়।
০৪১৩
২২ তারিখ রামলালার অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত প্রায় ২৫ লক্ষ রামভক্ত মন্দির পরিদর্শন করেছেন বলে জানিয়েছে রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট।
০৫১৩
আর রামলালার পাওয়া দানের টাকার অঙ্ক শুনলেও চোখ কপালে উঠবে। ১১ দিনে চেক, অনলাইন এবং দানবাক্স মিলিয়ে মোট ১১ কোটি টাকারও বেশি দান এসেছে রামলালার ঘরে!
০৬১৩
মন্দির ট্রাস্টের অফিস ইনচার্জ প্রকাশ গুপ্ত জানিয়েছেন, মন্দিরের গর্ভগৃহে যেখানে রামের মূর্তি রয়েছে, তার সামনে ‘দর্শন পথ’-এর কাছে চারটি বড় আকারের দানবাক্স রাখা হয়েছে, যাতে ভক্তরা দান করেন।
০৭১৩
এ ছাড়া রয়েছে ১০ টি কম্পিউটারাইজড কাউন্টার, যেখানে অনুদান দেওয়া যায়। ডোনেশন কাউন্টারে মন্দির ট্রাস্টের নিযুত্ত কর্মচারীরা রয়েছেন, যাঁরা প্রতি দিন সন্ধ্যায় কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার পর ট্রাস্ট অফিসে প্রাপ্ত অনুদানের হিসাব জমা দেন।
০৮১৩
১৪ জন কর্মীর একটি দল রয়েছে রামমন্দিরে। এঁদের মধ্যে ১১ জন ব্যাঙ্কের কর্মচারী এবং বাকি তিন জন মন্দির ট্রাস্টের কর্মী।
০৯১৩
তাঁরা সকলে মিলে চারটি দানবাক্স এবং কম্পিউটারাইজড কাউন্টারে জমা পড়া ‘দান’ গণনা করেন৷ প্রকাশ জানান, অনুদানের টাকা জমা করা থেকে গণনা করা, সব কিছুই সিসিটিভি ক্যামেরার নজরদারিতে হয়।
১০১৩
সরাসরি মন্দিরে দান করা ছাড়াও অনলাইন এবং চেক মারফতও জমা পড়ে দানের টাকা। এই দুই পদ্ধতিতে এখনও পর্যন্ত জমা পড়েছে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা।
১১১৩
দানবাক্স এবং কাউন্টার মিলিয়ে জমা পড়া টাকার পরিমাণ ৮ কোটি ছুঁয়েছে।
১২১৩
অর্থাৎ ১১ দিনে বালক রামের জন্য ভক্তদের দেওয়া অনুদানের পরিমাণ ১১ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।
১৩১৩
আগামী দিনে ভক্তের সংখ্যা এবং দানের অঙ্কে রামমন্দির ‘রেকর্ড’ করবে বলে আশাবাদী ট্রাস্টের সদস্যরা।