প্রতীকী চিত্র
মিউচুয়াল ফান্ডগুলি তাদের কাঠামো, সম্পদের ধরন এবং বিনিয়োগের উদ্দেশ্যগুলির উপর ভিত্তি করে শ্রেণিবদ্ধ করা হয়। আবার এই মিউচুয়াল ফান্ডগুলি বিনিয়োগকারীদের ঝুঁকির উপর ভিত্তি করেও ভাগ করা যেতে পারে। দেখে নেওয়া যাক বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডগুলি কী কী? পোর্টফোলিওর বৈচিত্র্যকরণের জন্য আপনার সুবিধা অনুযায়ী বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড বেছে নিন।
সম্পদ শ্রেণির ভিত্তিতে মিউচুয়াল ফান্ডের প্রকার:
ইক্যুইটি ফান্ড - ইক্যুইটি ফান্ড সংস্থার শেয়ারে বিনিয়োগ করে। যেমন, লার্জ-ক্যাপ ইক্যুইটি ফান্ডগুলি সুপ্রতিষ্ঠিত, বড় সংস্থায় বিনিয়োগ করে এবং স্মল-ক্যাপ ফান্ডগুলি ছোট অথচ আর্থিক বিকাশের সুযোগসম্পন্ন সংস্থাগুলিতে বিনিয়োগ করে।
ডেব্ট ফান্ড - ডেব্ট ফান্ড বন্ডে বিনিয়োগ করে এবং একটি স্থিতিশীল আয় প্রদান করে। সরকারি বন্ড এবং কর্পোরেট বন্ডে এই প্রকার ফান্ড বিনিয়োগ করে।
মানি মার্কেট ফান্ড - মানি মার্কেট ফান্ডগুলি কম-ঝুঁকিপূর্ণ, স্বল্পমেয়াদী সিকিউরিটিতে বিনিয়োগ করে।
হাইব্রিড ফান্ড - স্টক এবং বন্ড উভয় মিলে হাইব্রিড ফান্ড হয়।
বিনিয়োগের লক্ষ্যের উপরে ভিত্তি করে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন প্রকারঃ
গ্রোথ ফান্ড - এই ফান্ডগুলি যে কোম্পানিতে বিকাশের সম্ভাবনা বেশি রয়েছে, সেখানে বিনিয়োগ করে।
ইনকাম ফান্ড - ইনকাম ফান্ড বন্ড স্থির আয়ের সিকিউরিটি এবং ডিভিডেন্ড-ইল্ডিং স্টকে বিনিয়োগ করে।
লিকুইড ফান্ড - লিকুইডিটি এবং নিরাপত্তায় অগ্রাধিকার দিয়ে এই ফান্ডগুলি স্বল্পমেয়াদি ঋণের উপকরণগুলিতে বিনিয়োগ করে।
ট্যাক্স সেভিং ফান্ড - এটি ইএলএসএস নামেও পরিচিত যা ৮০সি ধারার অধীনে করছাড়ের সুবিধা প্রদান করে। এটি প্রাথমিক ভাবে ইক্যুইটিতে বিনিয়োগ করে।
অ্যাগ্রেসিভ গ্রোথ ফান্ড - যে সংস্থাগুলির উত্তরোত্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সেগুলিতে এই ফান্ড বিনিয়োগ করে।
ক্যাপিটাল প্রোটেকশন ফান্ড - মূল অর্থের পরিমাণকে সুরক্ষিত করতে এই ফান্ডগুলি পরিমিত রিটার্ন দেয়। যারা ঝুঁকি নিতে উৎসাহী নন এবং তাঁদের বিনিয়োগকে সুরক্ষিত করতে চান, তাঁদের জন্য এটি আদর্শ।
ফিক্সড ম্যাচুরিটি ফান্ড - যারা নির্দিষ্ট রিটার্ন এবং ন্যূনতম সুদের হারে ঝুঁকি চান, তাঁদের জন্য ফিক্সড ম্যাচুরিটি ফান্ড উপযুক্ত।
পেনশন ফান্ড - চাকরিজীবীদের অবসরের পরে পেনশন পেতে এই ফান্ড কার্যকরী।
কাঠামোগত দিক থেকেও মিউচুয়াল ফান্ডকে তিনটি প্রকারে ভাগ করা হয়ঃ
ওপেন-এন্ডেড ফান্ড - বিনিয়োগকারীরা ওপেন-এন্ডেড ফান্ডে ক্রমাগত ইউনিট ক্রয় এবং বিক্রয় করেন, যা লিকুইডিটি নিশ্চিত করে।
ক্লোজ়ড-এন্ডেড ফান্ড - এতে একটি নির্দিষ্ট মেয়াদকাল এবং সীমিত সংখ্যক ইউনিট থাকে। বিনিয়োগকারীরা শুধুমাত্র প্রাথমিক অফারের সময়কালে ইউনিট কিনতে পারেন এবং স্টক এক্সচেঞ্জে এই ইউনিটগুলি ট্রেড করতে পারেন।
ইন্টারভাল ফান্ড - এটি ওপেন এবং ক্লোজ়ড-এন্ডেড ফান্ডের বৈশিষ্ট্যকে একত্রিত করে।
ঝুঁকির উপর ভিত্তি করেও মিউচুয়াল ফান্ডকে বিভিন্ন প্রকারে ভাগ করা যায়, যেমন, খুব কম ঝুঁকির ফান্ড, কম ঝুঁকির ফান্ড, মাঝারি ঝুঁকির ফান্ড, উচ্চ ঝুঁকির ফান্ড, বিশেষ মিউচুয়াল ফান্ড, সেক্টর ফান্ড, ইনডেক্স ফান্ড, ফান্ডের ফান্ড, উদীয়মান মার্কেট ফান্ড, আন্তর্জাতিক ফান্ড, গ্লোবাল ফান্ড, রিয়েল এস্টেট ফান্ড, পণ্যভিত্তিক স্টক ফান্ড, মার্কেট নিউট্রাল ফান্ড, ইনভার্স ফান্ড, অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, গিফট ফান্ড এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড।
এই প্রতিবেদনটি ‘টাকা টক্’ ফিচারের অংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy