1. কর্পোরেট চাকুরিজীবী হোক বা পাড়ার মোড়ের পুরনো মুদি দোকানের মালিক, বাজেট আসলে প্রত্যেকেরই নজর থাকে সরকার প্রদত্ত কর ছাড়ের উপরে। অর্থাৎ একটি নির্দিষ্ট অঙ্কের বেশি রোজগার করলেই কর বাবদ বেশ ভাল টাকা গুণতে হবে। কোনও বার সেই সংখ্যাটা বাড়ে, কোনও বছর কমে বা একই থাকে। অঙ্কের হিসেবে প্রত্যেক বছরেই বহু টাকা কর বাবদ পকেট থেকে বেরিয়ে যায়। আর সেই কারণেই বাজারে কর বাঁচাতে রয়েছে বহু প্রকল্প।