শিক্ষককে পেটাচ্ছে ছাত্ররা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
কলেজে আয়োজিত হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেই অনুষ্ঠানে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছিল একদল ছাত্র। এর প্রতিবাদ করে ছাত্রদের বাধা দিয়েছিলেন এক শিক্ষক। সে জন্য লাঠি-বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক পেটাল এক দল ছাত্র ও তাঁদের অভিভাবকরা। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সোরা এলাকায়। সেই ভিডিয়ো সামনে আসতেই অভিযুক্তদের খোঁজে নেমেছে পুলিশ।
শাস্ত্রীনগরের আদর্শ জনতা ইন্টার কলেজের ওই শিবিরে ইচ্ছাকৃত ভাবে ছাত্রীদের গায়ে পড়ছিল কিছু ছাত্র। এই কাজের প্রতিবাদ করাতেই মার খেতে হয়েছে ওই শিক্ষককে। এ ব্যাপারে গঙ্গাপারের এসএসপি নগেন্দ্র সিংহ বলেছেন, ‘‘হেলথ চেক-আপ ক্যাম্পে অসভ্যতা করছিল কিছু ছাত্র। ওই শিক্ষক প্রতিবাদ করার পর ছাত্ররা বাইরে থেকে অভিভাবক ও বন্ধুদের ডেকে আনে। তার পর লাঠি দিয়ে মারে ওই শিক্ষককে।’’ ওই ছাত্ররা কলেজেও ভাঙচুর চালিয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার।
এই বিষয়টি নিয়ে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ চলছে।
#WATCH Prayagraj: A teacher was thrashed by a group of male students&their guardians at Balkaranpur's Adarsh Janta Inter College after he scolded the students when they allegedly misbehaved with female students. Prayagraj SP says "FIR registered, they'll be arrested soon." (5.11) pic.twitter.com/lfpqHVVPW2
— ANI UP (@ANINewsUP) November 5, 2019
আরও পড়ুন: ‘সিপাহি বিদ্রোহে’ স্তব্ধ রাজধানী, বিহিত চাই, প্রতিবাদে পথে পুলিশ
আরও পড়ুন: টিকটকে বেশি লাইক পেতে মাকে প্রায় মেরেই ফেলেছিল এই ছেলে!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy