ফেজ টুপি ও হিজাব পরে ক্রিসমাস ক্যারল কেরলের চার্চে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শামিল হচ্ছে সারা দেশ। সেই প্রতিবাদের আঙ্গিকে নতুন এক ধরন দেখাল কেরলের কোঝেনচেরি শহরের এক দল যুবক-যুবতী। সেই ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে মোহিত নেটিজেনরা কুর্নিশ জানাচ্ছেন ওই যুবক-যুবতীদের।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই যুবক-যুবতীদের পরনে চিরাচরিত মুসলিম পোশাক। যুবকরা পরে রয়েছেন পাঞ্জাবি। তাঁদের মাথায় ফেজ টুপি। অন্য দিকে, যুবতীরা পরেছেন হিজাব। তা পরেই গির্জায় গিয়ে তাঁরা অংশ নিয়েছিলেন বড়দিনের প্রার্থনায়। ক্রিসমাস ক্যারলও গাইছিল ওই দলটি।
নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই ভারতীয় মুসলিমদের প্রতি সৌভ্রাতৃত্ব দেখাতে ও সিএএ-এনআরসির প্রতিবাদ করতেই এ রকম করা হয়েছে বলে জানা গিয়েছে। কেরলের কোঝেচেরি শহরের মার্থোমা চার্চে এটি হয়েছে। দেখুন সেই ভিডিয়ো—
This is India, no one can stop the unity of our religions. Please see how these youngsters appeared in their X'mas carol service in solidarity with Indian Muslims and protest against CAA&NRC. This was part of their Christmas carol service in Marthoma Church, Kozhenchery, Kerala. pic.twitter.com/CQjHb4GULn
— JijoyMatts' (@jijoy_matt) December 25, 2019
আরও পড়ুন: মোবাইলে আসা ওটিপি দিলে তবেই উঠবে এটিএম থেকে টাকা, ১ জানুয়ারি থেকে নয়া নিয়ম
আরও পড়ুন: ‘বিজেপিতে রয়েছেন দুর্যোধন, দুঃশাসন, তাঁরাই চালাচ্ছেন টুকড়ে টুকড়ে গ্যাং’, তোপ যশবন্তের
সেই ভিডিয়ো টুইটে শেয়ার করে কংগ্রেস সাংসদ শশী তারুর লিখেছেন, ‘‘পোশাক দেখে বলতে পারবেন ওরা কারা!’’
Ah yes — “you can tell who themy are from their clothes “! https://t.co/BQArDRy2hr
— Shashi Tharoor (@ShashiTharoor) December 25, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy