তরোয়াল হাতে স্মৃতির নাচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
রাহুল গাঁধীর নাম উত্তরপ্রদেশের অমেঠী লোকসভা কেন্দ্রে এ বার কেটে ফেলেছেন তিনি। বর্তমানে তিনি দেশের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী, বস্ত্রমন্ত্রীও। সেই স্মৃতি ইরানিকেই দেখা গেল তরোয়াল হাতে। দু’হাতে দু’টো তরোয়াল নিয়ে নাচলেন তিনি। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পড়তে না পড়তেই ভাইরাল।
গুজরাতের ভাবনগরে শুক্রবার ছিল ‘উইমেনস আপলিফ্টিং ফোরাম প্রোগ্রাম’। শ্রী স্বামীনারায়ণ গুরুকুল আয়োজন করেছিল সেই অনুষ্ঠানের। সেখানেই তরোয়াল হাতে নেচেছেন স্মৃতি ইরানি।
তবে কেন্দ্রীয় মন্ত্রী একা নন। তার সঙ্গে তরোয়াল হাতে নাচতে দেখা গিয়েছে বেশ কয়েকজন মহিলা পারফরমারকে। সেখানকার ঐতিহ্যবাহী নাচ ‘তলওয়ার রাস’–এর অঙ্গ হিসাবেই দু’হাতে তলোয়ার নিয়ে নেচেছেন অমেঠীর সাংসদ। এই ‘তলওয়ার রাস’ গুজরাত ও রাজস্থানের বিভিন্ন এলাকায় বেশ জনপ্রিয়। দেখুন সেই ভিডিয়ো...
#Gujarat के भावनगर में स्वामीनारायण गुरुकुल के प्रतिष्ठा महोत्सव में हिस्सा लेने आयी केंद्रीय मंत्री @smritiirani ने तलवार रास खेला pic.twitter.com/wocTmXC0BF
— News24 (@news24tvchannel) November 15, 2019
আরও পড়ুন: এক্সপ্রেস ট্রেনে খাবারের দাম এক লাফে বাড়ল অনেকটা, দেখে নিন নতুন দামের তালিকা
আরও পড়ুন: পাঁচতারা হোটেলে তিনটি ডিমের দাম দিতে গিয়ে মাথায় হাত এই সঙ্গীত পরিচালকের!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy