কৃতজ্ঞতা প্রকাশে সাফাই কর্মীদের উদ্দেশে ফুল। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
লকডাউনের জেরে স্তব্ধ গোটা দেশ। অধিকাংশ অফিসে ছুটি দেওয়া হয়েছে বা কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু জরুরি পরিষেবা যাঁদের দিতে হয়, জীবনের ঝুঁকি নিয়ে এই সময়েও তাঁরা নিত্যদিন কাজ করে চলেছেন। যেমন সাফাই কর্মীরা। এই সময়েও বাড়ি জঞ্জাল থেকে শুরু করে রাস্তাঘাট পরিষ্কার করছেন তাঁরা। এই কাজের জন্য মঙ্গলবার তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল পঞ্জাবের পটিয়ালার বাসিন্দারা।
কৃতজ্ঞতা প্রকাশের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে একটি সংবাদ সংস্থা। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৬০ হাজারেরও কাছাকাছি ইউজার।
সেখানে দেখা যাচ্ছে, ভ্যান গাড়ি নিয়ে এলাকায় জঞ্জাল সংগ্রহ করতে এসেছেন সাফাই কর্মীরা। বাড়ির উপর থেকে সেই সাফাই কর্মীদের উদ্দেশে ফুল ছুড়ছেন সেখানকার বাসিন্দারা। হাততালি দিয়ে জানাচ্ছেন অভিনন্দন। একজন আবার নীচে নেমে সাফাই কর্মীর গলায় পরিয়ে দিলেন টাকার মালা। দেখুন সেই ভিডিয়ো—
#WATCH Punjab: Residents of Nabha in Patiala applauded sanitation workers by clapping for them and showering flower petals on them. Some even offered garlands of currency notes to one of the workers. #COVID19 (31-3-2020) pic.twitter.com/238f6oBlWn
— ANI (@ANI) March 31, 2020
আরও পড়ুন: নিজামউদ্দিন: বিদেশিদের কেন আটকানো হয়নি? প্রশ্নের মুখে কেন্দ্র
আরও পড়ুন: অভাব দেশে, গ্লাভস যাচ্ছে সার্বিয়ায়!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy