গুলি চালাচ্ছে দুষ্কৃতিরা। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।
দিল্লির প্রকাশ্য রাস্তায় এক যুবকের উপর গুলি চালাল এক দল দুষ্কৃতী। শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণীর সেক্টর-১১তে। গুলিবিদ্ধ ওই যুবককে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আততায়ীদের পরিচয় জানা না গেলেও গুলি চালানোর ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে।
দুষ্কৃতীদের গুলিতে আহত ওই ব্যক্তির নাম মণীশ। তিনি বাদলি এলাকার খেড়াখুর্দ গ্রামের বাসিন্দা। শুক্রবার রোহিণী এলাকায় তিনি যখন নিজের গাড়িতে বসেছিলেন তখনই তাঁর উপর প্রায় কুড়ি রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এর মধ্যে প্রায় পাঁচটি গুলি তাঁর গায়ে লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রোহিণীর অম্বেডকর হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর তদন্তে নামে কেএনকাটজু মার্গ থানার পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। আততায়ীদের চিহ্নিত না করা গেলেও গ্যাঙওয়ারের জেরেই এই গুলি চালনার ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
দেখুন প্রকাশ্য রাস্তায় গুলি চালানোর সেই ভিডিয়ো-
#WATCH Delhi: A man was shot at by unknown assailants in Rohini, Sector-11, yesterday. He has been admitted to a hospital in critical condition. pic.twitter.com/Zvrx5hDqBV
— ANI (@ANI) May 18, 2019
আরও পড়ুন: ‘বহুত বড়িয়া, ভেরি ইম্প্রেসিভ’, মোদীর সাংবাদিক বৈঠক নিয়ে কটাক্ষ রাহুলের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy