চলন্ত বাসের সামনে স্কুটি নিয়ে দাঁড়িয়ে মহিলা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তা দিয়ে আসছে যাচ্ছে বাস। কিন্তু বাসটি আসছে রাস্তার ডানদিক দিয়ে। আর সেই সময় ওই রাস্তা দিয়ে বিপরীত দিক থেকে স্কুটি নিয়ে আসছিলেন এক মহিলা। বাসকে ভুল লেনে যেতে দেখে তিনি বাসের সামনে স্কুটি থামিয়ে সটান দাঁড়িয়ে পড়েন। দাঁড়িয়ে যায় বাস। ওই মহিলা কিছুতেই নিজের জায়গা থেকে সরতে রাজি নন। কারণ তিনি ঠিক লেন দিয়ে গাড়ি চালাচ্ছেন। আর বাস ভুল লেনে।
মহিলার এই দৃঢ়তার সামনে শেষমেশ পিছু হঠতে বাধ্য হয় ভুল লেন দিয়ে যাওয়া বাস। মহিলা একই ভাবে দাঁড়িয়ে থাকেন রাস্তায়। আর বাসটি তাঁকে পাশ কাটিয়ে ধীরে ধীরে বেরিয়ে যায়। সম্প্রতি এই ঘটনা ঘটেছে কেরলে। এই ঘটনার ভিডিয়ো করেছিলেন সেখানে উপস্থিত অন্যরা। আর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
সেই ভিডিয়ো দেখে ওই মহিলাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেছেন, ‘সঠিক পথে চললে, সব সময় আলাদা শক্তি কাজ কাজ করে।’
When you are RIGHT it gives you a very different kind of MIGHT. See Joe a lady rider down South doesn't budge an inch to give in to an erring Bus Driver. Kudos to her. @TheBikerni @IndiaWima @UrvashiPatole @utterflea @anandmahindra @mishramugdha #GirlPower #BikerLife #BikerGirl pic.twitter.com/3RkkUr4XdG
— TheGhostRider31 (@TheGhostRider31) September 25, 2019
আরও পড়ুন: অযোধ্যা শুনানি শেষ ১৮ অক্টোবরেই
আরও পড়ুন: কংগ্রেসের থেকে গাঁধীকে কাড়তে মরিয়া বিজেপি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy