গান গাইছেম জামিয়ার পড়ুয়ারা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর দেশজোড়া প্রতিবাদে সামিল হয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। সেই পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদ করেছিল গোটা দেশের ছাত্রসমাজ। সিএএ নিয়ে এই বিক্ষোভের মধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ২০১৫-র একটি ভিডিয়ো।
ভিডিয়োটি জামিয়া মিলিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রার্থনা সঙ্গিত জামিয়া তারানা। ‘দয়ার-ই-শক মেরা’ সেই গানের ভিডিয়ো প্রথম আপলোড করা হয়েছিল তার বছর আগে। বিক্ষোভের আবহে সেই পুরনো ভিডিয়ো ফের শেয়ার করছেন নেটিজেনরা। দেশ মাতৃকার বন্দনা করে জামিয়ার ছাত্র-ছাত্রীদের সেই গান মুগ্ধ করেছে নেটিজেনদের।
সেই ভিডিয়োটি জামিয়ার একটি অনুষ্ঠানের সময় তোলা। সেই অনুষ্ঠানে চার জন ছাত্রী ও চার জন ছাত্র গাইছেন ওই গান। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গাঁধীও। শুনুন জামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের গাওয়া সেই গান—
Listen to Tarana of my alma mater Jamia Millia Islamia, you will realise why its sons and daughters are so mad 😍
— M Reyaz, PhD || محمد ریاض (@journalistreyaz) December 18, 2019
(It is in Persianised Urdu but this Video haa subtitles).https://t.co/ul0yOObUzY
আরও পড়ুন: নাগরিকত্ব নিয়ে নতুন ব্যাখ্যা দিল অমিতের মন্ত্রক
আরও পড়ুন: হিন্দুত্বের পথে জন্ম নিয়ন্ত্রণে কেন্দ্র
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy