বিয়ে বাড়িতে খণ্ডযুদ্ধ। ছবি টুইটার থেকে নেওয়া।
গান বাজানো নিয়ে বিয়ে বাড়িতে বর-কনে দু’পক্ষের মধ্যে শুরু হয়ে গেল খণ্ডযুদ্ধ। এমনই একটি ভিডিয়ো সম্প্রতি সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে মহিলা, পুরুষ সবাই চেয়ার, টেবিল ছুঁড়ে মারছেন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয়, স্থানীয় পুলিশকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। ঘটনাটি তেলঙ্গানার সূর্যপেট জেলায় ঘটেছে।
সূর্যপেটের কোদাদ এলাকার অজয়ের সঙ্গে বিয়ের ঠিক হয়পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ইন্দ্রজা-র। সবই ঠিকঠাক চলছিল। আচার অনুষ্ঠান মেনে ২৯ অক্টোবর অজয়-ইন্দ্রজার বিয়েও হয়ে যায়। সেই দিনই দু’ পক্ষের নিমন্ত্রিতরা জড়ো হন প্রীতিভোজের জন্য।
জানা গিয়েছে অনুষ্ঠানে গান বাজনার জন্য ডিজে-র আয়োজন করা হয়েছিল। চুক্তি মতো ডিজের গান বাজানোর সময় পেরিয়ে যাওয়ায় তা বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরেও অনুষ্ঠানে গান চালানোর দাবি করে বরপক্ষ। কিন্তু কনে পক্ষ বলে, দেরি হয়ে গিয়েছে এখন আর সম্ভব নয়। এই নিয়ে দু’ পক্ষের বাদানুবাদ শুরু হয়, সেখান থেকে শুরু হয় হাতাহাতি, খণ্ডযুদ্ধ।
আরও পড়ুন: নতুনের কাছে ভালবাসা প্রমাণে প্রাক্তন বান্ধবীকে ধর্ষণ করে খুনের চেষ্টা কিশোরের
ভিডিয়োতে দেখা যাচ্ছে, দু’ পক্ষ একে অপরের দিকে চেয়ার ছুঁড়ছেন। টেবিলের পায়া খুলে নিয়ে একে অপরকে আক্রমণ করছেন। এমনকি মহিলা-পুরুষদের মধ্যেও হাতাহাতি হতে দেখা যায়। মাঝে কয়েকজন যুদ্ধ থামানোর চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি।
আরও পড়ুন: মাস কাটত ২১ টাকায়, ইনি অনুদান পাচ্ছেন ৮০ লক্ষ টাকা
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোদাদ গ্রামীণ থানার পুলিশ। পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনে। পুলিশের তরফে জানানো হয়েছে, তিন জন সামান্য আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়।
পুলিশ বরপক্ষ ও কনেপক্ষকে থানায় দেখা করতে বলে। পয়লা নভেম্বর দু’পক্ষ থানায় গিয়ে জানায়, তারা একে অপরের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করতে চায় না। বর-বউ একসঙ্গে থাকছেন। তাঁদের কোনও সমস্যা নেই। দু’ পক্ষের মধ্যে যে মত বিরোধ ছিল তাও তারা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিয়েছে।
তবে দুই পক্ষের মত বিরোধ মিটে গেলেও সেদিনের ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। সেই সঙ্গে শুরু হয়েছে মজার সব মিম আর কমেন্ট।
দেখুন সেদিনের সেই খণ্ডযুদ্ধের ভিডিয়ো:
A marriage gone wrong! Groom's side wanted DJ. Bride's side said it will be late. DJ wanted to leave. Arguments lead to brawl. Incident at Thogarrai village, kodad dt, #Telangana. Wonder how they would face each other for future functions? pic.twitter.com/3Dh717WZkL
— krishnamurthy (@krishna0302) November 1, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy