Viral video: a woman posing in flooded streets of Patna has outraged internet dgtl
Viral video
মানুষ মরছে, ঘরদোর ভাসছে, সেই বন্যার জলেই আহ্লাদের ফোটোশুট পটনার এই মেয়ের
সৌরভের দাবি, বন্যা পরিস্থিতি সবার সামনে তুলে ধরতে তাঁরা এই অভিনব উদ্যোগ নিয়েছেন। তবে তাতে ক্ষুব্ধ নেটিজেনরা কোনও ভাবেই রেয়াত করছেন না এই মডেল ও ফটোগ্রাফার জুটিকে। তাঁদের জিজ্ঞাসা এই ছবি দিয়ে তাঁরা কী বোঝাতে চাইছেন?
বন্যার জলে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন মহিলা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
সংবাদ সংস্থা
পটনাশেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
লক্ষ লক্ষ মানুষ যখন বন্যায় বিপর্যস্ত, বিধ্বস্ত তখন সেই জলে দাঁড়িয়ে এক মহিলা ফটোশুট করছেন। শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় এমনই কিছু ছবি ঘুরছে। যা নিয়ে তীব্র নিন্দার মুখে পড়েছেনআলোকচিত্রী আর তাঁর ‘মডেল’। পটনার রাস্তায় বন্যার জলে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় ওই মহিলাকে। সেই ছবিই ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁদের।
পটনা-সহ গোটা বিহারের কয়েক লক্ষ মানুষ বানভাসি। আর সেই পটনার রাস্তায় বন্যার হাঁটু জলে দাঁড়িয়ে হাসি মুখে এক যুবতী। পরনে ‘হাফ-স্লিট’ লাল পোশাক, পায়ে হাই হিল জুতো। ফোঁটা ফোঁটা বৃষ্টির মধ্যে এক যুবক ছাতা নিয়ে তাঁর ছবি তুলছেন। আর যুবতী কখনও ডান দিকে কখনও বাঁ দিকে ঘুরে, কখনও গাড়ির বনেটে বসে পোজ দিয়ে চলেছেন। আর পথচারিরা কিছুটা বিস্ময়, কিছুটা বিরক্তিতে তাঁদের তাকিয়ে দেখছেন।
যুবতীর নাম অদিতি সিংহ, পটনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির ছাত্রী। আর যিনি হাফ প্যান্ট পরে,রঙিন ছাতা নিয়ে লাল পোশাক পরা মেডেলের ছবি তুলছিলেন তিনি সৌরভ অনুরাজ। ইনি পটনায় একটি ফটোস্টুডিও চালান।
সৌরভের দাবি, বন্যা পরিস্থিতি সবার সামনে তুলে ধরতে তাঁরা এই অভিনব উদ্যোগ নিয়েছেন। তবে তাতে ক্ষুব্ধ নেটিজেনরা কোনও ভাবেই রেয়াত করছেন না এই মডেল ও ফটোগ্রাফার জুটিকে। তাঁদের জিজ্ঞাসা এই ছবি দিয়ে তাঁরা কী বোঝাতে চাইছেন?
ইনস্টাগ্রামে যে কটি ছবি ও ভিডিয়ো পোস্ট করা হয়েছে, তার ক্যাপশন দেওয়া হয়েছে ‘বিপর্যয়ের মাঝে মত্স্যকন্যা’। এই ক্যাপশন নিয়েও প্রচুর মানুষ সমালোচনা করেছেন।