ফাইল চিত্র
এক দিন আগেই চলন্ত রেলে মালিশ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করে ভারতীয় রেল। এবার সেই সিদ্ধান্তকে সমালোচনার মুখে পড়তে হল। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে নিরাপত্তা বা সময়ে ট্রেন চালানোর থেকে কি মালিশ পরিষেবা বেশি জরুরি?
ভারতীয় রেল দাবি করেছে এই মালিশ পরিষেবার ফলে শুরুতেই অতিরিক্ত ২০ হাজার যাত্রী পাওয়া যাবে। মালিশ পরিষেবা থেকেই মিলবে প্রায় ২০ লক্ষ টাকা। আর সার্বিকভাবে এই পরিষেবার হাত ধরে অতিরিক্ত প্রায় ৯০ লক্ষ টাকা আয় হবে। পরে যা আরও বাড়বে বলে দাবি রেলের। প্রাথমিক ভাবে ইনদওর থেকে ছাড়ে এমন ৩৯টি ট্রেনে এই পরিষেবা মিলবে। মাত্র ১০০ টাকার বিনিময়ে পা ও মাথা মালিশেরপরিষেবা দেওয়া হবে।
প্রতিদিন প্রায় ২কোটি ৩০ লক্ষ যাত্রী বহন করে ভারতীয় রেল। সেখানে সময়ে ট্রেন চলা, ট্রেনে খাবার, নিরাপত্তা, এমনকি ট্রেনের পর্দা, চাদর-বালিশ-কম্বল নিয়েও অভিযোগ করতে দেখা যায় যাত্রীদের। রেল কর্মীদের আচরণ নিয়েও টুইট করতে দেখা গিয়েছে। এবার মালিশ পরিষেবা ঘোষণা হতেই সেই আগুনে ঘি পড়ল। প্রশ্ন উঠছে কোনটা বেশি জরুরি, পা-মাথামালিশ না পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়?
Indian Railways to provide head and foot massage services on board running trainshttps://t.co/jQ8iiF7NpS pic.twitter.com/GCyvHtV3NF
— Hindustan Times (@htTweets) June 8, 2019
Railway ministry is not concentrating for the safe and efficient travel. Stupid idea.
— sivakumar (@msiva1957) June 8, 2019
Hope they don't massage the pockets too while doing head and foot massage
— zorba (@khannaa) June 8, 2019
আরও পড়ুন : শাবকের শোকে কাঁদল হাতির দল, ভাইরাল হৃদয়-বিদারক ভিডিয়ো
আরও পড়ুন : দুবাইয়ের ভারতীয়র হাতে ৫৫ দেশের দু’হাজার রকমের মুদ্রা
এখন দেখার এই সমালোচনার মুখে পড়ে রেল কী পদক্ষেপ করে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy