বিগ্রহের মুখে মুখোশ। ছবি: টুইটার থেকে নেওয়া।
দিল্লির বায়ু দূষণের মাঝেই একই কারণে খবরে উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীও। সেখানকার একটি মন্দিরে দূষণের প্রভাব থেকে বাঁচাতে দেবদেবীর মূর্তিতে পরানো হল মুখোশ। সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
বারাণসী জেলার শহরতলি সিগরার বিখ্যাত শিব-পার্বতী মন্দিরে দেবতাদের মূর্তির মুখে পরানো হয়েছে মুখোশ। সেখানে শিব, দুর্গা, বিষ্ণু কালী, সাইবাবার মুর্তিতে মুখোশ পরানো হয়েছে।
মন্দিরের পুরোহিত হরিশ মিশ্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাঁরা গরমের সময় দেবতাদের মূর্তিতে চন্দন লাগান, যাতে তাঁরা শীতল থাকেন। আবার ঠাণ্ডার সময় উলের পোশাক পরানো হয়, যাতে তাঁদের ঠাণ্ডা না লাগে। তেমনি, বায়ু দূষণের প্রভাব এড়াতে তাঁরা দেবতাদের মূর্তিতে মুখোশ পরিয়েছেন।
আরও পড়ুন: দম্পতির ব্যক্তিগত মুহূর্তের শব্দ রেকর্ড যুবকের, ঘটনা ধরা পড়ল হোটেলের সিসি ক্যামেরায়
হরিশ মিশ্রের দাবি, দর্শনার্থীরা দেবতাদের মুখোশ পরা মূর্তি দেখে নিজেরাও বায়ু দূষণের হাত থেকে বাঁচতে তা পরছেন। এতে মানুষের উপকারই হচ্ছে।
আরও পড়ুন: কিশোরীকে ককপিটে ডেকে আজীবন নির্বাসিত পাইলট!
দূষণ নিয়ে হরিশ আরও বলেন, প্রত্যেই বায়ু দূষণের জন্য দায়ী, শুধু বাজি, গাড়ি থেকেই দূষণ হয় এমন নয়, দূষণ আবর্জনা পোড়ানোর ফলেও হয়। তাই মানুষ যতদিন সচেতন না হবেন ততদিন পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না।
মুখোশ পরা বিগ্রহের ছবি সোশ্যাল মিডিয়ায়:
पर्यावरण की भयावह स्थिति को देखते हुए वाराणसी के सिगरा स्थित मंदिर में पुजारी हरीश मिश्रा और भक्तों ने बाबा भोलेनाथ समेत देवी दुर्गा और काली माता समेत साईं बाबा का पूजन कर मास्क पहनाया..#Varanasi #Pollution #VJpriyaJ pic.twitter.com/VyFOFdIhu5
— Priya Jain | پریا جین | પ્રિયા જૈન (@VJpriyaJ) November 5, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy