বৃদ্ধের সাজে জয়েশ পটেল। ছবি : সিআইএসএফের টুইট থেকে নেওয়া।
স্বপ্ন ছিল মার্কিন মুলুকে গিয়ে চাকরি করে প্রচুর অর্থ উপার্জন করবেন। কিন্তু সেই স্বপ্ন দিল্লি বিমানবন্দরেই শেষ হয়ে গেল।
অমদাবাদের এক যুবক বৃদ্ধ সেজে মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার চেষ্টা করছিলেন। বিমানবন্দরে প্রাথমিক নিরাপত্তা বলয় পেরিয়েও যান। কিন্তু শেষ রক্ষা আর হল না। বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের কড়া নজর শেষ পর্যন্ত ওই যুবকের জালিয়াতি ধরে ফেলে।
গুজরাতের অমদাবাদের জয়েশ পটেল(৩২) বিদেশ যাওয়ার জন্য এক এজেন্টকে ধরেন। চুক্তি হয়, ওই এজেন্ট প্রয়োজনীয় সব কাগজপত্র জোগাড় করে দেবেন, বদলে জয়েশ আমেরিকায় গিয়ে তাকে ৩০ লক্ষ টাকা পাঠাবেন। সেই মতো এজেন্ট নকল পাসপোর্ট, ভিসা সব জোগাড় করে ফেলেন।
সবই পরিকল্পনামাফিক চলছিল। রবিবার দিল্লি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র উড়ে যাওয়ার কথা ছিল। তার আগে জয়েশকে দিল্লির একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে মেকআপ আর্টিস্ট অপেক্ষা করছিলেন তাঁদের জন্য। হোটেলের রুমে ৩২ বছরের জয়েশ পটেল পাল্টে যান ৮১ বছরের অমৃক সিংহে। চুল, দাড়ি সব সাদা রং করা হয়। পরানো হয় পাগড়ি ও একটি জিরো পাওয়ারের চশমা। আপাত ভাবে দেখলে তাঁকে বৃদ্ধের সাজে বেশ ভালই মানিয়েছিল। কিন্তু বিপত্তি হল গায়ের রঙে।
আরও পড়ুন : আইফোন-১১ কিনতে নাকি কিডনি বিক্রির অপশন থাকছে
আরও পড়ুন : শূন্যে টানা ৩০ ডিগবাজি, খোঁজ মিলল নতুন প্রতিভার
প্রথম সিকিউরিটি চেক পয়েন্ট পেরিয়ে যায় অমৃক ওরফে জয়েশ। তাঁকে একটি হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁকে অসুস্থের মতো অভিনয় করতে বলা হয়, যেন তিনি হাঁটতে পারেন না ঠিকঠাক। সেই মতো অভিনয় করে যাচ্ছিলেন। কিন্তু দ্বিতীয় সিকিউরিটি চেকের সময় নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। তাঁরা দেখেন মুখের রঙের সঙ্গে হাতের রং মিলছে না। ৮১ বছর বয়সী এক বৃদ্ধের মুখে বা শরীরে যে বলিরেখা থাকার কথা তাও নেই। সেই সঙ্গে গলার স্বরও মোটেই ৮১ বছরের মতো লাগছে না।
In two separate incidents, #CISF nabbed two passengers, one each for impersonation and carrying dual passports at IGI Airport, New Delhi. Passengers handed over to Delhi Police officials. pic.twitter.com/Mo7Gazeeox
— CISF (@CISFHQrs) September 9, 2019
এর পরেই জয়েশকে আলাদা করে নিয়ে গিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতেই ধরা পড়ে যায় সব কিছু। বোঝা যায় সবটাই মেকআপের কেরামতি! তাঁর বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে খোঁজ চলছে তার এজেন্ট ও মেকআপ আর্টিস্টেরও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy