Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
National News

দীর্ঘতম ভাষণ, অসুস্থ বোধ করায় শেষ না করেই থামলেন নির্মলা

শনিবার সকাল ১১টায় শুরু করে নির্মলা থামলেন তখন পেরিয়ে গিয়েছে আড়াই ঘণ্টারও বেশি সময়।

থামতে হল নির্মলাকে। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

থামতে হল নির্মলাকে। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৮
Share: Save:

বাকি ছিল বাজেট-ভাষণের আরও দু’পাতা। তবে অসুস্থ বোধ করায় বাজেট বক্তৃতার মাঝপথেই থামতে হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। তবে থামার আগে নিজের রাজনৈতিক কেরিয়ারের দীর্ঘতম ভাষণটি দিয়ে ফেলেছেন তিনি। শনিবার সকাল ১১টায় শুরু করে নির্মলা থামলেন তখন পেরিয়ে গিয়েছে আড়াই ঘণ্টারও বেশি সময়। অঙ্কের হিসাবে এ দিন ২ ঘণ্টা ৪১ মিনিট ধরে বাজেট-ভাষণ দিয়েছেন তিনি। যা সংসদের ইতিহাসেও দীর্ঘতম।

এ দিন ঘড়ির কাঁটায় ১১টা বাজতেই লোকসভায় বাজেট-ভাষণ শুরু করেন নির্মলা। তবে আড়াই ঘণ্টা ধরে একনাগাড়ে বাজেটের নানা খুঁটিনাটি বিষয় তুলে ধরার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তিনি। স্বাস্থ্য ক্ষেত্রে সেস বসানোর প্রস্তাব করার লাইনটি পড়ার সময়ই দেখা যায় এক বার থামলেন তিনি। ভাষণ থামিয়েই নিচু হয়ে এক বার জলের গ্লাস তুলে খানিকটা জল খেলেন। এর পর ফের শুরু করলেন ভাষণ। তবে কয়েক মুহূর্ত পরে ফের থামতে হল তাঁকে। ফের এক বার জল খেলেন। এর পর তাঁর পাশে বসা অমিত শাহ, নিতিন গডকড়ীদের এগিয়ে দেওয়া একটি লজেন্স মুখে দিয়ে ফের শুরু করলেন। তবে কয়েক সেকেন্ড পর ফের ছন্দপতন! ভাষণ থামিয়ে মুখের ঘাম মুছতে দেখা গেল নির্মলাকে। অমিত শাহদের পাশে বসা রাজনাথ সিংহের জিজ্ঞাসা মিটিয়ে ফের ভাষণে মন দিলেন তিনি। এরই মাঝে তাঁর কাছে ছুটে এসেছেন শিরোমণি অকালি দলের সাংসদ হরসিমরত কউর। তাঁকে আশ্বস্ত করে লোকসভায় নির্মলা জানালেন, এ বার নিজের বাজেট বক্তৃতা শেষ করছেন। এর পর নিজের আসনে বসে পড়েন তিনি। ফের এক বার শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছতে দেখা যায় তাঁকে। নির্মলার অর্ধসমাপ্ত ভাষণের পর সে সময়কার মতো বাজেট অধিবেশন মুলতবি করে দেন স্পিকার ওম বিড়লা।

সংবাদ সংস্থা সূত্রের খবর, নির্মলার রক্তচাপ কমে যাওয়াতেই এমন বিপত্তি ঘটেছিল। তবে আপাতত সুস্থই রয়েছেন তিনি। লোকসভার পর রাজ্যসভাতে যাবেন তাঁর বাজেট নথি জমা দিতে।

আরও পড়ুন: আয়কর কমিয়েও অর্থমন্ত্রী তুলে নিলেন অধিকাংশ করছাড়

আরও পড়ুন: ব্যাঙ্ক লাটে উঠলেও আপনার ৫ লক্ষ টাকা ফেরত নিশ্চিত

আরও পড়ুন: মধ্যবিত্তের হাতে রইল পেনসিল? দেখে নিন কী কী বললেন নির্মলা

গত বছর ২ ঘণ্টা ১৭ মিনিটের বাজেট ভাষণ দিয়েছিলেন নির্মলা। তবে এ বার সে রেকর্ড ছাপিয়ে গিয়েছেন তিনি। তাঁর আগে প্রাক্তন অর্থমন্ত্রী বিজেপির যশোবন্ত সিংহ যে রেকর্ড দখলে রেখেছিলেন। এ দিন নির্মলা তাঁকে অতিক্রম করেন ২ মিনিটের ব্যবধানে। নির্মলার মতোই দীর্ঘ ভাষণ দেওয়ার রেকর্ড রয়েছে প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির। ২০১৪-তে ২ ঘণ্টা ১০ মিনিট ধরে ভাষণ দিয়েছিলেন তিনি। নির্মলা, অরুণ জেটলি বা যশোবন্তের মতোই আরও এক অর্থমন্ত্রীর দীর্ঘ ভাষণের সাক্ষী থেকেছে লোকসভা। তিনি মনমোহন সিংহ। ১৯৯১ সালের অর্থমন্ত্রী মনমোহন অবশ্য এ দিন তাঁর উত্তরসূরির ভাষণ শুনে বলেছেন, ‘‘এত দীর্ঘ ভাষণ যে আমি পুরোটা হজম করতে পারিনি!’’

অন্য বিষয়গুলি:

Budget 2020 Union Budget 2020 Nirmala Sitharaman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy