শুক্রবার হামলার সেই দৃশ্য।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যঙ্গচিত্র শেয়ার করায় প্রাক্তন নৌসেনা আধিকারিককে বাড়ি থেকে ডেকে বেধড়ক মার। ঘটনায় অভিযুক্ত এক শিবসেনা নেতা-সহ মোট ৬ জন। অভিযোগ প্রমাণিত হলে সকলের সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত শাস্তি হতে পারে। অথচ তাঁদের থানা থেকেই জামিন দিয়ে দেওয়া হল! মুম্বইয়ের সমতানগর থানার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শিবসেনাকে চেপে ধরেছে বিজেপি।
ঘটনার সূত্রপাত শুক্রবার। মুম্বইয়ের কান্দিভেলি পূর্ব এলাকার বাসিন্দা, প্রাক্তন নৌসেনা আধিকারিক মদন শর্মার দাবি, তিনি তাঁর আবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে উদ্ধবের একটি ব্যঙ্গচিত্র শেয়ার করেন। তার পরেই বিপত্তির শুরু। মদনের বক্তব্য, ওইদিন সকালে প্রথমে তাঁকে ফোন করে ঠিকানা জানতে চান শিবসেনা নেতা কমলেশ কদম। এর পর দুপুরবেলা তাঁকে বাইরে ডাকেন কমলেশ। তিনি আবাসনের বাইরে পা রাখতেই তাঁর উপর কমলেশ এবং তাঁর দলবল হামলা চালায়। সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরাতেও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।
अभिनेत्री कंगना राणावत के कार्यालय की तोड़फोड़ करके अपनी मर्दानगी दिखाने वाले सत्ताधारी शिवसेना ने अब सत्ता के मद में एक बुजुर्ग भूतपूर्व नौसेना अधिकारी मदन शर्मा को मारपीट करते हुए उनकी आंख को जबरदस्त चोट पहुंचाई है। मुख्यमंत्री घरबैठे तानाशाही चला रहे है। pic.twitter.com/qF2NVcIN55
— Atul Bhatkhalkar (@BhatkhalkarA) September 11, 2020
হামলার পর সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মদন বলেছেন, ‘‘একটা মেসেজ ফরওয়ার্ড করার জন্য আমায় ফোনে হুমকি দেওয়া হয়। এর পর ৮ থেকে ১০ জন আমার উপর হামলা চালায়। আমি দেশের জন্য সারা জীবন কাজ করেছি। অথচ আমাকেই এমন নিগ্রহ করা হল! এমন সরকার থাকার কোনও প্রয়োজন নেই।’’
আরও পড়ুন: কোভিড-ধস্ত অর্থনীতি চাঙ্গা করতে ‘দিশাহীন উড়ান’ চাঙ্গিতে
অভিযুক্তদের বিরুদ্ধে সমতা নগর থানায় অভিযোগ দায়ের করেন মদন। পুলিশ কমলেশ এবং তাঁর ৫ সঙ্গীকে গ্রেফতার করে শুক্রবার। কিন্তু শনিবার থানা থেকেই তাঁদের জামিন দিয়ে দেওয়া হয়। পুলিশের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জামিন দেওয়ার ক্ষমতা রয়েছে থানার। জামিনের বিরোধিতা করে আক্রান্তের মেয়ে শীলা শর্মা বলেন, ‘‘আমরা জানি না ছবিটা কী ভাবে শিবসেনার কাছে গেল। আমরা কড়া পদক্ষেপ চাই। অভিযুক্তদের এ ভাবে জামিন দেওয়া উচিত হয়নি। আমরা এ ভাবে জামিনের বিরোধিতা করছি।’’
আরও পড়ুন: অরুণাচলের নিখোঁজ ৫ তরুণকে ভারতে ফেরাল চিন
নৌসেনার প্রাক্তন আধিকারিকের উপর হামলার ঘটনার পর পরই শিবসেনার বিরুদ্ধে তোপ দেগেছিল বিজেপি। এ বার অভিযুক্তদের জামিন দেওয়ার ঘটনায় ফুঁসে উঠেছে তারা। বর্তমানে হাসপাতালে ভর্তি মদন। সেখানে তাঁকে দেখতে যান মহারাষ্ট্রের বিরোধী দলনেতা প্রবীণ দারেকর। থানা থেকে জামিন দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘এটা হল শিবসেনার ভিন্ন একটা মুখ। অভিযুক্তরা শিবসেনা হওয়ার জন্যই জামিন পেয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy