Advertisement
২৩ নভেম্বর ২০২৪

আবার উত্তপ্ত তিনসুকিয়া, চলছে আসুর জেল ভরো

আসু অহিংস সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছে। এবং তারা বলছে, রাতে কোনও আন্দোলন চালাচ্ছে না।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৯
Share: Save:

নাগরিকত্ব আইন-বিরোধী আন্দোলনের জেরে ফের উত্তপ্ত অসমের তিনসুকিয়া। গত রাতে সিজুগুড়ি এলাকায় ১১টি ফল ও আনাজের দোকানে আগুন লাগানো হয়। সিজুগুড়িতেই বৃহস্পতিবার রাতে কয়েকটি দোকান ও হোটেলে আগুন লাগানোর ফলে এক প্রবীণ হোটেলকর্মী মারা যান। পাশাপাশি, পানবাড়ি এলাকায় চারটি বাঙালি পরিবারকে বাড়ি থেকে বের করে এনে তাঁদের কাঁচা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

যদিও আসু অহিংস সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছে। এবং তারা বলছে, রাতে কোনও আন্দোলন চালাচ্ছে না। জারি রয়েছে নৈশ কার্ফুও। তবে আগামিকাল থেকে কার্ফু তুলে নেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর। তবে তার মধ্যেও তিনসুকিয়ায় পরপর এমন ঘটনা ঘটায় আতঙ্কে বাঙালিরা। তিনসুকিয়ার এক বাঙালি গায়িকা বলেন, ‘‘এখন উৎসব-অনুষ্ঠানের মরশুম। কিন্তু অনুষ্ঠান করা দূরের কথা, বাড়িতে রেওয়াজ করাও বন্ধ।’’ তাঁর বক্তব্য, এখানকার বাঙালিরা অনেক ভরসা করে বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু দেখা গেল আসল সময়ে সব নেতা দিসপুর সামলাতেই ব্যস্ত। আমাদের পাশে বিজেপি, পুলিশ কেউই নেই।’’ এ দিকে, আজ থেকে তিন দিন, রাজ্যজুড়ে সত্যাগ্রহ ও জেল ভরো আন্দোলন শুরু করল আসু। গুয়াহাটির লতাশিলে সত্যাগ্রহে হাজার হাজার মানুষ যোগ দেন। সমাবেশের পরে মিছিল করে গ্রেফতার হন আসুর উপদেষ্টা সমুজ্জল ভট্টাচার্য, সভাপতি দীপাঙ্ক নাথ, সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ-সহ সহস্রাধিক মানুষ। পরে সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। সমুজ্জ্বলবাবু বলেন, ‘‘কারাগারে যেতে ভয় করি না। সংশোধনী বাতিল না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।’’

অগপ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত বরাবরই দলের বিপক্ষে দাঁড়িয়ে বিলের বিরুদ্ধে সরব। তিনি বলেন, ‘‘দলের থেকে অসম বড়। এই অগপর কোনও নির্দিষ্ট নীতি নেই।’’ তবে অগপর ক্ষমতাসীন নেতৃত্ব তথা সভাপতি অতুল বরা বলেন, ‘‘আবেগ নয়, যুক্তি দিয়ে ভাবার সময় এসেছে। মহন্তের সময়েই বিদেশিরা নাগরিকত্ব পেয়েছে।’’ বরা জানান, ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ, অসমে ইনার লাইন পারমিট, প্রভৃতি দাবি নিয়ে অমিত শাহের সঙ্গে তাঁরা শীঘ্রই দেখা করবেন।

আরও পড়ুন: নাগরিকত্ব-এনআরসি আবহেই চার মাসেই রামনন্দিরের প্রতিশ্রুতি অমিত শাহের মুখে

এ দিকে, গত কয়েকদিনে এই প্রথম অসমের বিজেপি সরকার মুখ খুলল। সরককারি মুখপাত্র হিমন্তবিশ্ব শর্মা আজ জানান, ‘‘নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলতে থাকা আন্দোলনে সরকার বাধা দেবে না।’’ তিনি জানান, শীঘ্রই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্রীয় সরকার। হিমন্ত জানান, গুয়াহাটি ও রাজ্যে ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট সংক্রান্ত ১৩৬টি এফআইআর হয়েছে। গ্রেফতার হয়েছে ১৯০ জন। গুয়াহাটির বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় অনেককে চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, দিসপুর আক্রমণ চালানোর জন্য মানুষকে উত্তেজিত করা, বাইরের লোক জড়ো করার জন্য ফেসবুকে যে নেত্রী পোস্ট করেছিলেন তিনি একটি রাজনৈতিক দলের সদস্য। এমনই আরও অনেকের পোস্ট চিহ্নিত হয়েছে। গোটা ঘটনার পিছনে রাজনৈতিক চক্র কাজ করেছে।

অন্য বিষয়গুলি:

CAA AASU Citizenship Amendment Act Tinsukia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy