গাধার 'ইন্টারভিউ' নিচ্ছেন সাংবাদিক। ছবি: টুইটার থেকে নেওয়া।
করোনা জেরে গোটা দেশে এখন রাস্তায় বেরলেই মাস্ক বাধ্যতামূলক। কিন্তু তাও কিছু মানুষ যেন বিষয়ের গুরুত্ব বুঝতে চাইছেন না। তাঁদেরই এবার যেন আয়না দেখিয়ে দিলেন এক সাংবাদিক। মাস্ক না পরা ওই ব্যক্তিকে কার্যত গাধার সঙ্গে তুলনা করে দিলেন। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ওড়িশার ভুবনেশ্বরে কর্মরত আইপিএস অফিসার অরুণ বোথরা ২১ জুলাই একটি ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে। সেখানে দেখা যাচ্ছে, সন্ধ্যার সময় এক সাংবাদিক বুম নিয়ে ঘুরছেন। সামনে একটি গাধাকে দেখতে পান। সেটি রাস্তার ধারে শুয়ে ছিল, তার দিকে এগিয়ে যান ওই সাংবাদিক। গাধাটিকে জিজ্ঞেস করেন, সে মাস্ক পরেনি কেন। স্বভাবতই গাধার কাছ থেকে কোনও উত্তর মেলেনি।
তবে গাধার কাছ থেকে উত্তর যে মিলবে না তা তিনি বিলক্ষণ জানতেন। কিন্তু ওই সাংবাদিক সম্ভবত আগে থেকেই ছকে রেখেছিলেন, মাস্ক না পরা পথাচারিদের ক্যামেরার সামনে ধরবেন। সেই মতো পোয়েও যান এক পথচারীকে, যিনি মাস্ক পরেননি। ক্যামেরার সামনে তাঁকে কার্যত গাধার সঙ্গে তুলনা করে দেন ওই সাংবাদিক। সেই ভিডিয়োই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে।
আরও পড়ুন: ভারতের এক খনি থেকে মিলল প্রায় ১১ ক্যারাটের হিরে, দাম কত জানেন?
আরও পড়ুন: শাহরুখের বাড়ি 'মন্নত' ঢেকে গেল প্লাস্টিকের চাদরে
দেখুন সেই ভিডিয়ো:
Best media interview of the Lockdown period 😎 pic.twitter.com/qbHGflcoBx
— Arun Bothra (@arunbothra) July 21, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy