Advertisement
১০ জানুয়ারি ২০২৫

রড দিয়ে মেরে মূত্রপানে বাধ্য করা হয়েছিল, ৮ দিনের লড়াই শেষে মারা গেলেন দলিত যুবক জগমেল সিংহ

যন্ত্রণায় কাতর জগমেল জলের জন্য কাকুতি জানালেও জল দেওয়া হয়নি তাঁকে। বরং বাধ্য করা হয়েছে নিজের মূত্র পান করাতে। পরে তাঁকে পিজিআইএমইআর-এ ভর্তি করা হয়। তাঁর পা দু’টি বাদ দেন চিকিৎসকরা। ক্রমেই জগমেল সিংহ সাড়া দেওয়া বন্ধ করেন।

—প্রতীকী চিত্র

—প্রতীকী চিত্র

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ১৭:৫৩
Share: Save:

চার জন মিলে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছিল তাঁকে। বাধ্য করা হয়েছিল নিজেরই মূত্র পান করতেও। ৮ দিনের লড়াই অবশেষে থামল। মারা গেলেন পঞ্জাবের সংরুপুর এলাকার দলিত যুবক জগমেল সিংহ (৩৭)। শনিবার সকালে তাঁর মৃত্যু সংবাদ ঘোষণা করে পোস্ট গ্র্যাডুয়েট ইন্সটিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআইএমইআর)।

ঘটনার সূত্রপাত গত ৭ নভেম্বর। পুরনো শত্রুতার জেরে ওই দিন সংরুপুর এলাকার চঙ্গলিওলা গ্রামের ওই যুবককে বাড়ি থেকে বার করে আনে স্থানীয় দুই যুবক রিঙ্কু ও বিটা। তাদের সঙ্গে যোগ দেয় লাকি ও অমরজিৎ সিংহ নামে দু’জন। একটি থামে বেঁধে লাঠি এবং রড দিয়ে তাঁকে প্রচণ্ড মারধর করা হয়।

যন্ত্রণায় কাতর জগমেল জলের জন্য কাকুতি জানালেও জল দেওয়া হয়নি তাঁকে। বরং বাধ্য করা হয়েছে নিজের মূত্র পান করাতে। পরে তাঁকে পিজিআইএমইআর-এ ভর্তি করা হয়। তাঁর পা দু’টি বাদ দেন চিকিৎসকরা। ক্রমেই জগমেল সিংহ সাড়া দেওয়া বন্ধ করেন।

আরও পড়ুন:তিন দিনেই শেষ ইনদওর টেস্ট, ইনিংস ও ১৩০ রানে জিতল বিরাটের ভারত
আরও পড়ুন:শবরীমালা থেকে ১০ মহিলাকে ফেরত পাঠাল পুলিশ, আজ বিকালে খুলছে মন্দির​

জগমেলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চার যুবককেই গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যা), ৩৬২ (অপহরণ) ও অন্য বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। পঞ্জাবের তপসিলি জাতি ও জনজাতি কমিশনের তরফে সংরুপুর থানায় গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

অন্য বিষয়গুলি:

Dalit Man Dalit Man beaten to Death Panjab
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy