Advertisement
E-Paper

নিট, জেইই না পিছোতে মোদীকে আর্জি দেড়শো শিক্ষাবিদের

শিক্ষাবিদদের অভিযোগ, রাজনৈতিক অ্যাজেন্ডা পূরণ করার জন্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা হচ্ছে।

প্রতীকী ছবি। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

প্রতীকী ছবি। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

নয়াদিল্লি

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ১২:২৫
Share
Save

করোনা পরিস্থিতির কারণে নিট এবং জেইই পিছিয়ে দেওয়ার দাবি তুলেছে বিরোধীরা। একই দাবি শিক্ষার্থীদের একাংশেরও। কিন্তু দেশের দেড়শো জনেরও বেশি শিক্ষাবিদ জানিয়েছেন, ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা ফের পিছিয়ে দেওয়া হলে পড়ুয়াদের ক্ষতি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে সরাসরি এই মত জানিয়েছেন তাঁরা।

দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষাবিদদের অভিযোগ, ‘‘রাজনৈতিক অ্যাজেন্ডা পূরণ করার জন্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা শুরু হয়েছে।’’ পাশাপাশি চিঠিতে তাঁরা লিখেছেন, ‘‘ছাত্র ও যুবসমাজ দেশের ভবিষ্যৎ। কিন্তু কোভিড-১৯ অতিমারির অভিঘাতে তাঁদের কেরিয়ারে অনিশ্চয়তার মেঘ জমেছে। এই পরিস্থিতিতে ভর্তি এবং ক্লাস (ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পাঠক্রমে) সংক্রান্ত যে অনিশ্চয়তাগুলি রয়েছে, তা দ্রুত দূর করা প্রয়োজন।’’

আগামী ১ সেপ্টেম্বর থেকে নিট এবং জেইই পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করতে বলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। কেন্দ্রীয় পরীক্ষা হলেও তার আয়োজনের ব্যবস্থা করতে হবে রাজ্যগুলিকে। করোনা পরিস্থিতিতে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীকে যাতে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া না হয়, তার জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি তুলেছে পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্টের অভিমতের কথা বলে কেন্দ্র এখনও সেই দাবি মানেনি। এনটিএ সূত্রের খবর, বুধবার প্রায় ১৪ লক্ষ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। এনটিএ-র ডিরেক্টর জেনারেল বিনীত জোশীর বক্তব্য, দেরিতে পরীক্ষার কারণে পড়ুয়াদের একটি পুরো বছর যাতে নষ্ট না-হয়, সেই চেষ্টাতেই করোনা-কালেও সুষ্ঠু ভাবে ওই দুই প্রবেশিকা পরীক্ষা আয়োজনের এই চেষ্টা।

আরও পড়ুন: মমতার মত মেনে সুপ্রিম কোর্টে নিট এবং জেইই আর্জি

বুধবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, মুখ্যমন্ত্রী মমতো বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী নেতা-নেত্রীদের ভার্চুয়াল বৈঠকে নিট এবং জেইই পরীক্ষা পিছনোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবারই শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে বিরোধীরা। তার আগে দিল্লি আইআইটি, বিএইউচইউ, জেএনইউ-এর মতো দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান এবং লন্ডন, ক্যালিফোর্নিয়া, জেরুজালেম-সহ নানা বিদেশি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভারতীয় শিক্ষাবিদদের চিঠি, পরীক্ষা-বিতর্ককে অন্য মাত্রা দিল।

আরও পড়ুন: বছর যাতে নষ্ট না হয়, তাই পরীক্ষা​

Narendra Modi JEE 2020 NEET 2020 COVID-19 National Testing Agency NTA NEET JEE

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}