ইন্ডিগো এয়ারলাইন্সের ম্যানেজার রূপেশ সিংহের মৃত্যু ঘিরে ঘরে-বাইরে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই পরিস্থিতিতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেজাজ হারালেন তিনি। সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক সংবাদিকদের করা প্রশ্নকে ‘ভুল এবং অসঙ্গত’ অ্যাখ্যা দিয়ে তাঁকেই পাল্টা প্রশ্ন করেন সমর্থন নিয়ে। খুনের প্রসঙ্গে মুখে নাম না নিয়ে লালু-রাবড়ির জমানার কথা এ দিন মনে করিয়েছেন নীতীশ।
অপছন্দের প্রশ্নের মুখোমুখি হয়ে নীতীশ ওই সাংবাদিককে বলেছেন, ‘‘আপনি এত মহান। কাকে সমর্থন করেন আপনি? স্বামী-স্ত্রীর ১৫ বছরের রাজত্বে এত খুনের ঘটনা ঘটেছে। সে গুলি নিয়ে কেন বলছেন না?’’ এর পরই তাঁর সাফাই কোনও ঘটনা ঘটলেই ব্যবস্থা নেওয়া হয়। এর পরই সাংবাদিকের উদ্দেশে নীতীশ বলেছেন, ‘‘একটা খুনের ঘটনা ঘটেছে। পুলিশ খুনের কারণ জানতে তদন্ত করছে। আপনার কাছে কোনও ক্লু থাকলে পুলিশকে জানাতে পারেন। পুলিশের এ ভাবে অমর্যাদা করবেন না। ২০০৫-র আগে কী ঘটত?’’
নীতীশের বাসভবন থেকে মাত্র ২ কিলোমিটার দূরে মঙ্গলবার খুন হন ইন্ডিগোর ম্যানেজার। নিজের বাড়ির সামনে গাড়ি থেকে যখন নামেন তখনই বাইকআরোহী দু’জন তাঁকে গুলি করে পালিয়ে যায়। তার পরই আইনশৃঙ্খলার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা। কিছু কিছু বিজেপি নেতাও মুখ খুলে অস্বস্তি বাড়ান নীতীশের। সেই পরিস্থিতিতেই মেজাজ হারালেন বিহারের মুখ্যমন্ত্রী।
आप किसके समर्थक है? मैं Direct आपसे पूछ रहा हूँ।
— Sanjay Yadav (@sanjuydv) January 15, 2021
- सवाल दागते निष्पक्ष पत्रकार @manishndtv से नीतीश कुमार
तो क्या बिहार में पत्रकारिता करने के लिए नीतीश कुमार या भाजपा समर्थक होना आवश्यक है?
नीतीश कुमार कहते है जाकर विपक्ष से पूछो, पता करो आज से 50-100 वर्ष पहले क्या होता था? pic.twitter.com/5TFbwABQhA