—ফাইল চিত্র।
খাতা-পেন নিয়ে বাড়ি বাড়ি ঘোরার দিন শেষ। এ বার জনগণনা হবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সোমবার এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়িত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।
এ দিন দিল্লিতে জনগণনা কমিশনার এবং রেজিস্ট্রার জেনারেলের জন্য নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, ‘‘পেন-খাতার বদলে২০২১-এ নয়া প্রযুক্তির সাহায্যে ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হবে।’’
শাহ বলেন, ‘‘একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে, জনগণনার ক্ষেত্রে যা এই প্রথম। তাতে পরিবার এবং নিজের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে পারবেন সাধারণ মানুষ। এতে ভারতের জনগণনার ইতিহাসে যুগান্তকারী পরিবর্তন আসবে।’’
আরও পড়ুন: অব কি বার... ট্রাম্পের সমর্থনে স্লোগান তুলে খুলে কি জুয়া খেললেন মোদী!
আরও পড়ুন: নির্বাচন কমিশনারের স্ত্রী-কে নোটিস আয়কর দফতরের, মোদী-শাহের বিরুদ্ধে সরব হওয়াতেই কি পদক্ষেপ!
মোট ১৬টি ভারতীয় ভাষায় জনগণনা প্রক্রিয়া সম্পন্ন হবে। সবমিলিয়ে তাতে ১২ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানান শাহ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy