নরেন্দ্র মোদী— ফাইল চিত্র।
২০২১-কে স্বাগত জানিয়ে কবিতা লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় সরকারের টুইটার হ্যান্ডলে ১ মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিয়োর সঙ্গে হিন্দি কবিতা ‘অভি তো সূরজ উগা হ্যয়’ (এই তো সূর্য উঠল) পোস্ট করা হয়।
সরকারি টুইটারে কবিতার ইংরেজি শিরোনাম, ‘দ্য সান হ্যাজ জাস্ট রাইজন’। টুইটারে লেখা হয়েছে, ‘নতুন বছরের প্রথম দিনটি শুরু করুন আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর লেখা মনোমুগ্ধকর এবং অনুপ্রেরণামূলক কবিতা অভি তো সূরজ উগা হ্যয় দিয়ে’।
Let's start our first day of the new year with a mesmerizing and motivating poem 'Abhi toh Suraj Uga hai', written by our beloved PM @narendramodi. @PIB_India @MIB_India @PMOIndia pic.twitter.com/9ajaqAX76w
— MyGovIndia (@mygovindia) January 1, 2021
মোদী তাঁর কবিতায় দেশের প্রতি সেনা, চিকিৎসা কর্মী এবং কৃষকদের অবদান স্মরণ করেছেন। অঙ্গীকার করেছেন, নতুন বছরে সমস্ত প্রতিবন্ধকতার মোকাবিলা করে স্বপ্নপূরণের। বার্তা দিয়েছেন, ‘আপন-পর, ওরা-আমরা’র ভেদাভেদ না করে প্রত্যেক দেশবাসীর শক্তি হয়ে উঠবে তাঁর সরকার।
আরও পড়ুন: রেকর্ড জিএসটি আদায় ডিসেম্বরে, ১ লক্ষ ১৫ হাজার কোটি
শুক্রবার সকালে মোদী টুইটারে দেশবাসীর সুখ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে বার্তা দেন। করোনা অতিমারির সঙ্কটের প্রসঙ্গ উল্লেখ করে লেখেন, ‘এই উদ্দীপনাই আশা ও ইচ্ছাশক্তির জয়ী করবে’।
আরও পড়ুন: আমেরিকার সেনার উপর হামলায় আফগান জঙ্গিদের মদত চিনের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy